মাধ্যমিক ২০২৩ ভূগোল প্রশ্ন - উত্তর
Maddhamik Geography 2023 Question Paper Solution
Cradit Goes to BJU Bangla
Marks - 90
Time - 3 Hours 15 Min
Part - A
1. বিকল্প প্রশ্নগুাল থেকে সাঠক উত্তরাট নিবাচন করে লেখ: 1×14=14
1.1. যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে-
1. নগ্নীভবন
2. আরোহন
3. পর্যায়ন
4. অবরোহন
Ans : 3. পর্যায়ন
1.2. মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উপস্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল-
1. অপসারণ
2. অবঘর্ষ
3. ঘর্ষণ
4. লম্ফদান
Ans : 1. অপসারণ
1.3. সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল-
1. ১০১২.২ মিলিবার
2. ১০১৩.২ মিলিবার
3. ১০১৪.২ মিলিবার
4. ১০১৫.২ মিলিবার
Ans : 2. ১০১৩.২ মিলিবার
1.4. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে-
1. গ্রীষ্মকালে
2. বসন্ত কালে
3. শীতকালে
4. সারাবছরব্যাপী
Ans : 4. সারাবছরব্যাপী
1.5. এল নিনোর প্রভাব দেখা যায়-
1. আটলান্টিক মহাসাগর
2. ভারত মহাসাগর
3. প্রশান্ত মহাসাগর
4. উত্তর মহাসাগর
Ans : 3. প্রশান্ত মহাসাগর
1.6. কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল-
1. ১২ ঘন্টা
2. ১২ ঘন্টা ২৬ মিনিট
3. ২৪ ঘন্টা
4. ২৪ ঘন্টা ৫২ মিনিট
Ans : 2. ১২ ঘন্টা ২৬ মিনিট
1.7. নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো-
1. পারদ
2. কৃষি জমির বর্জ্য
3. সেলুলোজ
4. রান্নাঘরের বর্জ্য
Ans : 1. পারদ
1.8. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল-
1. ৩০ টি
2. ২৯ টি
3. ২৮ টি
4. ২৭ টি
Ans : 3. ২৮ টি
1.9. ভারতের সর্বোচ্চ মালভূমি হল-
1. মালবের মালভূমি
2. মেঘালয় মালভূমি
3. তেলেঙ্গানা মালভূমি
4. লাডাক মালভূমি
Ans : 4. লাডাক মালভূমি
1.10. গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত-
1. কানপুর
2. এলাহাবাদ
3. দেবপ্রয়াগ
4. বারাণসি
Ans : 2. এলাহাবাদ
1.11. পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো-
1. জম্মু ও কাশ্মীর
2. তামিলনাড়ু
3. কেরল
4. মেঘালয়
Ans : 1. জম্মু ও কাশ্মীর
1.12. ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানঅধিকারী রাজ্যটি হল-
1. কেরল
2. তামিলনাড়ু
3. কর্ণাটক
4. অন্ধ্রপ্রদেশ
Ans : 3. কর্ণাটক
1.13. ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো-
1. দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
2. ভিলাই স্টিল প্ল্যান্ট
3. সালেম স্টিল প্ল্যান্ট
4. টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
Ans : 4. টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
1.14. 74 M/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল-
1. 1:10,000
2. 1:25, 000.
3. 1:50, 000
4. 1:1,00,000
Ans : 3. 1:50, 000
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন
বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন
Part - B
2.
