Madhyamik History Question Paper 2022 Solved | উত্তরসহ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২

Madhyamik History Question Paper 2022 Solved, উত্তরসহ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২, maddhamik 2022 history solution, Maddhamik history 2022 solved
Pijus Kumar Sir
Madhyamik History Question Paper 2022 Solved | উত্তরসহ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২

বিষয় - ইতিহাস

Marks - ৯০

সময় - 3 hours 10 min

সাল - ২০২২

Part : A

1.   সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:    1×20=20


1.1.   সত্যজিৎ রায় যুক্ত ছিলেন-

  1.  খেলার ইতিহাসে
  2.  নারীর ইতিহাসে
  3.  শহরের ইতিহাসে
  4.  শিল্পচর্চার ইতিহাসে

Ans :   শিল্পচর্চার ইতিহাসে


1.2.    রেশম আবিষ্কৃত হয় প্রাচীন-

  1. ভারতে 
  2. পারস্যে 
  3. রোমে
  4. চীনদেশে

Ans:     চীনদেশে


1.3.   'নিষিদ্ধ শহর' বলা হয়-

  1. লাসাকে 
  2. বেইজিংকে
  3. রোমকে 
  4. কনস্ট্যাটিনোপলকে

 Ans :  লাসাকে


1.4.    বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি-

  1.  সাপ্তাহিক পত্রিকা 
  2. পাক্ষিক পত্রিকা
  3. মাসিক পত্রিকা 
  4. বাৎসরিক পত্রিকা

 Ans :   মাসিক পত্রিকা


1.5.    'নীলদর্পণ' নাটকটি ছাপা হয়েছিল-

  1. ঢাকায় 
  2. নদীয়াতে 
  3. কলকাতায়
  4. শ্রীরামপুরে

Ans :    ঢাকায়


1.6.    রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন-

  1. অক্ষয়কুমার দত্ত
  2. দেবেন্দ্রনাথ ঠাকুর
  3. রামচন্দ্র বিদ্যাবাগীশ
  4. তারাচাঁদ চক্রবর্তী 

Ans :  দেবেন্দ্রনাথ ঠাকুর


1.7.    বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল-

সমাচার দর্পণ

সংবাদ প্রভাকর

বাঙাল গেজেটি

ব্রাহ্মণ সেবধি


উত্তরঃ (ঘ) বাঙাল গেজেটি


1.8.    কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন-

  1.  সৈয়দ আমীর আলি
  2.  আব্দুল লতিফ
  3.  দেলওয়ার হোসেন আহমেদ
  4.  সৈয়দ আহমেদ

Ans :  দেলওয়ার হোসেন আহমেদ   (দেলওয়ার হোসেন আহমেদ খান বাহাদুর)


1.9.    ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল-

  1. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
  2. চুয়াড় বিদ্রোহ
  3. কোল বিদ্রোহ
  4. রম্পা বিদ্রোহ

Ans :   চুয়াড় বিদ্রোহ


1.10.   'সন্ন্যাসী বিদ্রোহ' কথাটি প্রথম ব্যবহার করেন-

  1. ভিনসেন্ট স্মিথ 
  2. ওয়ারেন হেস্টিংস
  3. জেমস্ মিল 
  4. লর্ড কর্ণওয়ালিশ

Ans:  ওয়ারেন হেস্টিংস


1.11.   সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল-

  1. চুয়াড় বিদ্রোহ
  2. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
  3. ফরাজি আন্দোলন
  4. সাঁওতাল বিদ্রোহ

Ans:   সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

1.12.    মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন-

  1.  বাংলার ওয়াহাবি আন্দোলনে
  2.  সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
  3.  ফরাজি আন্দোলনে
  4.  নীল বিদ্রোহে

 Ans:   বাংলার ওয়াহাবি আন্দোলনে


1.13.    'রাষ্ট্রগুরু' নামে পরিচিত ছিলেন-

  1. রামমোহন রায়
  2. রাজনারায়ণ বসু,
  3. নবগোপাল মিত্র
  4. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Ans :   সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


1.14.     মহাবিদ্রোহকে (১৮৫৭) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন- 

  1. সুরেন্দ্রনাথ সেন
  2. রমেশচন্দ্র মজুমদার
  3. শশীভূষণ চৌধুরি
  4. বিনায়ক দামোদর সাভারকর

 Ans :   সুরেন্দ্রনাথ সেন


1.15.     আনন্দ মোহন বসু ছিলেন ভারত সভার-

  1. প্রতিষ্ঠাতা 
  2. সভাপতি
  3. সহ-সভাপতি 
  4. সচিব

Ans :    সহ-সভাপতি

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

1.16.    'বন্দেমাতরম' সঙ্গীতটি রচনা করেন-

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. সত্যেন্দ্রনাথ ঠাকুর
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. স্বামী বিবেকানন্দ

Ans :   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


1.17.    বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন-

  1. গণিত শাস্ত্রের 
  2. রসায়ন শাস্ত্রের
  3. পদার্থ বিদ্যার 
  4. উদ্ভিদ বিদ্যার

 Ans :   পদার্থ বিদ্যার


1.18.    'বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রতিষ্ঠিত হয়েছিল-

  1. ১৮০০ খ্রিঃ 
  2. ১৮৫৬ খ্রিঃ
  3. ১৮৮০ খ্রিঃ 
  4. ১৯০০ খ্রিঃ

Ans :    ১৮৫৬ খ্রিঃ


1.19.     'জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন-

  1. রাসবিহারী ঘোষ
  2. অরবিন্দ ঘোষ
  3. তারকনাথ পালিত
  4. সতীশচন্দ্র মুখোপাধ্যায়

Ans :    রাসবিহারী ঘোষ


1.20.    'দিগদর্শন'-এর সম্পাদক ছিলেন-

  1. উইলিয়ম কেরি 
  2. জোশুয়া মার্শম্যান
  3. ফেলিক্স কেরি 
  4. জনক্লার্ক মার্শম্যান

Ans :   জনক্লার্ক মার্শম্যান


Part - B


2.    নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ 1 টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও)   1×16=16


Sub- part : B1

একটি বাক্যে উত্তর দাও: 1×4=4


1.   কোন্ বছর 'সোমপ্রকাশ'-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় ?

Ans:   ১৮৭৮ খ্রীষ্টাব্দে।


2.   কলকাতার ঔপনিবেশিক স্থাপত্য গুলির যেকোনো একটি উল্লেখ করো।

Ans :  রাইটার্স বিল্ডিং/ ভিক্টোরিয়া মেমোরিয়াল।


3.   রেভাঃ জেমস্ ল কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন ?

Ans :  নীলদর্পণ নাটক অনুবাদ করার জন্য।


4.     'বিদ্যাহারাবলী' গ্রন্থটি কে রচনা করেন ?

Ans :   ফেলিক্স কেরি।


Sub - Part : B(2)


ঠিক বা ভুল নির্ণয় করো: 1×4=4


1.    ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে।

Ans :  ভুল। (False)


2.    ১৯১১ খ্রিষ্টাব্দে মোহন বাগান ক্লাব আই এফ. এ. শিল্ড জয় করেছিল।

Ans :  ঠিক। (False)


3.     প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন

Ans :  ঠিক।(Right)


4.    ল্যাণ্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর।

Ans:   ঠিক। (Right)

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

Sub-Part : B(3)


'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও।   1×4=4

Maddhamik history 2022
Ans : 

(২.৩.১) লর্ড রিপন - (২) হান্টার কমিশন

(২.০.২) রামমোহন রায় - (৪) অ্যাংলো হিন্দু স্কুল

(২.৩.৩) দ্বারকানাথ ঠাকুর - (১) জমিদার সভা

(২.০.৪) তারকনাথ পালিত - (৩) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট


  1. Sub-Part : B(4)


প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর: 1×4=4

1.    নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদীয়া।

2.    কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর।

3.     মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র দিল্লি।

4.     মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র কানপুর।

অথবা

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

শূন্যস্থান পূরণ কর: 1×4=4

1.    হুল' কথাটির অর্থ হল-

Ans :  বিদ্রোহ।

2.    নীল দর্পণ' নাটকটি রচনা করেন-

Ans:  দীনবন্ধু মিত্র।

3.    ভারতের প্রথম ভাইসরয় ছিলেন-

Ans :  লর্ড ক্যানিং।

4.    শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিষ্টাব্দে।

Ans :  ১৮০০ খ্রীষ্টাব্দে।


Sub- Part: B(5)

 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো 1×4=4


1.    বিবৃতি: ১৮১৭ খ্রিষ্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা 1: এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

ব্যাখ্যা 2: এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

ব্যাখ্যা 3: এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

Ans :  এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল।


2.     বিবৃতি:   ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য 'দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী' নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন।

ব্যাখ্যা 1: এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর।

ব্যাখ্যা 2: এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।

ব্যাখ্যা 3: এটি গঠিত হয়েছিল মুণ্ডা বিদ্রোহের পর।

উত্তরঃ  এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।

3.    বিবৃতি: ১৯১৭ খ্রিষ্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা 1: এটি উদ্ভিদ বিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা 2: এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা 3: এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।

উত্তরঃ     এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।


4.   বিবৃতি: উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন।

ব্যাখ্যা 1: কারণ, বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত।

ব্যাখ্যা 2: কারণ, বই বিক্রি করাকে নিম্নস্তরের পেশা বলে মনে করা হত।

ব্যাখ্যা 3: কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।

Ans :    কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

Part - C


3.     দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো 11টি):   2×11=22


3.1.    সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী ?

