Questions : "বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা"- বক্তা কে ? কোন দুর্যোগের কথা বলা হয়েছে ?
Answer: উদ্ধৃত মন্তব্যটির বক্তা হলেন স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজদ্দৌলা।
দুর্যোগের পরিচয়ঃ
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকের মানদন্ড রাজদন্ডে পরিণত হয়েছিল। নবাব উপলব্ধি করতে পেরেছিলেন যে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মীরজাফর, জগৎশেঠ, মীরজাফর প্রমুখ সভাসদেরা। এমনকি তাঁর মাসি ঘসেটি বেগমও ছিলেন তাঁর বিরুদ্ধাচারণকারী।
সিরাজদ্দৌলা বাংলার মসনদে বসে ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িত করেন। কিন্তু রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে পুনরায় তা দখলে আনেন। সে সময় পরিস্থিতির চাপে সিরাজ ইংরেজদের সঙ্গে আলিনগরের সন্ধির মাধ্যমে মীমাংসা করেন।
স্বাধীনচেতা সিরাজকে সরানোর জন্য ইংরেজরা গোপনে চক্রান্ত শুরু করে। রায়দুর্লভ, রাজবল্লভ ও জগৎশেঠের সঙ্গে হাত মিলিয়ে ইংরেজরা নবাবকে উৎখাত করার পরিকল্পনা করতে থাকে। আর এসব উপলব্ধি করে 'বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা' দুরদর্শী সিরাজদ্দৌলা দেখতে পান। তাই বিরুদ্ধ আচরণকারী মীরজাফর, জগৎশেঠ, রাজবল্লভ প্রমুখ সভাসদকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করে সিরাজদ্দোউলা প্রশ্নোক্ত মন্তব্যটির মধ্য দিয়ে সচেতন করতে চেয়েছেন।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
