মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র
Maddhamik Bengali Question Paper 2020
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: (১৭×১ = ১৭)
1.1. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন-
- (ক) জগদীশবাবুর বাড়ি
- (খ) চকের বাসস্ট্যান্ডে
- (গ) দয়ালবাবুর লিচুবাগানে
- (ঘ) চায়ের দোকানে
1.2. নদের চাঁদের বয়স-
- (ক) পঁচিশ বছর
- (খ) ত্রিশ বছর
- (গ) পঁয়ত্রিশ বছর
- (ঘ) চল্লিশ বছর
1.3. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো ?
- (ক) বছর পাঁচেকের
- (খ) বছর আষ্টেকের
- (গ) বছর দশেকের
- (ঘ) বছর বারোর
1.4. 'অভিষেক' শীর্ষক কাব্যাংশটি 'মেঘনাদবধকাব্য'- এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে?
- (ক) প্রথম সর্গ
- (খ) তৃতীয় সর্গ
- (গ) নবম সর্গ
- (ঘ) পঞ্চম সর্গ
1.5. "তারা আর স্বপ্ন দেখতে পারল না।"- কারা স্বপ্ন দেখতে পারল না?
- (ক) সেই মেয়েটি
- (খ) গির্জার নান
- (গ) কবিতার কথক
- (ঘ) শান্ত হলুদ দেবতারা
1.6. "গান বাঁধবে সহস্র উপায়ে"- কে গান বাঁধবে?
- (ক) চিল
- (খ) কোকিল
- (গ) শকুন
- (ঘ) ময়ূর
1.7. পালকের কলমের ইংরেজি নাম হ'ল-
- (ক) স্টাইলাস
- (খ) ফাউন্টেন পেন
- (গ) কুইল
- (ঘ) রিজার্ভার পেন
1.8. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন-
- (ক) প্রাবন্ধিক
- (খ) দার্শনিক
- (গ) গল্পকার
- (ঘ) নাট্যকার
1.9. 'হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড'- উক্তিটি-
- (ক) রবীন্দ্রনাথের
- (খ) বঙ্কিমচন্দ্রের
- (গ) কালিদাসের
- (ঘ) বিদ্যাসাগরের
1.10. অনুসর্গের দৃষ্টান্ত কোনটি?
- (ক) জন্য
- (খ) খানা
- (গ) টি
- (ঘ) গাছা
1.11. দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে-
- (ক) পূর্ব পদের
- (খ) উভয় পদের
- (গ) পর পদের
- (ঘ) অন্য পদের
1.12. 'ইসাবের মেজাজ চড়ে গেল'- নিম্নরেখ পদটি কোন্ কারকের উদাহরণ?
- (ক) কর্ম কারকের
- (খ) করণ কারকের
- (গ) কর্তৃ কারকের
- (ঘ) অপাদান কারকের
1.13. 'ফেলাইলা কনক-বলয় দূরে'। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল-
- (ক) তৎপুরুষ
- (খ) অব্যয়ীভাব
- (গ) বহুব্রীহি
- (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
1.14. 'বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না'- এটি কী ধরনের বাক্য?
- (ক) অনুজ্ঞাসূচক বাক্য
- (খ) নির্দেশক বাক্য
- (গ) বিস্ময়সূচক বাক্য
- (ঘ) প্রশ্নবোধক বাক্য
1.15. 'আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি।'- এটি কোন্ শ্রেণির বাক্য?
- (ক) সরল বাক্য
- (খ) যৌগিক বাক্য
- (গ) জটিল বাক্য
- (ঘ) মিশ্র বাক্য
1.16. 'জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান'- বাক্যটির ভাববাচ্যের রূপ হ'ল-
- (ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়
- (খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়।
- (গ) জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন।
- (ঘ) জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন।
1.17. 'নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে' এটি কোন বাচ্যের উদাহরণ-
- (ক) কর্মবাচ্য
- (খ) ভাববাচ্য
- (গ) কর্তৃবাচ্য
- (ঘ) কর্ম-কর্তৃবাচ্য
2. কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯x১=১৯
2.1. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
2.1.1. "বড়ো ভয় করিতে লাগিল নদের চাঁদের"- নদের চাঁদের কেন ভয় করতে লাগল ?
