Questions : “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।” বক্তা কাকে, কেন একথা বলেছিলেন ?
Answer: মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদে ক্ষিতীশ সিংহ বিষ্টুচরণ ধরকে এ কথা উদ্দেশ্য করে বলেছিলেন ।
কোনি’ উপন্যাসে গঙ্গার তীরে বিষ্টুচরণ ধর শরীর ম্যাসেজ করাচ্ছিলেন । সেই সময় ক্ষিতীশ সিংহ স্নান করার জন্য গঙ্গার ঘাটে উপস্থিত ছিলেন । বিষ্টুচরণ ধরের বিশাল বপু ম্যাসেজের তালে তালে ওঠা-নামা করছিল । ক্ষিতীশ সিংহ এই দৃশ্য দেখে নিজের হাসি চেপে রাখতে পারেননি । বিষ্টুচরণ ধর এই দেখে অপমানিত বোধ করেন। বিষ্টুচরণ ধর টাকার গর্বে অন্ধ ছিলেন এবং ঘোষণা করেন নিজের অর্থ ও প্রভাবের কথা । বিষ্টুচরণ ধর তাচ্ছিল্য প্রকাশ করেন আবার একইসঙ্গে অবাক হন ক্ষিতীশ সিংহের শারীরিক দক্ষতা দেখে । কিন্তু টাকা থাকলেই শরীরকে বশে রাখা যায় না । সেই প্রসঙ্গেই ক্ষিতীশ সিংহ উপরিউক্ত মন্তব্যটি করেন ।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
