মাধ্যমিক বাংলা ২০১৯ প্রশ্নোত্তর || madhyamik 2019 bengali question paper solved

মাধ্যমিক বাংলা ২০১৯ প্রশ্নোত্তর,madhyamik 2019 bengali question paper solved, maddhamik bengali question,মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2019, bjubangla
Pijus Kumar Sir

Maddhamik 2019 Bengali Question Solutions

মাধ্যমিক ২০১৯ বাংলা প্রশ্নের সম্পূর্ণ সমাধান


Sub - Bengali 
Time - 3 Hours 15 Min 
Year - 2019
মাধ্যমিক বাংলা ২০২২ প্রশ্নোত্তর || madhyamik 2022 bengali question paper solved
1.   সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1     তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?
  1. ধ্রুবতারা
  2. শুকতারা
  3. সন্ধ্যাতারা
  4. রংমশাল

1.2.     নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল-
  1. ৭ নং ডাউন প্যাসেঞ্জার
  2. ৫ নং ডাউন প্যাসেঞ্জার
  3. ৭ নং আপ প্যাসেঞ্জার
  4. ৫ নং আপ প্যাসেঞ্জার

1.3.     অপূর্বর পিতার বন্ধু হলেন
  1. জগদীশবাবু
  2. রামদাস
  3. নিমাইবাবু
  4. গিরীশ মহাপাত্র

1.4.     “যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল” কী ছড়িয়ে রইল ?
  1. পায়ের দাগ
  2. কাঠকয়লা
  3. গোলাপি গাছ
  4. প্রাচীন জলতরঙ্গ

1.5.     “আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ?
  1. দয়াময় দেবতার প্রতি
  2. কবির সংগীতের প্রতি
  3. নিজের প্রতি
  4. ধরিত্রীর প্রতি

1.6.    কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ?
  1. ‘বাবরের প্রার্থনা’
  2. ‘অগ্নিবীণা’
  3. ‘রূপসী বাংলা’
  4. পাতার পোশাক

1.7.    রাজশেখর বসুর ছদ্মনাম
  1.  বনফুল
  2.  শ্রীপাচ্ছ
  3.  পরশুরাম
  4.  রূপদর্শী

1.8.     “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন ?
  1.  অরণ্যে রোদন
  2.  অল্পবিদ্যা ভয়ংকরী
  3.  হাতের পাঁচ
  4.  হ-য-ব-র-ল।

1.9.     চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে-
  1. তুলি
  2. ব্রোঞ্জের শলাকা
  3. হাড়
  4. নল-খাগড়া

1.10.    ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে-
  1.  সমাস
  2.  কারক
  3.  প্রতায়
  4.  বিভক্তি

1.11.     ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল’ নিম্নরেখ পদটি-
  1.  সম্বোধন পদ
  2.  কর্তৃকারক
  3.  সম্বন্ধপদ
  4.  নিমিত্ত কারক

1.12.     যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে-
  1.  তৎপুরুষ সমাস
  2.  কর্মধারয় সমাস
  3.  দ্বন্দু সমাস
  4.  অব্যয়ীভাব সমাস

1.13.     কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ ?
  1.  কর্মধারয় সমাস
  2.  তৎপুরুষ সমাস
  3.  বহুব্রীহি সমাস
  4.  দ্বন্দু সমাস

1.14.    ‘আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকী ঘষত।’ বাক্যটি কোন্ শ্রেণির ?
  1.  সরল বাক্য
  2.  জটিল বাক্য
  3.  যৌগিক বাকা
  4.  মিশ্র বাক্য

1.15.     বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি-
  1.  না-সূচক বাক্য
  2.  সন্দেহবাচক বাক্য
  3.  প্রশ্নবাচক বাক্য
  4.  প্রার্থনাসূচক বাক্য।
1.16.     ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়
  1.  কর্তৃবাচ্যে
  2.  ভাববাচ্যে
  3.  কর্মবাচ্যে
  4.  কর্মকর্তৃবাচ্যে

1.17.    তাকে টিকিট কিনতে হয়নি -বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল-
  1.  তার টিকিট কেনা হয়নি
  2.  তিনি টিকিট কেনেননি
  3.  তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি
  4.  তিনি বিনা টিকিটে চলেছেন

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

www.edutical.com

2.     কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

2.1.   নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

2.1.1.     ‘অদল-বদলের গল্প’ গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন ?
Ans : গ্রাম প্রধান ঘোষণা করেন যে গ্রামের সকলে অমৃতকে ‘অদল’ এবং ইসাবকে ‘বদল’ বলে ডাকবে ।

2.1.2.     “সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরুপী সেজে পথে বের হন হরিদা” ‘বহুরূপী’ কাকে বলে ?
Ans : বহুরুপী’ হল একধরনের লোকশিল্পী যারা বিবিধ বেশে সজ্জিত হয়ে নানা রূপ ধারণ করে জীবিকা নির্বাহের জন্য উপার্জন করে ।

2.1.3.     ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল ?
Ans: ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিল একজন আর্দালী বা পিয়োন এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা।

2.1.4.     “সূচিপত্রেও নাম রয়েছে” সুচিপত্রে কী লেখা ছিল ?
Ans: সূচিপত্রে লেখা ছিল (গল্প)’প্রথম দিন’ শ্রী তপন কুমার রায় ।

2.1.5.     মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ?
Ans : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ।

2.2.     নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

2.2.1.     “ছড়ানো রয়েছে কাছে দূরে।” কী ছড়ানো রয়েছে ?
Ans : কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের শব।

2.2.2.    ‘ছদ্মবেশী অম্বুরাশি-সুতা’ কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?
Ans : বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাজা রাবণের যুদ্ধসজ্জার সংবাদ মেঘনাদকে দেওয়ার জন্য অম্বুরাশি-সুতা মেঘনাদের ধাত্রীর ছদ্মবেশে এসেছিল ।
 

2.2.3.     “সখী সবে আজ্ঞা দিল” বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন ?
Ans : অচেতন চার সখীসহ পদ্মাবতীকে বসনাবৃত করে উদ্যানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিয়েছিলেন ।

2.2.4.     ‘অসুখী একজন’ কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?
Ans : অসুখী একজন’ কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য ।
2.2.5.     “প্রলয় বয়েও আসছে হেসে” ‘প্রলয়’ বহন করেও হাসির কারণ কী ?
Ans : প্রলয় বহন করেও হাসির কারণ হল প্রলয়ের মধ্যেই সৃষ্টির উল্লাস রয়েছে।

2.3.     নীচের যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

2.3.1.    ‘সোনার দোয়াত কলম যে সত্যই হতো’ তা লেখক কীভাবে জেনেছিলেন ?
Ans : সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন।

2.3.2.     দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ?
Ans : লেখক কলম দেখতে চাইলে দোকানদার কলম বিক্রির আগে জাদু দেখিয়েছিলেন। দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে কলমটি ছুঁড়ে দিয়েছিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর, ছুঁড়ে দেওয়ার সত্ত্বেও কলমের নিবটি অক্ষত ছিল ।

2.3.3.     ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন ?
Ans : ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়তেন ।

2.3.4.     কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ?
Ans : কলিকাতা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ।

2.4.     নীচের যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও:

2.4.1.    বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।
Ans : বিভক্তি একটি চিহ্ন, এর নিজস্ব অর্থ নেই; অন্যদিকে অনুসর্গের একটি শব্দ, এর নিজস্ব অর্থ আছে ।

2.4.2.     ‘মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা’ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
Ans : অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি ।

2.4.3.    ব্যাসবাক্যসহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
Ans : “ভাইবোন” হল দ্বন্দ্ব সমাস এবং এর ব্যাসবাক্য হল “ভাই ও বোন”।

2.4.4.     ‘মেঘে ঢাকা’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো।
Ans : মেঘে ঢাকা’ ব্যাসবাক্য হল মেঘের দ্বারা ঢাকা । এবং এটি অলোপ তৎরুষ সমাস ।

2.4.5.     বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও।
Ans : সে “রাজারানির” গল্প ভালবাসে ।

2.4.6.     ‘ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না।’ যৌগিক বাক্যে পরিবর্তন করো।
Ans: ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও কিন্তু স্কুলে যাবে না ।

2.4.7.     কর্তৃবাচ্য কাকে বলে ?
Ans : যে বাক্যে কর্তার অর্থ-প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে ।

2.4.8.    ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না।’ ভাববাচ্যে পরিবর্তন করো।
Ans: তাদের আর স্বপ্ন দেখা হল না ।

2.4.9.    অলোপ সমাস কী ?
Ans: যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলোপ সমাস বলে।
2.4.10.    সে তখন যেতে পারবে না – হ্যাঁ-বাচক বাক্যে পরিবর্তন করো।
Ans: সে তখন যেতে অপারগ হবে ।

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

If you like this content, please CLICK any of the Ads in this page.

www.edutical.com

3.    প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

3.1.    নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

3.1.1.     “যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।”- ‘আহ্লাদ’ হবার কথা ছিল কেন? ‘আহ্লাদ খুঁজে’ না পাওয়ার কারণ কী?
Ans : Click HERE 

3.1.2.     “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।” কার কথা বলা হয়েছে ? তার ‘পাগলামিটি’ কী ?
Ans : Click HERE 



3.2.    নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

3.2.1.     “অতি মনোহর দেশ” এই ‘মনোহর দেশে’র সৌন্দর্যের পরিচয় দাও।
Ans : Click HERE 

3.2.2.     “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো” কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তাঁর একথা বলার কারণ কী?
Ans : Click HERE 

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

If you like this content, please CLICK any of the Ads in this page.

www.edutical.com


4.    কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

4.1.    ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও।
Ans : Click HERE 

4.2.    “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।” হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী?
Ans : Click HERE 


5.   কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

5.1.    “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।” ‘তোমার’ বলতে কার কথা বলা হয়েছে? তার ‘অপমানিত ইতিহাসে’র সংক্ষিপ্ত পরিচয় দাও।
Ans : Click HERE 

5.2.    ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো।
Ans : Click HERE 

6.   কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
6.1.     “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?
Ans : Click HERE 

6.2.    “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।” লেখকের এমন মন্তব্যের কারণ কী?
Ans : Click HERE 

7.    কমবেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

7.1.    “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।” কাদের উদ্দেশে একথা বলা হয়েছে? কোন্ দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ?
Ans : Click HERE 

7.2.    “ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো।”-বক্তা কে ? উদ্দিষ্ট ব্যস্তির প্রতি বস্তার কী মনোভাব লক্ষ করা যায় ?
Ans : Click HERE 

8.   কমবেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

8.1.    “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।” বক্তা কাকে, কেন একথা বলেছিলেন?
Ans : Click HERE 

8.2.    “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা ?
Ans : Click HERE 

8.3.   'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও।
Ans : Click HERE 

9.    চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:
One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach.

Ans : একদিন একটি শিয়াল আঙ্গুরের বাগানের পাশে দিয়ে যাচ্ছিল। সে পাকা আঙ্গুরগুলি লতায় ঝুলতে দেখল। সে লাফ দিল কিন্তু আঙ্গুরগুলো পায়নি। কারণ সেগুলো তার নাগালের বাইরে ছিল।

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

www.edutical.com

10.    কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

10.1.    বৃক্ষরোপণ উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
Ans : Click HERE 

10.2.     বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
Ans : Click HERE 


11.    কমবেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো।

11.1.    বিজ্ঞান ও কুসংস্কার

11.2.    তোমার প্রিয় ঋতু
Ans : Click HERE 

11.3.    ছুটির দিন
Ans : Click HERE 


11.4.    বিশ্ব-উন্নায়ন
Ans : Click HERE 


🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তরক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন

📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন 

Post a Comment

Search Your Questions

Powered By GoogleGoogle

Mock Test

Practice unlimited Mocks

MS

Maddhamik Solution

Knowledge Like Books

CBSE Notes

Educational platforms

Essay Writing

Credit Your Writing Skills

Letter Writing

Learn letter writing techniques

BW

Bengali Writing

Enhance Your Language Skills

PDF

ê - Books

Knowledge Investment

Web

New Job Updates

Shine like Jio Hotstar

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.