Maddhamik life Science Question Paper 2023 Solution || মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৩ সমাধান

madhyamik life science question paper 2023,biology,madhyamik life science question answer 2023,madhyamik life science question paper 2023 pdf,মাধ্যমিক
Pijus Kumar Sir

মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৩ প্রশ্ন - উত্তর

 Maddhamik Life Science 2023 Question Paper (Solved)

Maddhamik Life Science 2023 Question Paper
বিভাগ - ক 

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো।    ১×১৫=১৫


১.১. নীচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয়?

(ক) র‍্যানভিয়ারের পর্ব 

(খ) মায়েলিন সিদ্

(গ) নিজল দানা

(ঘ) সোয়ান কোশ


১.২. নীচের কোনটি ADH হরমোনের কাজ?

(ক) উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়

(খ) পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে

(গ) যকৃত ও পেশিকোশে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সজ্জিত রাখে

(ঘ) স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে


১.৩. কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস হিউমর - অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম?

(ক) 3 

(খ) 4 

(গ) 5 

(ঘ) 6


১.৪.) নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক?

(ক) S-C যুক্ত শর্করা + ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইড

(খ) N, যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইড

(গ) 5-C যুক্ত শর্করা + N. যুক্ত ক্ষারক নিউক্লিওটাইড

(ঘ) 5-C যুক্ত শর্করা + N, যুক্ত ক্ষারক ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইড


১.৫. ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন জোড়টি সঠিক?

ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন জোড়টি সঠিক?

উত্তরঃ (ঘ) পক্ষিপরাগী পলাশ


১.৬. ফার্ণের জনুক্রমে নীচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়?

(ক) প্রোথ্যালাস 

(খ) সোরাস 

(গ) রেণুস্থলী 

(ঘ) রেণুমাতৃকোশ


১.৭. গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BbRr ওBBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কী?

(ক) 2:1 

(খ) 4:1 

(গ) 1:2 

(ঘ) 1:1


১.৮. নীচের কোন্ দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুম্ভিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ প্রদর্শন করে?

(ক) YYrr, Yyrr 

(খ) YYRI, YyRR

(গ) yyRR, yyRr 

(ঘ) YYRR, yyrr


 For More Updates Bookmark Our Websitewww.edutical.com

 মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৪ প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন CLICK HERE

১.৯. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সঙ্কর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি?

(ক) 2:1:1 

(খ) 1:2:1 

(গ) 1:1:1 

(ঘ) 1:2:2


১.১০ নীচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়?


(ক) অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ

(খ) জীবনসংগ্রাম

(গ) প্রকরণ

(ঘ) প্রাকৃতিক নির্বাচন

১.১১.   সমসংস্থ অংগের বৈশিষ্ট্য শনাক্ত করো-

(ক) গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন

(খ) উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন

(গ) গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন

(ঘ) এই উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন


১.১২.    জীবনের রাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী ?

(ক) অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড

(খ) জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন

(গ) মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড

(ঘ) নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড


১.১৩.   নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো-

(ক) নাইট্রোজেন স্থিতিকরণ ডিনাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন

(খ) অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন নাইট্রোজেন স্থিতিকরণ ডিনাইট্রিফিকেশন

(গ) নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন

(ঘ) নাইট্রিফিকেশন নাইট্রোজেন স্থিতিকরণ ডিনাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশন


১.১৪.    জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নীচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন্ জোড়টি সঠিক?

(ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ একশৃঙ্গ গন্ডার

(খ) দূষণ রয়‍্যাল বেঙ্গল টাইগার

(গ) বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন মেরুভল্লুক

(ঘ) শিকার এবং চোরাশিকার শকুন

১.১৫.    কোনো একটি খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন্ ঘটনাটি ঘটে?

