Questions : “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?
Answer: প্রাবন্ধিক শ্রীপান্থ ও তাঁর সতীর্থরা নিজেরাই কালি তৈরি করতেন । যদিও এই কালি তৈরি করতে সাহায্য করতেন তাঁর মা, পিসি ও দিদিরা । এই কালি তৈরি করা নিয়ে প্রাচীনেরা বলতেন—
“তিল ত্রিফলা শিমুল ছালা,
ছাগ দুগ্ধে করি মেলা।
লৌহ পাত্রে লোহায় ঘসি,
ছিঁড়ে পত্র না ছাড়ে মসি ।
ভালো কালি তৈরি করার জন্য এই ছিল ব্যবস্থাপনা । প্রাবন্ধিকরা এত কিছুর আয়োজন করতে পারতেন না, তাই তাঁরা সহজ কালি তৈরির পদ্ধতি অনুশিলন করতেন । আগে বাড়ির রান্না হত কাঠের আগুনে, তার জন্য রান্নার পর কড়াইয়ের নীচে প্রচুর কালি জমত। সেই কালি লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখতো এবং জল দিয়ে সেই কালি গুলতেন ।এভাবেই প্রাবন্ধিকরা কালি তৈরি করতেন। তবে যারা কালি তৈরিতে ওস্তাদ ছিল, তারা ওই কালো জলে হরতকী ঘষত । কখনো কখনো আতপ চাল ভেজে তা বেটে ওই কালো জলে মেশাত। সব ভালোভাবে মেশানোর পর খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দিত এবং জল কিছু সময়ের মধ্য টগবগ করে ফুটতো। ফোটানোর পর ন্যাকড়ায় দ্বারা ছেঁকে দোয়াতে ঢেলে নিলেই লেখার জন্য প্রস্তুত হয়ে যেত কালি ।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