Ans :  সামরিক ইতিহাসচর্চা থেকে সমকালীন সামরিক সরঞ্জামের গুণগতমান, যুদ্ধ প্রযুক্তি ইত্যাদি বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। সমাজ ও পরিবেশে যুদ্ধের কি প্রভাব পড়ে এবং এর পিছনে থাকা কুটনৈতিক নীতি সমূহের প্রয়োগের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে সামরিক ইতিহাসে আলোচনা করা হয়। তাই আধুনিক ইতিহাসে সামরিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম।

 

3.2.    'সরকারি নথিপত্র' বলতে কী বোঝায় ?

Ans :  সরকারের অধীনস্থ বিভিন্ন শ্রেণির কর্মচারী ও আধিকারিকদের লিপিবদ্ধ বিবরন, প্রতিবেদন ও চিঠিপত্রকেই এককথায় 'সরকারি নথিপত্র' বলা হয়।


3.3.     স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ?

Ans :  প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ার ১৮১৭ সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল- বিদ্যালয়ের ছাত্রদের উপযোগী ইংরেজি ও ভারতীয় ভাষায় উপযুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রকাশ ও স্বল্প মূল্যে বা বিনামূল্যে বিতরণ করা।


3.4.    মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ?

Ans :  পণ্ডিত মধুসূদন গুপ্ত (1800- 15 নভেম্বর 1856) ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ (বৈদ্য) অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি পাশ্চাত্য চিকিৎসাতেও প্রশিক্ষিত ছিলেন এবং ১৮৩৬ সালে কলকাতা মেডিকেল কলেজে (CMC) ভারতে প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন।


3.5.     লর্ড হার্ডিঞ্জ-এর 'শিক্ষাবিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন ?

Ans :  লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪ সালে ইংরেজির জ্ঞানকে সরকারি চাকরির সাথে যুক্ত করে ইংরেজি শিক্ষাকে আরও উদ্দীপনা দেন। তিনি ঘোষণা করেন যে ইংরেজি জানা ভারতীয়দের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘোষণা ইংরেজি শিক্ষাকে আরও জনপ্রিয় করে তোলে।


3.6.    বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ?

Ans :  উনিশ শতকের প্রথম দিকে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার সমাজ, সংস্কৃতি, ধর্ম, প্রভৃতি সর্বক্ষেত্রে তার প্রভাব পড়ে। এর ফলে বাঙালির ভাব জগতে এক ব্যাপক অগ্রগতি ঘটে। এই অগ্রগতি বাংলার নবজাগরণ নামে পরিচিত।

3.7.     ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন ?

Ans :  ফরাজি আন্দোলন পূর্ব বাংলার একটি সংকীর্ণ স্থানে আবদ্ধ ছিল। ইংরেজ সরকার, নীলকর ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করার শক্তি আন্দোলনকারীদের ছিল না। সংকীর্ণ ধর্মীয় চেতনার ওপর ভিত্তি করে এই আন্দোলন গড়ে ওঠে। রক্ষণশীল মুসলিম সমাজ এর বিরোধী ছিল। ফলে এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

3.8.     তিতুমীর স্মরণীয় কেন ?

Ans :  তিতুমির ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা। তিনি দরিদ্র ও নির্যাতিত মুসলিমদের নিয়ে অত্যাচারী জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন। শেষপর্যন্ত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি নিহত হন।


3.9.     শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল ?

Ans :  শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণির একটি বড়ো অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। এজন্য তারা মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল। এই বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পর কেউ ভারতে জাতীয় রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কি না এই বিষয়ে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণি সন্দিহান ছিল।

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

3.10.     ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন ?

Ans :  পরাধীন ভারতে প্রচলিত সামাজিক কুপ্রথা সম্পর্কে মানুষকে অবহিত করা এবং তাৎকালীন রাজনৈতিক ও আর্থসামাজিক ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে ব্যঙ্গচিত্র আঁকা হয়।


3.11.    নবগোপাল মিত্র কে ছিলেন ?

ans :   নবগোপাল মিত্র ছিলেন একাধারে একজন ভারতীয় নাট্যকার, কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদের প্রতিষ্ঠাকর্তাদের মধ্যে অন্যতম। হিন্দু জাতীয়তাবাদ সৃষ্টির পটভূমিকায় ১৮৬৭ খ্রিস্টাব্দে তিনি হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন।


3.12.     উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?