Ans : বর্ষার জলে উন্মত্ত নদীর রোষে ক্ষোভে ফুঁসে ওঠা
রূপ দেখে দিশেহারা নদের চাঁদের ভয় করতে লাগল।
2.1.2. "অমৃত ফতোয়া জারি করে দিল"- অমৃত কী 'ফতোয়া' জারি করেছিল ?
Ans : অমৃত ফতোয়া জারি করেছিল যে, ঠিক ইসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না।
2.1.3. "বুড়োমানুষের কথাটা শুনো।”- বুড়োমানুষের কোন্ কথা শুনতে বলা হয়েছে ?
Ans : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'পথের দাবী' পাঠ্যাংশে আলোচ্য অংশে বুড়ো মানুষ অর্থাৎ প্রৌঢ় নিমাইবাবু, গিরীশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে করে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
2.1.4. "আপনি কি ভগবানের চেয়েও বড়ো?”- বক্তা একথা কাকে বলেছিলেন ?
Ans : বক্তা বিরাগি সন্ন্যাসী অথাৎ ছদ্মবেশি হরিদা একথা জগদীশ বাবুকে বলেছিলেন।
2.1.5. "আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”- বক্তার কোন্ দিনটি সবচেয়ে দুঃখের ?
Ans : যেদিন ছোটমেসোর বদান্যতায় তপনের লেখা গল্প সম্পূর্ণ পরিবর্তিত হয়ে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হবার পর তপনের হাতে এসে পৌঁছায়, সেই দিনটিই ছিল তপনের সবচেয়ে দুঃখের দিন।
Dawnload 2020 Maddhamik Bengali Question Paper
2.2. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
2.2.1. "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে"- ওরা কারা ?
Ans : 'আফ্রিকা' কবিতায় 'ওরা' বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দি করে ক্রীতদাসে পরিণত করেছিল।
2.2.2. "হায়, বিধি বাম মম প্রতি।"- বক্তার এমন মন্তব্যের কারণ কী ?
Ans : মহাপরাক্রমী রাবণকে সামান্য বনচারী রামের কাছে কার্যত হার স্বীকার করতে হয়েছে। এইজন্য বক্তা অর্থাৎ রাবণের মনে হয়েছে যে বিধাতা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
2.2.3. "তোমায় নিয়ে বেড়াবে গান"- গান কোথায় বেড়াবে ?
Ans : হৃদয়ের বিশুদ্ধ উপলব্ধি গান সকল মানুষের কাছেই অপ্রতিরোধ্য। এই গানের টানে মানুষ আঞ্চলিক সীমা পেরিয়ে সর্বত্র বিচরণ করবে। গান মানুষকে নিয়ে যাবে নদীতে, দেশে, গাঁয়ে।
2.2.4. "ধ্বংস দেখে ভয় কেন তোর?"- কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন ?
Ans : কাজী নজরুল ইসলাম তাঁর 'প্রলয়োল্লাস' কবিতায় সকল ভারতবাসীর উদ্দেশ্যে আলোচ্য প্রশ্নটি করেছেন।
2.2.5. "সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।”- 'মাঞ্জস' শব্দের অর্থ কী ?
Ans : 'মাঞ্জস' শব্দের অর্থ হল ভেলা জাতীয় জলযান বিশেষ। এটি করে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্রে ভ্রমণ করতেন।
Maddhamik 2024 Life Science Question Paper (Solved) = click Here
2.3. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১ = ৩
2.3.1. "তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।"- কী নিয়ে লেখকদের প্রথম 'লেখালেখি'?
Ans : বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি।
2.3.2. "লাঠি তোমার দিন ফুরাইয়াছে।"- কথাটি কে বলেছিলেন ?
Ans : এই উক্তিটির বক্তা বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
2.3.3. "এতে রচনা উৎকট হয়।”- রচনা 'উৎকট' হয় কীসে ?
Ans : লেখক যদি ইংরেজিতে তার বক্তব্য ভাবেন এবং সেটিকে যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করতে চান, তখন রচনা উৎকট হয়।
2.3.4. প্রয়োজনমতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন?
Ans : প্রয়োজনমতো বাংলা শব্দ পাওয়া না গেলে
ইংরেজি শব্দই বাংলা বানানে লেখা উচিত বলে লেখক
মনে করেছেন।
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও: (৮×১ = ৮)
2.4.1. তির্যক বিভক্তি কাকে বলে?
Ans : যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকেই তির্যক বিভক্তি বলে।
2.4.2. সম্বন্ধপদ কারক নয় কেন?
Ans : সম্বন্ধ পদ কারক নয়, অকারক। ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকেনা তাই তা কারক নয়।
2.4.3. অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
Ans : সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্রহিমাচল।
2.4.4. নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।
Ans : সূর্য উঠলে পদ্ম ফুল ফুটবে। এই বাক্যে দুটি ক্রিয়া আছে, 'উঠলে' অসমাপিকা ক্রিয়া এবং 'ফুটবে' সমাপিকা ক্রিয়া। আবার এই দুই ক্রিয়ার কর্তা আলাদা। সংজ্ঞা অনুযায়ী অসমাপিকা ক্রিয়ার কর্তা 'সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা।
2.4.5. নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো: 'পৃথিবী হয়তো বেঁচে আছে।'
Ans : পৃথিবী- কর্তৃকারক, শূন্য বিভক্তি।
2.4.6. উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো: 'ওরা ভয়ে কাঠ হয়ে গেল।'
Ans : 'ওরা' - উদ্দেশ্য,
'ভয়ে কাঠ হয়ে গেল' - বিধেয়।
2.4.7. সূর্য পশ্চিমদিকে উদিত হয়। বাক্যনির্মাণের কোন্ শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে?
Ans : উদ্ধৃত বাক্যে বাক্যনির্মাণের যে শর্তটি লঙ্ঘন করা হয়েছে তা হল- যোগ্যতা।
2.4.8. 'বহুরূপী' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো ?
Ans : বহুরূপী বহু রূপ আছে যার (বহুব্রীহি সমাস)।
2.4.9. 'কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।' জটিল বাক্যে পরিবর্তন করো ?
Ans : তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হল কলম। (জটিল বাকা)
2.4.10. 'নদীর ধারে তার জন্ম হইয়াছে।' কর্তৃবাচ্যে পরিণত করো ?
Ans : তিনি নদীর ধারে জন্মাইয়াছেন। (কর্তৃবাচ্য)
3. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও: ৩+৩= ৬
3.1. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১×৩=৩
3.1.1. 'সে ভয়ানক দুর্লভ জিনিস।" কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন ? ১+২
Ans : - সুবোধ ঘোষের 'বহুরূপী' গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকে 'দুর্লভ জিনিস' বলা হয়েছে। 'খুবই উঁচু দরের' সন্ন্যাসীর বয়স হাজার বছরেরও বেশি। হিমালয়ের গুহায় একটি হরীতকী খেয়ে তিনি জীবনধারণ করে চলেছেন। ফলত তাঁর পায়ের ধুলো পাওয়া আদৌ সহজলভ্য বস্তু ছিল না। জগদীশবাবু অবশ্য সোনার বোল লাগানো নতুন খড়ম পরানোর ফাঁকে দুর্লভ জিনিসটি সংগ্রহ করেছিলেন।
3.1.2. 'ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে' ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায় ? ১+২
Ans : - পান্নালাল প্যাটেল রচিত এবং অর্থকুসুম দত্তগুপ্ত অনুদিত 'অদল বদল' গল্পে ছেলে দুটি বলতে দুই অন্তরঙ্গ বন্ধু অমৃত ও ইসাবকে বোঝানো হয়েছে।
আলোচ্য দুই বন্ধুর আচার-আচরণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদির মধ্যে বহু মিল থাকলেও তফাত ছিল-
(i) সম্প্রদায়গত পরিচয়ে এবং
(ii) অমৃতের মা, বাবা ও তিন ভাই থাকলেও, বাবা ছাড়া ইসাবের আর কেউ ছিল না।
3.2. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৩×১=৩
3.2.1. 'এসো যুগান্তের কবি' 'যুগান্তের কবি' কে কেন আহ্বান করা হয়েছে?
Ans : - দীর্ঘদিন অন্তরালে থাকা 'মানহারা মানবী' আফ্রিকা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী মনোভাবে অপমানিতা। মানবতার এই অপমান শুধু আফ্রিকার নয়, এই অপমান সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। সভা পুনিয়ার বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতি আক্রমণ নয়, মানবতার পূজারী রবীন্দ্রনাথ 'যুগান্তের কবি'র কাছে আহ্বান জানিয়েছেন আবির্ভূত হয়ে ক্ষমা প্রদান করতে। তিনি মানবতার পুণ্যা বাণী দ্বারা সকলকে উদ্বুদ্ধ করবেন এই বিশ্বাস থেকেই কবি তাকে আহ্বান জানিয়েছিলেন।
3.2.2. 'সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।' 'সে' কে? 'আমি আর কখনো ফিরে আসব না' বলার কারণ কী? ১+২
Ans : - পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত 'অসুখী একজন' কবিতায় 'সে' বলতে অপেক্ষমানা মেয়েটির কথা বলা হয়েছে। কর্তব্যের খাতিরে স্বদেশ-স্বজন ছেড়ে কবি কথক হয়েছেন সুদুরের যাত্রী। বছরের পর বছর কেটে গেলেও তিনি ফিরে আসতে পারেননি। ঘটনাটি হৃদয়বিদারক হলেও তিনি প্রতীক্ষারতা মেয়েটিকে জানিয়ে যেতে পারেননি তাঁর না ফেরার কথা। বোধ করি সে কারণেই মেয়েটি দরজায় দাঁড়িয়ে কথকের ফেরার প্রতীক্ষা করেছিল বছরের পর বছর।
4. কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫
4.1. 'ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।' কে, কাকে শিখিয়েছে? 'খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে ? (২+৩)
Ans : - পার্ট 1 - Updsted soon
পার্ট 2 - অদল বদল' গল্পে ইসাবের বাবা খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি ইঙ্গিত করেছেন।
4.2. 'তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কী ? (১+৪)
Ans : - Click HERE
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫
5.1. 'অভিষেক করিলা কুমারে।' 'কুমার' কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো ? ১+৪
Ans : Click HERE
5.2. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো ?
Ans : Click HERE
6. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
Maddhamik 2023 Life Science Question Paper (Solved) Click Here
6.1. 'বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে। লেখক কোন্ ধরনের বাধার কথা বলেছেন ?
Ans : - Click HERE
6.2. 'আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার আসল নাম কী? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো ? ১+৪
Ans : - Click HERE
7. কম বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৪
7.1. 'এইবার হয় তো শেষ যুদ্ধ। কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে 'শেষ যুদ্ধ' বলেছেন কেন ? ১+৩
Ans : Click HERE
7.2. 'দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা। বক্তা কে? তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান ? ১+৩
Ans : Click HERE
8. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ২০৫-১০
8.1. 'ফাইট কোনি, ফাইট" সাধারণ সীতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের 'ফাইট' করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো ?
Ans : Click HERE
8.2. 'ক্ষিন্দ্দা, এবার আমরা কী খাব?' বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন? ১+৪=৪
Ans : Click HERE
8.3. 'খাওয়ায় আমার লোভ নেই। ডায়েটিং করি। বক্তা কে? তার ডায়েটিং-এর পরিচয় দাও। ১+৪
Ans : Click HERE
9. চলিত পদ্যে বঙ্গানুবাদ করো ৪×১=৪
Translation -
Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child
Translation : বাড়ি হল প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে দেখে, শুনে এবং বাড়িতেই শিখতে শুরু করে। একটি ভালো বাড়িতে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। বাড়ির খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়।10. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
10.1. মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ?
Ans : মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ।
মৌ: মাধ্যমিকের পরে কী নিয়ে পড়বি ভেবেছিস? আর্টস, সায়েন্স না কমার্স?
রিয়া: আমার তো ইচ্ছে আর্টস নিয়ে পড়ার। কিন্তু..
মৌ: কিন্তু কী? কাকু কাকিমার কি ইচ্ছে তুই সায়েন্স নিয়ে পড়িস?
রিয়া: হ্যাঁ। বাবার তো খুব ইচ্ছে। মাও চাই যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই।
মৌ: কিন্তু তুই যদি ভাবিস আর্টস নিলেই তোর ভালো হবে তবে তাই কর। জোর করে সায়েন্স নিতে যাস না।
রিয়া: কী করে মাকে বোঝাবো বুঝতে পারছি না। ওরা ভাবে মাধ্যমিকে বেশি নম্বর পেলেই উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়া যায়।
মৌ: তাছাড়া অনেক বাবা-মা এখনো মনে করে যে আর্টস নিয়ে পড়লে ভবিষ্যৎ অন্ধকার। তা তো নয়। আর্টস, সায়েন্স বা কমার্স যে বিষয় নিয়েই পড়ি, ভালো করে পড়লে সবক্ষেত্রেই ভবিষ্যৎ উজ্জ্বল।
রিয়া: আমিও তাই মনে করি।
মৌ: তাহলে আর দেরি না করে কাকু কাকিমাকে বল যে তুই আর্টস নিয়েই পড়বি।
রিয়া: হ্যাঁ, আজ বলব। আর, তুই কী নিয়ে পড়বি?
মৌ: আমি তো কমার্সই নেব। বাড়িতেও বলেছি। মা, বাবা দুজনেই রাজি হয়েছে।
রিয়া: বাঃ। তাহলে প্রস্তুতি শুরু করে দে।
10.2. তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হ'ল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো :
Ans :
অরণ্য সপ্তাহ পালন
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ১২ ই জুলাই: বিগত বছরগুলোর মতো এই বছর মেদিনীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা' সবুজ বাঁচাও কমিটি'র উদ্যোগে ৬ই জুলাই থেকে ১২ই জুলাই পর্যন্ত মহা আড়ম্বরে অরণ্য সপ্তাহ পালন হয়ে গেল। এলাকার মানুষের পাশাপাশি বহু বাইরের মানুষ এই মহৎ কাজে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেছিল। অরণ্য সপ্তাহ ৬ই জুলাই সূচনা করেন বর্তমান পশ্চিমবঙ্গের পরিবেশ বিষয়ক মন্ত্রী। তিনি এই অরণ্য সপ্তাহ পালন এর তাৎপর্য সকলের সামনে তাঁর বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে এই সংস্থার এই কর্মপ্রয়াসকে সাধুবাদ জানান। সংস্থার সম্পাদিকা মিতালী সেন অরণ্য সপ্তাহ পালন পরিবেশ রক্ষায় কতখানি জরুরি তা জানান। এই অনুষ্ঠানে ৮ই জুলাই যোগ দেন মাননীয় সাংসদ। সংস্থার উদ্যোগে প্রতিদিন এখান থেকে সাধারণ মানুষদের বিভিন্ন চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রাস্তার কর্তৃপক্ষ জানিয়েছে এই সাতদিনে তারা প্রায় ১৫০০ চারাগাছ বিলির ব্যবস্থা করেছিল। এই অনুষ্ঠানের শেষ দিন মাননীয় বিধায়ক এর উপস্থিতিতে 'গাছ তুলে এনে বাগানে বসাও' বিষয়ের উপর একটি নিত্যনাট্যও পরিবেশিত হয়। 'সবুজ বাচাও কমিটি'র এই কর্মপ্রয়াস ও উদ্যোগ এলাকায় প্রচুর উদ্দীপনা ও সাড়া ফেলায়।
Dawnload Maddhamik 2020 Bengali Question Paper
11. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করোঃ ১০×১=১০
11.1. বিজ্ঞানের ভালো মন্দ
Ans :
11.2. একটি ভ্রমণের অভিজ্ঞতা
Ans :
11.3. আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার
Ans :
11.4. খেলাধুলা ও ছাত্রসমাজ
Ans :
[কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। ]
12. কম বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও (যে কোনো চারটি) ৪×১ = ৪
12.1. 'নদীকে দেখা হয় নাই।' নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি?
12.2. 'এবারের মতো মাপ করে দিন ওদের। একথা কে, কাকে বলেছিলেন?
12.3. 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।' কোল্টা মেসোর উপযুক্ত কাজ হবে?
12.4. শিঞ্জিনী আকর্ষি রোষে' শিঞ্জিনী শব্দের অর্থ লেখো ?
12.5. ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে, কাকে ছিনিয়ে নিয়ে গেল?
13. কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৩
13.1. 'তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।" 'ঢং' বলতে এখানে কী বোঝানো হয়েছে? কীসে ঢং নষ্ট হয়ে যাবে? ১+২
13.2. বিস্মিত হইল বালা' 'বালা' কে? তার বিস্ময়ের কারণ কী ছিল? ১+২
13.3. 'গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম- প্রধানের কানে গেল।' কোন্ গল্প 'গ্রাম- প্রধানের' কানে গেল? তিনি কী করলেন?১+২





