মাধ্যমিক বাংলা ২০২২ প্রশ্নোত্তর || madhyamik 2022 bengali question paper solved

মাধ্যমিক বাংলা ২০২২ প্রশ্নোত্তর,madhyamik 2022 bengali question paper solved, maddhamik bengali question,মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2023, bjubangla
Pijus Kumar Sir

Maddhamik 2022 Bengali Question Solutions

মাধ্যমিক ২০২২ বাংলা প্রশ্নের সম্পূর্ণ সমাধান

Sub - Bengali 

Time - 3 Hours 15 Min 

Year - 2022

মাধ্যমিক বাংলা ২০২২ প্রশ্নোত্তর || madhyamik 2022 bengali question paper solved

1.   যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো:       17×1=17

1.1.   পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম-

  1.  ইস্কুলের গল্প 
  2.  একদিন
  3.  প্রথম দিন 
  4.  রাজার কথা

1.2.    গিরীশ মহাপাত্রের বয়স-

  1.  চল্লিশ-বিয়াল্লিশ
  2.  ত্রিশ-বত্রিশের অধিক নয়
  3.  পঞ্চাশ-পঞ্চার
  4.  পঞ্চাশের কাছাকাছি

 1.3.   জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন-

  1.  এক হাজার টাকা
  2.  পাঁচশো টাকা
  3.  একশো এক টাকা
  4.  একশো টাকা

1.4.    "কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল" কী অপরিচিত ছিল ?

  1.  তোমার চেতনাতীত রুপ
  2.  তোমার রহস্যময় রূপ
  3.  তোমার মানবরূপ
  4.  তোমার আরণ্যক রূপ / তোমার মানবরূপ।

1.5.     "আমাদের ডান পাশে"ー

  1.  টাকা 
  2.  বাঁধ
  3.  ধ্বস 
  4.  পথ

1.6.    "অট্টরোলের হট্টগোলে স্তব্ধ"-

  1.  চরাচর
  2.  মহাকাল
  3.  গগনতল
  4.  গিরিশিখর

1.7.    লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো-

  1.  কলারের ভাঁজে আঁটা।
  2.  কোমরের বেল্টে আটকানো
  3.  কাঁধের ছোট্ট পকেটে সাজানো
  4.  পায়ের মোজায় গোঁজা

1.8.     উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো-

  1.  পনেরো আনায় 
  2.  বারো আনায়
  3.  যোলো আনায়
  4.  দশ আনায়

1.9.      'কঙ্কাবতী' ও 'ডমরুধর'-এর স্বনামধন্য লেখকের নাম-

  1.  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2.  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3.  ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  4.  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

1.10.     বিভক্তি শব্দের অর্থ কী ?

  1.  বিভাজন 
  2.  সংকোচন
  3.  প্রসারণ 
  4.  সংযোজন

1.11.     'কলমে কায়স্থ চিনি'- নিম্নরেখ পদটি-

  1.  অপাদান কারক 
  2.  কর্তৃকারক
  3.  করণকারক 
  4.  কর্মকারক

1.12.     মেসি কী খেলাই না খেললো- কী জাতীয় কর্ম ?

  1.  উহ্য কর্ম 
  2.  সমধাতুজ কর্ম
  3.  কর্মের বীঙ্গা 
  4.  উপবাক্যীয় কর্ম

1.13.     আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী নিম্নরেখ পদটি-

  1.  ক্রিয়াবাচক পদ 
  2.  সম্বোধন পদ
  3.  কর্মকারক
  4.  সম্বন্ধপদ

1.14.     সমাসের মূল অর্থ-

  1.  বর্ণের সাথে বর্ণের মিলন
  2.  নামপদের সাথে ক্রিয়াপদের মিলন
  3.  একাধিক পদের একটি পদে পরিণতি লাভ।
  4.  ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন।

1.15.     'বুড়োমানুষের কথাটা শুনো'- নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ-

  1.  বহুব্রীহি সমাস
  2.  কর্মধারয় সমাস
  3.  তৎপুরুষ সমাস
  4.  অব্যয়ীভাব

1.16.      'দশানন'-এর সমাস হল-

  1.  দ্বিগু 
  2.  বহুব্রীহি
  3.  কর্মধারয় 
  4.  অব্যয়ীভাব

1.17.     পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল-

  1.  বহুব্রীহি সমাস
  2.  অব্যয়ীভাব সমাস
  3.  তৎপুরুষ সমাস
  4.  নিত্য সমাস

2.    কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:   19×1=19

2.1.    যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:        4×2=4


2.1.1.      তপন মামার বাড়িতে কেন এসেছিল ?

Ans :  তপন মামার বাড়িতে এসেছিল তার ছোট মাসির বিয়ে উপলক্ষ্যে।


2.1.2.     "শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন," সংকল্পটি কী ?


Ans:  তপন সংকল্প করেছিল যে, যদি কখনো সে লেখা ছাপতে দেয়, তো সে নিজে গিয়ে দেবে, তাতে তার লেখা ছাপা হোক বা না হোক।

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

www.edutical.com

2.1.3.      "আর যাই হোক্, যাঁকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন।"- কার খোঁজ করা হচ্ছিল ?


Ans :  পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের খোঁজ করা হচ্ছিল।


2.1.4.      "মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন"- 'তারিফ' করার কারণ কী ?


Ans :  হরিদার পুলিশের সাজসজ্জা অবিকল সত্যিকারের পুলিশের মতই মনে হয়েছিল, নকল পুলিশ বলে মনে হয়নি তাই মাস্টারমশাই নকল-পুলিশ হরিদার সাজসজ্জার তারিফ করেছিলেন।


2.1.5.      "কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।" কী ধরনের কাজ হরিদার অপছন্দ ?

Ans :  কোনো অফিসের কাজ অথবা কোন দোকানের বিক্রেতার মতো এক ঘেয়েমি কাজ হরিদার অপছন্দ।


2.2.     যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:    4×1=4


2.2.1.     "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।"- 'সভ্যতার শেষ পুণ্যবাণী'টি কী ?

Ans :  'সভ্যতার শেষ পুণ্যবাণী'টি হল "ক্ষমা করো"।


2.2.2.     "আয় আরো বেঁধে বেঁধে থাকি" কবিতাটির রচয়িতা কে ?

Ans :  'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটির রচয়িতা হলেন কবি শঙ্খ ঘোষ।


2.2.3.     "তারপর যুদ্ধ এলো" যুদ্ধ কেমনভাবে এলো ?

Ans :  রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো।


2.2.4.     "এবার মহানিশার শেষে"- কে আসবে ?

Ans :  এবার মহানিশার শেষে ঊষা আসবে।


2.2.5.      "এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।"- বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন ?

Ans :  বক্তা অর্থাৎ ইন্দ্রজিতের মতে, তার মতো যোগ্য পুত্র থাকা সত্ত্বেও যদি তার পিতা (রাবণ) যুদ্ধক্ষেত্রে যান, সেই ঘটনায় হবে কলঙ্কময়।

2.3.     যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:     3×1=31


2.3.1.     "এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।"- কোন নেশার কথা বলা হয়েছে ?

Ans :  ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে।


2.3.2.     "অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।" কার কথা বলা হয়েছে?

Ans :   উদ্ধত অংশে স্বনামধন্য সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের কথা বলা হয়েছে।


2.3.3.     "কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।" কাদের কাছে অস্পৃশ্য ?

Ans :    পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য।


2.3.4.     "সোনার দোয়াত কলম যে সত্যই হতো;"- বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ?

Ans :     সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তা অর্থাৎ প্রাবন্ধিক শ্রীপান্থ সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন।


2.4.     যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও:    8×1=8

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

If you like this content, please CLICK any of the Ads in this page.

www.edutical.com

2.4.1.     সমাস কাকে বলে ?

Ans :   পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের এক পদে মিলনকে বলা হয় সমাস।


2.4.2.     'রত্নাকর' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।

Ans :  রত্নাকর রত্নের আকর (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।


2.4.3.      'ক্ষুদ্র গ্রহ' ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।

Ans :  ক্ষুদ্র গ্রহ- গ্রহাণু (নিত্য সমাস)।


2.4.4.    একটি নিত্য সমাসের উদাহরণ দাও।

Ans :  গ্রামান্তর অন্য গ্রাম (নিত্য সমাস)।


2.4.5.     উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে ?

Ans :  কৃৎ প্রত্যয়ান্ত বা কৃদন্ত পদের সমীপবর্তী পদকে বলা হয় উপপদ। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন অন্ধ করে যে অন্ধকার।


2.4.6.     প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও।

Ans :  মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন- এখানে 'শিশু' হলো প্রযোজ্য কর্তা।


2.4.7.     শূন্য বিভক্তি কাকে বলে ?

Ans :  ব্যাকরণের নিয়ম অনুযায়ী, বিভক্তি ছাড়া কোনো শব্দ পদে পরিণত হতে পারে না। তাই যেসব শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত থাকে না, তাদের ক্ষেত্রে যে বিভক্তি যুক্ত আছে বলে ধরে নেওয়া হয়, তাই হলো শূন্য বিভক্তি।


2.4.8.     সম্বন্ধ পদের বিভক্তি কী কী ?

Ans :  সম্বন্ধ পদের বিভক্তি 'র' এবং 'এর'।


2.4.9.     একটি গৌণ কর্মের উদাহরণ দাও।

Ans :  বাবা আমাকে একটি বই দিল- এখানে 'আমাকে' পদটি হল গৌণ কর্ম।


2.4.10.     নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো: চিঠি পকেটে ছিল।

Ans :  পকেটে- অধিকরণ কারক, 'এ' বিভক্তি।

3.    প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ 3+3=6

3.1.    যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :    1×3=3


3.1.1.      "পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে," কোন পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল ?     1+2

Ans : CLICK HERE 


3.1.2.     "তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না" বক্তা কে? তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে ? 1+2

Ans : CLICK HERE 

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

If you like this content, please CLICK any of the Ads in this page.

www.edutical.com

3.2.     যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:     1×3=3


3.2.1.     "তারা আর স্বপ্ন দেখতে পারল না।' তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না ? 1+2

Ans : CLICK HERE 


3.2.2.     "কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে" বক্তা কে? তার একথা বলার কারণ কী ? 1+2

Ans : CLICK HERE 


4.    কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1=5


4.1.     "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।"- বাবুটি কে? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও।

Ans : CLICK HERE 


4.2.     "অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন?"- কার কথা বলা হয়েছে ? তিনি কীভাবে 'খাঁটি সন্ন্যাসীর মতো' ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো।

Ans : CLICK HERE 


5.     কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1=5


5.1.    "এল মানুষ-ধরার দল" কোথায় এল ? 'মানুষ-ধরার দল' এসে কী করেছিল?     1+4

Ans : CLICK HERE 


5.2.     "তোরা সব জয়ধ্বনি কর!" কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো।     5

Ans : CLICK HERE 


6.     কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:       5×1=5


6.1.    "আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।" সবই'-এর পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ 'অবলুপ্তির পথে' আলোচনা করো।      3+2

Ans : CLICK HERE 


6.2.    "তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে 'হোম-টাস্ক' করতাম।"-কিসে 'হোম-টাস্ক' করা হতো? 'হোম-টাস্ক' করার সম্পূর্ণ বিবরণ দাও।

Ans : CLICK HERE (updated later)


7.     কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 4+1=5


7.1.    "বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা"- বক্তা কে ? কোন দুর্যোগের কথা বলা হয়েছে ?

Ans : CLICK HERE 


7.2.    "ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।"- বক্তা কে ? তার এরকম ভয় হওয়ার কারণ কী ?

Ans : CLICK HERE (updated later)


8.    কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5×2=10


8.1.    "ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।" কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো।    5

Ans : CLICK HERE 


8.2.    "বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।"- বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো।     5

Ans : CLICK HERE 


8.3.    চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল?        3+2:=5

Ans : CLICK HERE 


9.    চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:     4

Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.


Ans :   সংবাদপত্র পড়া আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠেই আমরা প্রতিদিনের কাগজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করি।


10.    কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1= 5


10.1.     অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

Ans : CLICK HERE (Updated Later)


10.2.     তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

Ans : CLICK HERE 


11.    কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো।         10×1=20


11.1.    বর্তমান জীবনে বিজ্ঞান

Ans : CLICK HERE 


11.2.     পরিবেশ ও মানুষ

Ans : CLICK HERE 


11.3.    তোমার দেখা একটি মেলা

Ans : CLICK HERE 


11.4.     একটি নদীর আত্মকথা

Ans : CLICK HERE 

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 


Thank you 
Team BJU 
🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তরক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন

📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন 

إرسال تعليق

Search Your Questions

Powered By GoogleGoogle

Mock Test

Practice unlimited Mocks

MS

Maddhamik Solution

Knowledge Like Books

CBSE Notes

Educational platforms

Essay Writing

Credit Your Writing Skills

Letter Writing

Learn letter writing techniques

BW

Bengali Writing

Enhance Your Language Skills

PDF

ê - Books

Knowledge Investment

Web

New Job Updates

Shine like Jio Hotstar

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.