Questions : ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে ?
Answer: ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা দূষণ :
• নদীর দু-ধারে জনবসতি থাকায় জনবসতিদের সব বর্জ্য পদার্থ নদীর জলে এসেই পড়ছে, এর কারণে নদীর জল দূষিত হচ্ছে।
• নদীর কাছে শিল্পকারখানা থাকায় সেখানকার বর্জ্যপদার্থ নদীর জলে মিশছে, জল দূষিত হচ্ছে।
• নদীতে প্রতিমা নিরঞ্জনের ফলে প্রতিমায় ব্যবহৃত পদার্থ নদীর জলে মিশে জল দূষিত হচ্ছে।
• লোকেরা নদীর জলে প্রাতঃক্রিয়া সম্পন্ন করায় জল দূষিত হচ্ছে। এর ফলে, নানা ধরণের রোগ দেখা দিচ্ছে। মাছ বিলুপ্ত হচ্ছে। বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
