Question: "মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যের”—আলোচনা কর।
Answer:
চন্দ্রগুপ্ত মৌর্য (Marks -3)
[১] মৌর্য বংশের প্রতিষ্ঠা:
ভারতীয় উপমহাদেশের উত্তরে আলেকজান্ডারের অভিযানের ফলে ছোট ছোট শক্তিশালীদের ক্ষমতা কমে গিয়েছিল। এই সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। ধনানন্দ নামে এক শক্তিশালী নন্দরাজাকে যুদ্ধে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন। এর মাধ্যমে উপমহাদেশের ইতিহাসে প্রথম সাম্রাজ্যের, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়।
[২] মৌর্য ক্ষমতার বিস্তার:
চন্দ্রগুপ্ত উত্তর ভারতে মৌর্যদের ক্ষমতার বিস্তার ঘটান। আলেকজান্ডারের সহকারি গ্রিক শাসকদের বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেন। সিন্ধু উপত্যকার দখল নিয়ে তার সঙ্গে গ্রিকদের সংঘর্ষ বাঁধে। যদিও শত্রুপক্ষের সেনাপতি সেলিউকাস নিকেটরের (আলেকজান্ডারের সেনাপতি) সঙ্গে শেষ পর্যন্ত চন্দ্রগুপ্তের সন্ধি হয়। এই সন্ধির মাধ্যমে তাঁদের মধ্যে বৈবাহিক সম্পর্ক এবং দু’পক্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
Additional Information :
চন্দ্রগুপ্ত মৌর্য
১. আলেকজান্ডারের অভিযানের ফলে ছোট ছোট রাজ্য দুর্বল হয়ে পড়ে।
২. চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন।
৩. তিনি উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন।
4. আলেকজান্ডারের উত্তরসূরি গ্রিক শাসকদের সঙ্গেও যুদ্ধ করেন।
৫. শেষে গ্রিক সেনাপতি সেলিউকাস নিকেটরের সঙ্গে সন্ধি ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করে সাম্রাজ্যকে আরও সুসংহত করেন।
You Can Translate It In Your Language: