Question: বিদ্যালয়ের সংলগ্ন অঞ্চলে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আবেদন জানিয়ে পরিবহন দপ্তরকে পত্র লেখ
Answer:
প্রাপক
অফিসার-ইন-চার্জ,
পরিবহন দপ্তর,
উত্তর 24 পরগনা
বিষয়: বিদ্যালয়ের সংলগ্ন অঞ্চলে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণ প্রসঙ্গে।
মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমি [আপনার বিদ্যালয়ের নাম] বিদ্যালয়ের একজন ছাত্র/ছাত্রী। আমাদের বিদ্যালয়ের চারপাশ দিয়ে প্রতিনিয়ত বাস, ট্রাক, অটো ও অন্যান্য যানবাহন উচ্চ শব্দে হর্ন বাজিয়ে চলাচল করে। এর ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়, পরীক্ষার সময় মনোযোগে ঘাটতি দেখা দেয় এবং ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
বিদ্যালয়ের আশপাশে "নো হর্ন জোন" থাকা সত্ত্বেও নিয়ম অমান্য করে চালকরা শব্দ দূষণ ঘটাচ্ছে। তাই আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে জানাই যে, বিদ্যালয়ের সংলগ্ন অঞ্চলে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। বিশেষত যানবাহনের হর্ন বাজানো বন্ধ করতে কড়া নির্দেশ ও পুলিশের নজরদারি বৃদ্ধি করলে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ উন্নত হবে।
অতএব মহাশয়, আপনার কাছে বিনীত প্রার্থনা এই যে, বিদ্যালয়ের চারপাশে অবিলম্বে "নো হর্ন জোন" কার্যকর করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন।
You Can Translate It In Your Language: