প্রবন্ধ রচনা : পরিবেশ ও মানুষ || অথবা , মানব জীবনে পরিবেশের প্রভাব
Answer:
ভূমিকা:- পরিবেশই মানুষের চরিত্র গঠনের নেপথ্য উৎস। মানুষ তো সামাজিক জীব। যে শিশু প্রথম আজ জন্ম নিল, পিতামাতা তার প্রথম স্বজন। আত্মীয় স্বজনই তার প্রথম পরিবেশ। তার পর পাড়া-পড়শীর এরপর তার জীবনের আসে সমাজ। অনন্ত, মাঠ, নদী, অরণ্য, তার নেপথ্য প্রেক্ষাপট। পরিবেশই মানুষকে দেয় মনুষ্যত্বের শিক্ষা। পরিবেশ মানুষকে শতদলের মতো বিকশিত করে। পরিবেশই মানুষের অদৃশ্য চালিকাশক্তি।
সামাজিক পরিবেশ:- সমাজ-বন্ধনই মানব-শিশুর বড়ো বন্ধন। সুস্থ সামাজিক পরিবেশ মানুষের বেঁচে থাকাকে সার্থক করে। আর অসুস্থ, পঙ্গু পরিবেশ জন্ম দেয় ব্যাভিচার, উচ্ছৃঙ্খলতার। সামাজিক পরিবেশ তাই দোষগুণের আকর। এই পরিবেশই ধনীদের করে বিলাসী, দরিদ্রদের করে বেপরোয়া, স্বনির্ভর। সামাজিক পরিবেশের গুরুত্ব তাই গভীরও ব্যাপক।
পারিবারিক পরিবেশ:- পরিবারের অঙ্গনই মানব শিশুর প্রথম পদ চারণার ক্ষেত্র। বাবা-মা-ভাই-বোন আত্মীয়-স্বজনের স্নেহ ও শাসনে, ভালোবাসা ও তর্জনে শিশু বড়ো হয়ে ওঠে। পারিবারিক শিক্ষার ওপরেই নির্ভর করে তার ভাবী জীবনের সাফল্য, ব্যর্থতা। পরিবারের আদর্শ সুরুচির শিক্ষা তার জীবনকে সুন্দর করে। পক্ষান্তরেই পরিবারের কুরুচি, অনুদার গতি তার জীবনকে বিঘ্নময় করে তোলে।
প্রকৃতির পরিবেশ:- প্রকৃতির সঙ্গে মানুষের প্রত্যক্ষ-পরোক্ষ লীলা চলছে সৃষ্টির মুহূর্ত থেকেই। একে মানুষ অস্বীকার করবে কী করে? প্রকৃতিই মানুষকে উদার ও মহৎ করে প্রকৃতিই মানুষের মনুষ্যত্ব জাগায়। প্রকৃতি মানুষের দ্বিতীয় ধাত্রী। উদার আকাশ তাকে দেয় মুক্তির আনন্দ। অরণ্য-পর্বত দুর্গমতাকে জয় করার নেশা ধরায়। গাছে গাছে, বনে বনে, পুষ্পবাহার তাকে মুগ্ধ করে। প্রকৃতি থেকে দূরে সরে থাকলে মানুষের জীবন স্বার্থপর ও মলিন হয়।
পঠন-পাঠনের পরিবেশ:- বাইরের পৃথিবী মানুষকে হাতছানি দিয়ে ডাকে। ভবিষ্যৎ জীবনের জন্য থাকে এক প্রস্তুতি পর্ব। স্কুল-কলেজ সেই প্রস্তুতি পর্বেরই আর এক প্রেক্ষাপট। এখানেই সে গ্রহণ করে অনাগত জীবনের পাঠ। আদর্শ শিক্ষাব্যবস্থার মধ্যে সে খুঁজে পায় নবীন কল্পনা বিকাশের প্রয়োজনীয় উপকরণ। শিক্ষা তাকে সমাজমুখী করে তোলে। আদর্শ শিক্ষা তার মনের কুসুমকে ফুটিয়ে তোলে। যথার্থ মানুষ করে তোলে শিক্ষা। আর শিক্ষা যেখানে যান্ত্রিকতায় নিরানন্দ, গতানুগতিকতায় আচ্ছন্ন, শিক্ষার্থীর জীবন সেখানে অভিশাপের শিকার।
উপসংহার:- তাই মানুষের জীবনে পরিবেশের প্রভাব গভীর ও ব্যাপক। যেখানে অসুস্থ পরিবেশ, দূরদর্শন চলচ্চিত্রের কু-প্রভাব, রাজনৈতিক দলাদলি সেখানে মানবজীবন বিকাশের পথে বাধা পাবেই। আবার সুস্থ পরিবেশ বিকাশের পথকে সুগম করে। এক অমিত শক্তির আধার এই পরিবেশ। অতএব কি পরিবার, কি সমাজ, কি স্কুল কলজের পরিবশে, সর্বত্রই সুস্থ, সুন্দর, বিকাশশীল হওয়া কাম্য।
Maddhamik Bengali 2022
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
