Questions : সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক গুলি আলোচনা করো
Answer:
• পৃথিবীর আবর্তন: পৃথিবীর আবর্তনের কারণে কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধের বামদিকে বেঁকে প্রবাহিত হয়। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি। তাই সমুদ্রস্রোতগুলি নিরক্ষরেখার উভয়পাশ দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়।
• বায়ুপ্রবাহ : নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রসৃষ্টির প্রধান কারণ। নিয়ত বায়ুপ্রবাহ ঘর্ষণ বলের মাধ্যমে জলরাশিকে তার গতিপথের দিকে তাড়িত করে সমুদ্রস্রোতের সৃষ্টি করে।
• সমুদ্রজলের লবণতা ও ঘনত্বের পার্থক্য: সমুদ্রজলের লবণতার তারতম্যের কারণে ঘনত্বের তারতম্য ঘটে এবং এর ফলে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। অধিক লবনাক্তযুক্ত ভারী জল অন্তঃস্রোতরূপে কম লবনাক্ত হালকা জলের দিকে প্রবাহিত হয় এবং কম লবনাক্ত হালকা জল বহিঃস্রোতরূপে অধিক লবণাক্তযুক্ত ভারী জলের দিকে প্রবাহিত হয়, এইভাবেই সমুদ্রস্রোতের সৃষ্টি করে।
• বরফের গলন: সমুদ্র মধ্যস্থিত কোনো বরফ গলে গেলে মিষ্টি জলের যোগান বাড়ে, ফলে জলস্ফীতি ঘটে এবং জলের লবণতাও হ্রাস পায়। ফলত এই অঞ্চলের জলরাশি নিম্ন-জলতলবিশিষ্ট অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি করে।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
