Question: বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিোগিতার দিন তুমি কিভাবে কাটিয়েছ। দিনলিপি আকারে লেখো
Answer:
দিনলিপি
তারিখ : ২১শে নভেম্বর, ২০২৫
বার : মঙ্গলবার
আজ আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন। সকাল সকাল আমি নতুন পোশাক পরে বিদ্যালয়ে গিয়েছিলাম। বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো ছিল বেলুন, রঙিন কাগজ ও ফুল দিয়ে। মাঠের একদিকে বসানো হয়েছিল মঞ্চ।
প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো প্রধান শিক্ষকের হাত দিয়ে। এরপর একে একে শুরু হলো দৌড়, লাফ, বল নিক্ষেপ, ব্যাগ রেস, দড়ি টানাটানি ইত্যাদি খেলা। আমি ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। যদিও আমি প্রথম হতে পারিনি, কিন্তু দ্বিতীয় হয়েছি বলে খুব খুশি লাগছিল।
বন্ধুরা কেউ দৌড়ে, কেউ লাফে, কেউবা খেলার পরিচালনায় ব্যস্ত ছিল। সবার মুখে আনন্দের হাসি। মাঠে শিক্ষকদের উৎসাহ আর করতালি আমাদের আরও উদ্দীপ্ত করেছিল। দুপুরে সবাই মিলে টিফিন খেয়ে আবার খেলা শুরু হলো।
দিনের শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হলো। আমিও একটি মেডেল ও বই পুরস্কার পেয়েছি। সত্যিই খুব ভালো লেগেছে। সন্ধ্যার পর বাড়ি ফিরে আজকের স্মৃতি দিনলিপিতে লিখে রাখলাম।
— [তোমার নাম]
You Can Translate It In Your Language: