Questions : ভারতে রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা কর।
Answer: ভারতে রেলপথ এর গুরুত্ব -
• রেলগাড়ি দ্রুতগামী এবং পরিবহন ব্যয়ও কম। দূরবর্তী স্থানে যাওয়ার জন্য, ভারি পণ্যদ্রব্য প্রেরণের জন্য রেলপথ হল শ্রেষ্ঠ পরিবহন।
• ভিন্ন রাজ্য থেকে কৃষির জন্য প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ওষুধ আনার জন্য রেলপথে অত্যন্ত কম ব্যয়ে আনা যায়।
• ভারতের শিল্পাঞ্চলগুলিতে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি এবং উৎপাদিত শিল্পদ্রব্য রেলপথের মাধ্যমে বাজারে পাঠানো হয়।
• ভারতে বিভিন্ন খনিজ দ্রব্য যেমন কয়লা, আকরিক লোহা রেলপথে সরবরাহ করা হয়।
• দেশের অভ্যন্তরে দ্রুত সেনা ও যুদ্ধের সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে রেল পরিবহনের উপর নির্ভর করা হয়।
ভারতে সড়ক পথের গুরুত্বের -
1. অতি দ্রুত গতিতে স্বল্প দূরত্বে এবং সহজভাবে পরিবহন করা যায় সড়কপথের মাধ্যমে।
2. দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এর গুরুত্ব বেশি।
3. সড়কপথে অন্যের ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ রেলপথের তুলনায় কম।
4. দুর্গম অঞ্চল অর্থাৎ পার্বত্য অঞ্চলে সড়কপথের মাধ্যমে পরিবহন করা সম্ভব।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
