Questions : ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
Answer:
কার্পাস উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ-
• উষ্ণতা- কার্পাস চাষের জন্য 20-35° সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন হয়।
• বৃষ্টিপাত- 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত।
• সামুদ্রিক বায়ু- সামুদ্রিক বায়ু তুলা চাষের পক্ষে উপযোগী।
• মৃত্তিকা- চুন ও লবণ মিশ্রিত উর্বর কৃষ্ণ মৃত্তিকা এবং উর্বর দোআঁশ মৃত্তিকা উপযোগী।
• ভূমির প্রকৃতি- উর্বর জলনিকাশি সুবিধাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমির প্রয়োজন হয়।
• শ্রমিক- গাছের পরিচর্যা করা, গাছ লাগানো প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।
• সার- তুলা চাষের ফলে জমির উর্বরতা খুব তাড়াতাড়ি হ্রাস পায়, সেক্ষেত্রে জমিতে পরিমিত রাসায়নিক ও জৈব সার দিতে হয়।
• কীটনাশক- বলউইভিল নামে এক ধরনের পোকা তুলা চাষের পক্ষে ক্ষতিকর এজন্য তুলা চাষে কীটনাশক ব্যবহার করতে হয়।
• মূলধন- আধুনিক কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সার জলসেচ ব্যবস্থা ও কীটনাশক ঔষধ, শ্রমিকের মজুরি এবং উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জন্য যথেষ্ট পরিমাণ আর্থিক মূলধনের প্রয়োজন হয়।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in