Ans :   বঙ্কিমচন্দ্র রচিত 'আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বাদেশিকতা ও সশস্ত্র অভ্যুত্থানের ধারণা সকারিত করেছিল। এই উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে 'বন্দেমাতরম' সংগীতটি পরাধীন ভারতের জাতীয় সংগীত, বিপ্লবীদের মন্ত্রে পরিণত হয়েছিল।


3.13.     জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ?

Ans :  জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরিশিক্ষা দান করা, শিক্ষার্থীদের মধ্যে দেশসেবার মনোভাব জাগিয়ে তোলা, নৈতিক শিক্ষা দান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি উদ্দেশ্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তোলা হয়।


3.14.    ' বিদ্যাসাগর সার্ট' বলতে কী বোঝায় ?

Ans :   বিদ্যাসাগর পূর্ববর্তী স্বরবর্ণ (১৬টি) ও ব্যঞ্জনবর্ণ (৩৪টি) মিলিয়ে ৫০টি বর্ণের পরিবর্তে ১২টি স্বরবর্ণ ও ৪০টি ব্যঞ্জনবর্ণের (মোট ৫২টি) প্রস্তাব দিয়ে বাংলা বর্ণমালার যে যথাযথ রূপ দেন, বাংলা মুদ্রণের ইতিহাসে তা 'বিদ্যাসাগর সার্ট নামে পরিচিত।


3.15.    বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ?

Ans :   লাইনোটাইপ আদতে একটি কম্পোজিং মেশিন। এর সাহায্যে হাতের বদলে মেশিনে অত্যন্ত দ্রুত ও সুচারুরূপে চলমান ধাতব হরফ স্থাপন করা যেত। বাংলায় ১৯৩৫ খ্রিস্টাব্দ নাগাদ সুরেশচন্দ্র মজুমদার, রাজশেখর বসু প্রমুখের উদ্যোগে এই প্রযুক্তিতে সংবাদপত্র ছাপা শুরু হয়।


3.16.    গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ-এর অবদান কীরূপ ছিল?

Ans :   রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম সমাজ ও কৃষির উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেন। শিক্ষার মধ্য দিয়ে গ্রামীন পরিকাঠামো, অর্থনীতি ও সমাজের উন্নয়ন ঘটানোর কথা ভাবেন। এই উদ্দেশ্য পুরনের জন্য তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন।


Part - D


4.   সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 

প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ 2 টি করে প্রশ্নসহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।    4×6=24

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

Sub-Part: D(1)

4.1.    উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন ?

Ans : Click HERE 


4.2.     লর্ড মেকলে-কে কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ?

উত্তরঃ Click HERE 


4.3.     ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ?

Ans : Click HERE 


4.4.    নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো।

Ans :  Click HERE 


Sub-Part: D(2)


4.5.    জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো।

Ans : Click here 


4.6.     'গোরা' উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো।

Ans : Click HERE 


4.7.     ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল ?

Ans : Click HERE 


4.8.     বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা বিশ্লেষণ করো।

Ans :  Click HERE 


Part : E


5.    পনেরো বা যোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: 8×1=8


5.1.    উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।


উত্তরঃ Click HERE 


5.2.    সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হ'ল কেন ?

Ans : Click HERE 


5.3.    হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স-এর ভূমিকা বিশ্লেষণ করো। 

Ans : Click HERE 


(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

Part - F

6.

6.1.    একটি পূর্ণবাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) 1×4=4

1. কোন বছর বঙ্গদর্শন প্রকাশিত হয়?

2. নীল কমিশন কবে গঠিত হয়?

3. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 

4. ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়?

5. ভারতমাতা চিত্রটি কে এঁকে ছিলেন?

6. বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?


6.2.   দু'টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি): 2×3=6

6.2.1. ডেভিড হেয়ার বিখ্যাত কেন?

6.2.2. 'বিপ্লব' বলতে কী বোঝায়?

6.2.3. ভারত সভা প্রতিষ্ঠার দু'টি উদ্দেশ্য লেখ।

6.2.4. পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন?

6.3.5. কী উদ্দেশ্যে শ্রীনিকেতন' গড়ে ওঠে?


🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তরক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন

📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন 

Post a Comment

Search Your Questions

Powered By GoogleGoogle

Mock Test

Practice unlimited Mocks

MS

Maddhamik Solution

Knowledge Like Books

CBSE Notes

Educational platforms

Essay Writing

Credit Your Writing Skills

Letter Writing

Learn letter writing techniques

BW

Bengali Writing

Enhance Your Language Skills

PDF

ê - Books

Knowledge Investment

Web

New Job Updates

Shine like Jio Hotstar

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.