(ক) জীববিবর্ধন 

(খ) ইউট্রফিকেশন 

(গ) বিশ্ব উয়ায়ন 

(ঘ) বধিরত্ব

 মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৪ প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন CLICK HERE

বিভাগ - 'খ'

২। নীচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো: ১×২১=২১ 

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) ১×৫=৫


২.১.   ন্যাস্টিক চলন বহিঃস্ব উদ্দীপকের _____ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।

Ans :  তীব্রতা


২.২.   _____ কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।

Ans : মিয়োসিস


২.৩.   বীজের কুঞ্চিত আকার একটি _____ বৈশিষ্ট্য।

Ans : প্রচ্ছন্ন


২.৪.   উটের রক্তের RBCর আকৃতি _____ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে।

Ans : ডিম্বাকার


২.৫.    বায়ুদূষণের সংগে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ______

Ans : অ্যাজমা / হাঁপানি


২.৬.     _____ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ।

Ans : নীলগিরি ও সুন্দরবন


নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। (যে কোনো পাঁচটি)      ১×৫ = ৫


২.৭. অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়।

Ans :  মিথ্যা


২.৮. চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয়।

Ans :  সত্য


২.৯. YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।

Ans :  মিথ্যা


২.১০. একটি বনে বিভিন্ন ধরণের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে।

Ans :  মিথ্যা

২.১১.  নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।

Ans :  সত্য


২.১২.  ট্রাইসেল্স একটি ফ্রেক্সর পেশি।

Ans :  মিথ্যা


A-স্তম্ভে দেওয়া শব্দের সংগে 'B' স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিকজোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) ১×৫=৫

{প্রশ্ন ও উত্তর এক ই সাথে }

A-স্তম্ভে দেওয়া শব্দের সংগে 'B' স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিকজোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি)


 For More Updates Bookmark Our Websitewww.edutical.com

 মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৪ প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন CLICK HERE

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) ১×৬=৬


২.১৯. বিসদৃশ শব্দটি বেছে লেখো- 

(টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন)

Ans :  ইনসুলিন


২.২০. চোখের উপযোজনের সংগে লেন্সের সম্পর্ক কী?

Ans :  কোনও রকম স্থান পরিবর্তন না করে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট ভাবে দেখার জন্য লেন্সের বক্রতার পরিবর্তন করাই হল চোখের উপযোজন।


২.২১. নীচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

মাইটোসিস : সমবিভাজন ::______ : হ্রাস বিভাজন

Ans :  মিয়োসিস


২.২২. একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কী হতে পারে?

Ans :  সংকর

২.২৩.  বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো

Ans  : X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।


২.২৪. বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রুণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব ?

Ans :  তুলনামূলক ভ্রুণ তত্ত্বে বা বায়োজেনেটিক সূত্রে।


২.২৫.  নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো-

{কৃষিজমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস}

Ans :  ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা।


২.২৬.  জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো ।

Ans :  জীববৈচিত্রের হটস্পট হল এমন অঞ্চল যেখানে খুব বেশি সংখ্যায় বিপদগ্রস্থ জীব পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না।

বিভাগ-'গ'


৩। নিচের ১৭ টি প্রশ্ন থেকে যে কোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো।            ২ × ১২ = ২৪


৩.১.   হাঁচি ও কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে-বক্তব্যটির যথার্থতা বিচার করো?

Ans :  প্রতিবর্ত ক্রিয়া হিসেবে হাঁচির ভূমিকা- বাইরের ধুলোবালি ধোঁয়া গ্যাস প্রভৃতির সংস্পর্শে এলে আমরা হাঁচি ও দেহের প্রতিরক্ষা করি।

প্রতিবর্ত ক্রিয়া হিসেবে কাশির ভূমিকা- শ্বাসনালীতে কোন অবাঞ্ছিত বস্তু যেমন বিষাক্ত গ্যাস জল খাদ্যের কণা প্রভৃতি প্রবেশ করলে তৎক্ষণাৎ কাশির উদ্রেক হয় এই কাশির ফলে ফুসফুসীয় বায়ুর মাধ্যমে ওই বস্তুর নির্গমন ঘটে।

 মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৪ প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন CLICK HERE

৩.২.   জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে?

Ans :  অঙ্কুরোদগমের আগে বীজে জিব্বেরেলিন হরমোনের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে বীজ মধ্যস্থ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি পায়, যা বীজের সুপ্তাবস্থা দূর করে এবং অঙ্কুরোদগম ঘটায় । আবার আবার জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের নিবেশিত ভাজক কলাকোষের বিভাজন ঘটায়। ফলে পর্বমধ্য অংশের বৃদ্ধি ঘটে ও উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে।


৩.৩ হূৎপিন্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো ?

Ans :  হৃদপিন্ডের ওপর থাইরক্সিন হরমোনের প্রভাব থাইরক্সিন হরমোনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায়। হৃদস্পন্দন হারের বৃদ্ধি থাইরক্সিন হরমোনের ক্রিয়ার সূচক হিসেবে কাজ করে।

লোহিত রক্ত কণিকার ওপর থাইরক্সিন হরমনের প্রভাব- লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন।

৩.৪.    নীচের শব্দ দুটি ব্যাখ্যা করো-

  • গ্যাংলিয়া
  • সাইন্যাপস

Ans :    গ্যাংলিয়া- পেরিফেরাল স্নায়ুতন্ত্রের স্নায়ু কোষের কোষদেহগুলি মিলিত হয়ে যে কার্যকরী একক গঠন করে তাকে গ্যাংলিয়া বলে।

সাইন্যাপস দুটি নিউরোনের ফাঁক বিশিষ্ট যে সংযোগস্থলে একটি নিউরোন থেকে পরবর্তী নিউরোনে উদ্দীপনা বা স্নায়ু স্পন্দন প্রেরিত হয় তাকে সাইন্যাপস বলে।


৩.৫ অ্যামাইটোসিস কোশবিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো

Ans :   অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম তন্ত্র গঠিত হয় না। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম প্রায় একইসঙ্গে বিভাজিত হয়।

৩.৬ ইন্টারফেজের G₁ দশার দুটি ঘটনা উল্লেখ করো।

Ans :  ইন্টারফেজের G₁ দশার দুটি ঘটনা হল-

  • (i) DNA সংশ্লেষণের প্রস্তুতি।
  • (ii) কোষ অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণিত হওয়া।


৩.৭.   উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খন্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

Ans :  যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রি জীবের দেহ এক বা একাধিক খন্ডে বিভক্ত হয়, ও প্রতিটি খণ্ড কোষ বিভাজনের দ্বারা একটি পূর্ণাঙ্গ অপত্যে পরিণত হয় তাকে খন্ডীভবন বলে। যেমন স্পাইরোগাইরা নামক শৈবালের দেহ খন্ডীভবন প্রক্রিয়ার দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে।


৩.৮.   বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব কী?

Ans :  (1) বিবাহের পূর্বে উভয় পার্টনার থ্যালাসেমিয়া বা অন্য কোন জিনগত রোগের বাহক কিনা তা নির্ণয়ের জেনেটিক কাউন্সিলিং করা অত্যন্ত জরুরি। (ii) উভয় পার্টনারের তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যৎ সন্তানের মধ্যে কোনো জেনেটিক রোগের সম্ভবনা ও তীব্রতা নির্ণয় করা হয়।

 For More Updates Bookmark Our Websitewww.edutical.com

৩.৯.   বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরিক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ নির্বাচনের দুটি কারণ লেখো।

Ans :    সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচনের পক্ষে দুটি কারণ হল হল-

(i) মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছের স্বপরাগ যোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয়।

(ii) মটর গাছের সুস্পষ্ট বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সমাবেশের কারণে বহু প্রকারভেদ দেখতে পাওয়া যায়। অর্থাৎ অনেক রকমের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সমন্বয়ে দেখা যায়।


৩.১০ বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো।

Ans

বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো।
চেকার বোর্ডের সাহায্যে আমরা বলতে পাই যে, পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েরা কেউই বর্ণান্ধ হবে না। কন্যা সন্তানরা স্বাভাবিক হবে কিন্তু বর্ণান্ধতার বাহক হবে এবং পুত্র সন্তানরা স্বাভাবিক হবে।


৩.১১.   জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা, এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়-দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

Ans :  ডারউইনের মতে জীবের সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। ডারউইন লক্ষ্য করেন জীবের সংখ্যাবৃদ্ধি জ্যামিতিক হারে ঘটে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়-

(i) একটি স্ত্রী স্যালমন মাছ একটি প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পাড়ে।

(ii) একটি ঝিনুক এক বছরে প্রায় ৬ মিলিয়ন ডিম্বানু উৎপাদন করে।


৩.১২.   কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান-প্রদান করে?

Ans   :  খাদ্যের সন্ধান 50 থেকে 75 মিটারের মধ্যে হলে শ্রমিক সন্ধানী মৌমাছিরা বৃত্তাকার নাচের (ওয়াগ্ল নৃত্য) মাধ্যমে অন্যদের বোঝায় যে খাদ্যের সন্ধান পাওয়া গেছে। সন্ধানীদের পিছনে সংগ্রাহকরাও খাদ্যের উৎসের দিকে ধাবিত হয় এবং যাত্রা পথে তারাও একই নৃত্য শুরু করে।

৩.১৩.     প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝ?

Ans :    পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে নিয়ে জীবন সংগ্রামে জয়ী হতে হলে জীবকে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয়। জীবের এই অর্জিত বৈশিষ্ট্যগুলি পরিবেশের সাপেক্ষে অনুকূল ও প্রতিকূল দুই হতে পারে। অনুকুল বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলি পৃথিবীতে টিকে থাকে অর্থাৎ প্রকৃতি তাদেরকেই নির্বাচন করে। প্রকৃতির দ্বারা জীবজগতের মধ্যে উপযুক্ত জীবের এই নির্বাচনকেই প্রাকৃতিক নির্বাচন বলে।


৩.১৪.   ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস-এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো।

Ans :  ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল জলাভূমি ধ্বংস। কিডনি ছাড়া যেমন জীবন থেমে যায় তেমনি জলাভূমি ছাড়া প্রকৃতি আর বাসযোগ্য থাকবে না। জলাভূমি ধ্বংসের দুটি প্রভাব নিচে আলোচনা করা হল-

(i) জলাভূমি বর্ষার আবর্জনাময় ঘোলা জলকে ফটিক জলে পরিণত করে সেই জলকে নদী এবং তারপর সাগরে পৌঁছতে সাহায্য করে। তাই জলাভূমি না থাকলে বন্যা নিয়ন্ত্রণ যেমন হবে না তেমনি জলের গুনাগুন উন্নয়ন ও রক্ষাও হবে না।

(ii) উন্মুক্ত জলাশয়ের মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের প্রধান উৎস এই জলাভূমি। তাই জলাভূমি না থাকলে জলজ প্রাণীর বেঁচে থাকা ও বাসস্থান সংকটে পড়বে।

৩.১৫.  বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণসহ প্রমাণ করো।

Ans :     যেকোনো বাস্তুতন্ত্রের নিজস্ব গঠন বৈচিত্র্য থাকে। বাইরে থেকে হঠাৎ কোনো প্রজাতি এলে সেখানকার বাস্তুতন্ত্রের গঠন বিনষ্ট হয়। যেমন- 'হাইব্রিড মাগুর' প্রজাতিটির আবির্ভাবে দেশী মাগুর প্রায় বিপন্ন হয়ে পড়েছে।


৩.১৬. পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।

Ans :   পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল রডোডেনড্রন এবং একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম রেড পান্ডা।

৩.১৭ জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM) এবং পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) এর একটি করে ভূমিকা লেখো।

Ans :     Click HERE 

 For More Updates Bookmark Our Websitewww.edutical.com

বিভাগ - ঘ' 

(দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন)

৪. নীচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ৪.১ নং প্রশ্নের পরিবর্তে ৪.১ (A) নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ (প্রশ্নের মান বিভাজন ৩+২, ২+৩ বা ৫ হতে পারে)।

 মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৪ প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন CLICK HERE

৪.১. মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো     3+2 = 5

  • (ক) কোরয়েড
  • (খ) লেজ 
  • (গ) কর্নিয়া অববা
  • (ঘ) ভিট্রিয়াস হিউমর 

Ans :  

মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো


৪.২. প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো ।       3+2=5

  • (ক) সেন্ট্রোমিয়ার 
  • (খ) অপত্য ক্রোমোজোম 
  • (গ) মেরু অঞ্চল 
  • (ঘ) বেমতত্ত্ব 

Ans

প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো


৪.১ (A) মানুষের অক্ষিগোলকের নিম্নলিখিত পাঁচটি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লেখো। (ক) কর্ণিয়া (খ) লেন্স (গ) কোরয়েড (ঘ) ভিট্রিয়াস হিউমর (৪) রেটিনা

অথবা,


প্রাণীকোণের মাইটোসিসের অ্যানাফেজ দশ্যয় ঘটা তিনটি পরিবর্তন উল্লেখ করো। ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে কোনো দুটি গঠনগত অংশের নাম লেখো


৪.২. কোশবিভাজনের নিম্নলিখিত তিনটি তাৎপর্য ব্যাখ্যা করো-

বৃদ্ধি, ক্ষয়পূরণ প্রজনন


অথবা,


জীবজগতে মিয়োসিস কোশবিভাজনের সংঘটনস্তানগুলো সারণির সাহায্যে লেখো।


অথবা,


মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো-

জলিত্ব জীবের সংখ্যা কোশ বিভাজন ভেদ বা প্রকরণের উৎপত্তি       ২+৩=৫


৪.৩.    বিশুদ্ধ কালো বর্ণ ও অমসুণ লোমযুক্ত একটি গিনিপিগের সংগে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্রাগুলোর ফিনোটাইপ অনুপাত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। 'সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই মুখ্য'-একটি চেকারবোর্ডের সাহায্যে বক্তব্যটির সত্যতা যাচাই করো।         3+2=5


অথবা,


সেন্ডেলের সাফল্যের তিনটি কারণ লেখো। উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।          3+2= 5


৪.৪. জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইন-এর মতবাদ ব্যাখ্যা করো। হট ডাইলিউট স্যুপ কী?


অথবা,


একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলির ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উলাহরণ দাও।


৪.৫. ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে যে যে ঘটনাগুলো ঘটে তার ক্রম নির্মাণ করো।


অথবা,


জীববৈচিত্র্য হ্রাসের একটি অন্যতম কারণ হলো চোরাশিকার-এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে তাদের যে কোনো তিনটির একটি ভালিকা তৈরি করো। জীববৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতিগুলো একটি সারণির সাহায্যে দেখাও।


৪.৬. সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা হলো-

 খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ গধ্বংস সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি।

সমস্যা তিনটির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। ভারত ও ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলে ব্যান্ড এমন একটি জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান ও ওই হটস্পটের একটি বিপড় জীবের নাম লেখো।


অথবা,


শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার দুটি বিশ্লেষণ করো।

 For More Updates Bookmark Our Websitewww.edutical.com

Exceptional Questions:

৫) যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও:    ১×৪=৪

৫.১. আবরণী কলার একটি বৈশিষ্ট্য লেখো।

৫.2. রাইবোজোমের কাজ কী?

৫.৩. প্যারেনকাইমা কলার একটি কাজ লেখো।

৫.৪. স্বপরাগযোগের একটি সুবিধা লেখো।

৫.৫. একটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের উদাহরণ দাও।

বিভাগ -  উম

 (কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)


৬)   যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:    2×3=6


৬.১ অ্যাক্সন ও ডেনড্রনের দুটি পার্থক্য লেখো।

৬.২. উদ্ভিদের দুটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো।

৬.৩ মাইটোকন্ড্রিয়া ও সেন্ট্রোজোমের একটি করে কাজ লেখো। পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখো ।

৬.৪. পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখ।


👆👆 উপরের না উত্তর দেওয়া প্রশ্নের উত্তর যদি প্রয়োজন পড়ে , অবশ্যই কমেন্ট করবে ।

 For More Updates Bookmark Our Websitewww.edutical.com

 মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৪ প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন CLICK HERE


Thank You 
Team BJU

🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তরক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন

📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন 

Post a Comment

Search Your Questions

Powered By GoogleGoogle

Mock Test

Practice unlimited Mocks

MS

Maddhamik Solution

Knowledge Like Books

CBSE Notes

Educational platforms

Essay Writing

Credit Your Writing Skills

Letter Writing

Learn letter writing techniques

BW

Bengali Writing

Enhance Your Language Skills

PDF

ê - Books

Knowledge Investment

Web

New Job Updates

Shine like Jio Hotstar

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.