Question: রাস্তায় জমে থাকা জঞ্জালের পরিষ্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র লেখো
Answer:
প্রেরকের ঠিকানা:
গ্রাম – [আপনার গ্রামের নাম]
পোস্ট – [পোস্ট অফিসের নাম]
থানা – [থানার নাম]
জেলা – [জেলার নাম]
তারিখ – [তারিখ লিখুন]
বিষয়: রাস্তায় জমে থাকা জঞ্জাল পরিষ্কার করার আবেদন।
মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম] [আপনার অঞ্চল/পাড়ার নাম]-এর একজন বাসিন্দা। আমাদের এলাকার প্রধান রাস্তায় দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা জমে রয়েছে। এর ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশেপাশে বসবাসরত মানুষের স্বাস্থ্য ও চলাচলে চরম অসুবিধা হচ্ছে। বর্ষার সময় জল জমে মশার উপদ্রবও বৃদ্ধি পাচ্ছে।
তাই আপনার কাছে বিনীত প্রার্থনা এই যে, অবিলম্বে ওই রাস্তায় জমে থাকা জঞ্জাল পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে এলাকাবাসী নোংরা ও রোগবালাই থেকে মুক্তি পাবে এবং একটি সুস্থ পরিবেশ ফিরে আসবে।
You Can Translate It In Your Language: