Questions : 'ক্ষিন্দ্দা, এবার আমরা কী খাব ?' বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন ? 1+4=5
Answer: হাল আমলের বাংলা কিশোর সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক তথা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোতি নন্দী প্রণীত কিশোর উপন্যাস 'কোনি' থেকে প্রশ্নোদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। আলোচ্য উক্তিটির বক্তা হলো উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি ।শ্যামপুকুর বস্তির বাসিন্দা কোনির পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষ ছিল তার দাদা কমল। একসময় সাঁতারু হওয়ার স্বপ্ন দেখা কমল দারিদ্রের কারণে সাঁতার ছেড়ে উপার্জনের তাগিদে রাজাবাজারের একটি মোটর গ্যারেজে কাজে যোগ দেয়। সেখান থেকে প্রাপ্ত কষ্টার্জিত দেড়শোটি টাকা ছিল তার সংসার চালাবার পাথেয়। দু-বেলা দুমুঠো ভাত ছাড়া আর বিশেষ কিছুর সংস্থান তাতে হতো না ঠিকই, কিন্তু কষ্টেসৃষ্টে প্রাণধারণটুকু হয়ে যেত।
পরের দিকে কমল সামান্য অতিরিক্ত স্বচ্ছলতার উদ্দেশ্যে ভাইকে মাসিক পনেরো টাকার বিনিময়ে একটি চায়ের দোকানের কাজে ঢুকিয়েছিল। কোনিকেও ষাট টাকায় একটি সুতো কারখানায় ঢোকাবার ইচ্ছে থাকলেও ক্ষিতীশ কোনিকে বড়ো সাঁতারু করার ইচ্ছে প্রকাশ করে সব দায়িত্ব নেওয়ায় তা আর হয়ে ওঠেনি। বরং নিজের অসম্পূর্ণ স্বপ্ন কোনির মধ্য দিয়ে সফল হয়ে ওঠার সম্ভাবনা দেখে কমলের প্রচ্ছন্ন সমর্থন ছিল।
ক্ষিতীশ কোনিকে প্রতিদিন খাওয়ার জন্য একটা করে টাকা দিত, তাও সংসারের পেছনে খরচ হয়ে যেত। এহেন টানাটানির সংসারে প্রধান উপার্জনশীল কমল হঠাৎ যক্ষ্মারোগে ভুগে মারা যায়। কমলের এই অকাল মৃত্যু পরিবারের বাকিদের অবস্থা আরও সঙ্গিন করে তোলে। তাই তার মৃত্যুশোকের চেয়েও যে প্রশ্নটি প্রাসঙ্গিকভাবে আঘাত করে পরিবারের বাকি সদস্যদের মধ্যে, সেটিই লেখক কোনির এই উক্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
#koni
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