2.1. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখ যেকোনো (ছয়টি প্রশ্নের উত্তর দাও): 1×6=6
2.1.1 মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
Ans - শুদ্ধ (T)
2.1.2. আন্টার্টিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়।
Ans - শুদ্ধ(T)
2.1.3. চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু।
Ans : অশুদ্ধ(F)
2.1.4. সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে তখন তাকে সিজিগি বলে।
Ans - অশুদ্ধ(F)
2.1.5. দূষিত বাতাসকে স্ক্রাবারে সাহায্যে পরিশ্রুত করা হয়।
Ans - শুদ্ধ(T)
2.1.6. ভারতের বৃষ্টির জল সংরক্ষণ এর অগ্রণী রাজ্য হল কেরল।
Ans - অশুদ্ধ(F)
2.1.7. উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যক।
Ans - শুদ্ধ(T)
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন
বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন
2.2. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও): 1×6=6
2.2.1. ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে_______ বলে।
Ans - খাড়ি
2.2.2. বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায়______ নামে পরিচিত।
Ans - আর্গ
2.2.3. বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় _______যন্ত্রের সাহায্যে।
Ans - অ্যানিমোমিটার
2.2.4. ________স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
Ans - উষ্ণ
2.2.5. মালাবার উপকূলের উপ হ্রদ গুলিকে স্থানীয় ভাষায় _________বলে।
Ans - কয়াল
2.2.6. জোয়ার বাজিরা রাগী প্রভৃতি ফসলকে একসাথে ________ বলে।
Ans : মিলেট
2.2.7. ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি ________ স্থানে অবস্থিত।
Ans : ব্যাঙ্গালুরু
2.3. একবার দুটি শব্দে উত্তর দাও (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও): 1×6=6
2.3.1. মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখ।
Ans : ওয়াদি।
2.3.2. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ উল্লেখ কর।
Ans : 100%
2.3.3. একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্ন চড়ার নাম লেখ।
And : গ্র্যান্ডব্যাঙ্ক।
2.3.4. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
Ans : সবজির খোসা।
2.3.5. গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি কে কি বলে ?
Ans : খাদার।
2.3.6. ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans : অসম।
2.3.7. ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ?
Ans : 74.04%
2.3.8. ভারতের কোন সংস্থা ভূ-বৈচিত্রসূচক মানচিত্র প্রস্তুত করে ?
Ans : SOI (Survey of India)
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন
বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন
2.4. বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো 1*4=4
Ans :2.4.1 - 3
2.4.2. - 4
2.4.3. - 1
2.4.4. - 2
Part - C
3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়): 2×6=12
3.1. জলবিভাজিকার সংজ্ঞা দাও।
অথবা
ইনসেলবার্জ কাকে বলে?
Ans-
জলবিভাজিকা (Interfluves) : যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে, তাকে বলে জলবিভাজিকা।
যেমন-হিমালয়জলবিভাজিকা অঞ্চল থেকে জলের বাষ্পীভবন, ঘনীভবন এবং বৃষ্টিপাতের মাধ্যমে জলচক্র সম্পূর্ণ হয়।
Ans 2-
ইনসেলবার্জ :
মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত কোন অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হয়। কেবলমাত্র অপেক্ষা কিন্তু কঠিন শিলাস্তর কম ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিভাগ থেকে উঁচুতে ক্ষয়জাত পর্বত বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এদের ইনসেলবার্জ (Inselberg) বলে।
উদাহরণ- দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ও অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ পরিলক্ষিত হয়।
3.2. নিরপেক্ষ আদ্রতা বলতে কী বোঝো?
অথবা
হিমপ্রাচীরের সংজ্ঞা দাও।
Ans:
নিরপেক্ষ আদ্রতা :
কোনাে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আদ্রর্তা বলে অর্থাৎ, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণই হল নিরপেক্ষ আদ্রতা।
সাধারণত চরম আদ্রর্তার পরিমাণ প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তার দ্বারা প্রকাশ করা হয়। যেমন 15 গ্রাম/ঘন সেন্টিমিটার।
Ans 2-
হিমপ্রাচীর :
উত্তর আটলান্টিক মহাসাগরে সুমেরু অঞ্চল থেকে আগত ল্যাব্রাডর স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জলের পাশ দিয়ে বিপরীত দিকে প্রবাহিত উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জলের সীমারেখা স্পষ্ট দেখা যায়। এই সীমারেখাকে হিমপ্রাচীর বলে।
3.3. বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।
অথবা
কম্পোস্টিং বলতে কী বোঝো?
Ans -
বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা
কোনো বর্জ্য পদার্থকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোনো পদার্থে পরিণত করাকে বলে পুনর্নবীকরণ প্রক্রিয়া। যেমন পুরোনো কাগজ থেকে নতুন কাগজ তৈরি করা।
Ans 2-
কম্পোস্টিং-
যে পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজন ঘটিয়ে হিউমাসে পরিণত করা তাকে বলা হয় কম্পোস্টিং। সমস্ত জৈব পদার্থগুলিকে যন্ত্রের সাহায্যে চূর্ণবিচূর্ণ করে বায়বীয় ব্যকটেরিয়ার দ্বারা কম্পোস্ট সার তৈরি করা হয়। আবার মাটির সাথে জৈব পদার্থ বিছিয়ে কয়েকটি স্তর গঠন করে ব্যাকটেরিয়ার দ্বারা কম্পোস্ট সার তৈরি করা হয়।
3.4. মরুস্থলী বলতে কী বোঝো?
অথবা
সামাজিক বনসৃজন এর দুটি সুবিধা লেখ।
Ans -
মরুস্থলি:
মরুস্থলি হলো মরু অঞ্চলের পশ্চিমপ্রান্তে বালিপূর্ণ শুষ্ক মরু অঞ্চল। এই অঞ্চলে সারিবদ্ধভাবে কিছু স্থায়ী বালিয়াড়ির মধ্যে লবণাক্ত হ্রদ ধান্দ নামে পরিচিত। মূলত এটা উদ্ভিদবিহীন অঞ্চল।
Ans 2-
সামাজিক বনসৃজন:-
সামগ্রিক ভাবে সামাজিক অবস্থার উন্নতির উদ্দেশ্যে গ্রামীণ পরিবেশের সুস্থতা, জীবজগতের ভারসাম্য রক্ষা, সরকারি বা বেসরকারি উদ্যোগে নদীর তীরবর্তী এলাকায়, রেললাইনের ফাঁকা জমিতে, রাস্তার দু'ধারে, পতিত জমিতে বৃক্ষরোপণের উদ্যোগকে বলা হয় সামাজিক বনসৃজন।
সুবিধা :
পরিবেশ উন্নয়ন: সামাজিক বনসৃজনের মাধ্যমে প্রতিকূল জলবায়ু থেকে কৃষি রক্ষা করা যায়।
জ্বালানী কাঠের সরবরাহ বৃদ্ধি: সামাজিক বনসৃজনের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য জ্বালানী কাঠের সরবরাহ বৃদ্ধি করা যায়।
3.5. পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখ।
অথবা
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
Ans:
পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল-
যোগাযোগ ব্যবস্থা ভালো বলে, বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি আমদানি করা,বিভিন্ন কৃষি পণ্য বাজারে সরবরাহ করা ইত্যাদির ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে।
পুরো ভারতবর্ষে সবুজ বিপ্লব দেখা গেছে।
Ans 2:
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে-
যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহৎ যন্ত্রপাতি,বৃহৎ যন্ত্রাংশ বৃহৎ ইলেকট্রনিক দ্রব্য প্রভৃতি প্রস্তুত করা হয় তাকে বৃহৎ ইঞ্জিনিয়ারিং শিল্প বলে যেমন - রেল ইঞ্জিন তৈরি, রেলের বগি তৈরি বিমানের ইঞ্জিন ও কাঠামো তৈরি প্রভৃতি ।
3.6. উপগ্রহ চিত্রের দুটি সংজ্ঞা দাও।
অথবা
মিলিয়ন শীট বলতে কী বোঝো ?
Ans -
উপগ্রহ চিত্র:
উপগ্রহ চিত্র হল কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহিত পৃথিবীর আলোকচিত্র। মহাকাশের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয়। এই আলোকচিত্রই হলো উপগ্রহ চিত্র। Satellite-এর ব্যবহার Remote Sensing ব্যবস্থায় সবচেয়ে বেশি।
উপগ্রহ চিত্রের তিনটি ক্ষেত্র -
1. মহাকাশ ক্ষেত্র অর্থাৎ মহাকাশে উপগ্রহ পাঠানো ও কক্ষপথে প্রতিস্থাপন
2. অনুধাবক ব্যবস্থা অর্থাৎ চোখ ভুপৃষ্ঠস্থ লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করে
3. তথ্যসংগ্রহক ব্যবস্থা
Ans 2:
মিলিয়ন শীট বলতে সাধারণত একটি নির্দিষ্ট পণ্য, বিশেষ করে কাগজ, টিস্যু বা অনুরূপ উপকরণের উৎপাদন বা বিক্রির ক্ষেত্রে ব্যবহৃত একটি মাপ বা পরিমাপ বোঝানো হয়। এটি মূলত ১০ লক্ষ শীটের সমষ্টি নির্দেশ করে।
উদাহরণস্বরূপ:
- কাগজের উৎপাদন শিল্পে "মিলিয়ন শীট" একটি মানদণ্ড হিসাবে ব্যবহৃত হয় যেখানে প্রতি মিলিয়নে ১০ লক্ষ কাগজ শীট গণনা করা হয়।
- এটি সাধারণত ব্যবসা ও বাণিজ্যে বৃহৎ পরিসরে পণ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়।
এই পরিমাপটি বড় আকারে উৎপাদন বা সরবরাহের হিসাব সহজ করতে সহায়ক।
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন
বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন
Part - D
4. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): 3×4=12
4.1. অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি মধ্যে পার্থক্য লেখ।
অথবা
ভরা কোটাল জোয়ার ও মরা কোটাল জোয়ারের তুলনামূলক আলোচনা কর।
Ans -
অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি পার্থক্য -
Ans 2 :
ভরা কোটাল জোয়ার ও মরা কোটাল জোয়ারের পার্থক্য -
4.2. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ কর।
অথবা
ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে?
Ans 1: Click HERE
Ans 2: Click HERE
4.3. ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা কর।
অথবা
ভারতে রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা কর।
Ans 1: Click HERE
Ans 2: Click HERE
4.4. দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা
ভূবৈচিত্রসূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ কর।
Ans 1 : Click HERE
Ans 2: Click HERE
Part - E
5.
5.1. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 5×2=10
5.1.1. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
Ans:
গিরিখাত (Gorge): আর্দ্র পার্বত্য অঞ্চলে 'V' আকৃতির নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। পৃথিবীর গভীরতম গিরিখাত হল নেপালের কালী গন্ডকী গিরিখাত।
জলপ্রপাত (Waterfalls) : উচ্চগতিতে নদীর তলদেশের ঢাল হঠাৎ বিচ্যুত হলে, বিচ্যুতিতলের ওপর থেকে জলরাশি নীচে পতিত হয় একে জলপ্রপাত বলে। যেমন: ভারতের কর্ণাটক রাজ্যের ভারাহী নদীর ওপর কুঞ্চিকল জলপ্রপাত হল উচ্চতম জলপ্রপাত।
ক্যানিয়ন (Canyon) : পার্বত্য অঞ্চলে গিরিখাতের মত শুষ্ক ও মরু অঞ্চলে ইংরেজী '।' আকৃতির যে খাড়া উপত্যকার সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। যেমন: ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন।
5.1.2. বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা কর।
Ans: Click HERE
5.1.3. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা কর।
Ans:
শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত :
জলীয় বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো উঁচু পাহাড় বা পর্বতশ্রেণী দ্বারা বাধাপ্রাপ্ত হলে তা উপরেরে দিকে উঠে যায় এবং ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোযৎক্ষেপ বৃষ্টিপাত বলে। চেরাপুঞ্জির মৌসিনরামে এই বৃষ্টিপাত দেখা যায় কিন্তু শিলং অনুবাদ ঢালে অবস্থিত হওয়ায় সেখানে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে।
5.1.4. সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক গুলি আলোচনা করো।
Ans: Click HERE
5.2. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 5×2=10
5.2.1. উত্তর ও দক্ষিণ ভারতের নদনদী গুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখ।
Ans:
5.2.2. ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
Ans: Click HERE
5.2.3. ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা কর।
Ans: Click HERE
5.2.4. ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা কর।
Ans: Click HERE
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন
বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন
Part - F
6. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও: 1×10=10
6.1. নীলগিরি পর্বত
6.2. তাপ্তি নদী
6 .3. লোকটাক হ্রদ
6.4. একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
6.5. মরু মৃত্তিকা অঞ্চল
6 .6. উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
6.7. ভারতের ম্যানচেস্টার
6.8. পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র
6.9. দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
6.10. মুম্বাই
Ans: Updated later
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন
বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন








