Subject: Physical Science
Year: 2022
BOARD: WBBSE
Maddhamik 2022 Physical Science Question Solutions || Maddhamik physics 2022 question paper solved|| Maddhamik Physical Science 2022 Solved|| Maddhamik physics Solution|| ভৌত বিজ্ঞান ২০২২ সমাধান ||মাধ্যমিক ভৌত বিজ্ঞান ২০২২
Part : A
1.1. বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশী ?
- ট্রোপোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
1.2. গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল-
Ans : b
1.3. গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাষ্প ঘনত্বের (D) সম্পর্কটি হল
- 2M = D
- M = D2
- M = 2.8 D
- M = 2 D
1.4. একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সে.মি. হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে
- 20 সে.মি.
- 15 সে.মি.
- 10 সে.মি.
- 40 সে.মি.
1.5. দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়ো ?
- x-রশ্মি
- অবলোহিত রশ্মি
- y-রশ্মি
- অতিবেগুনি রশ্মি
1.6. দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন
- উত্তল দর্পণ
- উত্তল লেন্স
- অবতল দর্পণ
- অবতল লেন্স
Maddhamik Previous Year Solutions: Click HERE
Mock Test: Click HERE
CBSE NCERT History Notes: Click HERE
1.7. একটি ইলেকট্রনের আধান হল
Ans: C ) -1.6×10-19 C
1.8. পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (i) সম্পর্ক হল
Ans: C) H ∞ 1²
1.9. কোনও পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহমাত্রা হল
- 6 অ্যাম্পিয়ার
- 0.1 অ্যাম্পিয়ার
- 24 অ্যাম্পিয়ার
- 10 অ্যাম্পিয়ার
1.10. দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল
- 9
- 13
- 18
- 19
1.11. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17-এর অন্তর্গত CI (17), I (53), F (9), Br (35)-এর জারণ ধর্মের ক্রম হল
- F<CI<Br<l
- Cl>I>F>Br
- CI>F>Br>1
- F>Cl>Br>I
1.12. নীচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনও আয়নেরই অষ্টক নেই ?
- LiH
- Cao
- NaCl
- MgCl2
1.13. নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয় ?
- চিনি
- গ্লুকোজ
- সোডিয়াম ফ্লুওরাইড
- হাইড্রোজেন ক্লোরাইড
Maddhamik Previous Year Solutions: Click HERE
Mock Test: Click HERE
CBSE NCERT History Notes: Click HERE
1.14. অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে
- তড়িতের অপরিবাহী
- সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
- আংশিক বিয়োজিত হয়
- বিয়োজিত হয় না
1.15. তড়িৎ বিশ্লেষণের সময়
- ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে
- উভয় তড়িদ্বারে জারণ ঘটে
- উভয় তড়িদ্বারে বিজারণ ঘটে
- ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে
Part - B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×21=21
2.1. জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
অংশ: : সৌরশক্তি
2.2. বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
Ans : CO₂, CH4
অথবা,
শূন্যস্থান পূরণ করো:
ওজোন স্তর সূর্য থেকে আগত ____ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।
Ans : অতিবেগুনী
2.3. SI পদ্ধতিতে গ্যাসের চাপ এর একক কী ?
Ans : পাস্কাল
2.4. চার্লসের সূত্রের ধ্রুবক কী কী ?
Ans : ভর, চাপ
অথবা,
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
Ans : মিথ্যা
2.5. কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি ?
Ans : হ্যাঁ, উত্তল দর্পণ
2.6. মোটরগাড়ির হেড লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
Ans : অবতল
2.7. লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে, ও হলে কোনটির মান বেশি ?
Ans : µb বেশি ও µr কম
2.8. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী ?
Ans : কুলম্ব
2.9. তড়িৎ-পরিবাহিতার একক কী ?
Ans : moh (মোহ্)
অথবা
ফিউজ তারের উপাদান কী কী ?
Ans : টিন ও সীসার মিশ্রন।
2.10. 'কিলোওয়াট-ঘণ্টা' কোন্ ভৌত রাশির একক ?
Ans : তড়িৎশক্তি
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
Ans:
1- B
2- A
3- D
4- C
2.12. F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।
Ans : F, Cl, Br, I
2.13. দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান ?
Ans : 17 নং শ্রেণী
অথবা,
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত ?
Ans : 1 নং শ্রেণী
2.14. 'ড্যাশ' চিহ্ন দিয়ে H₂O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।
Ans :
2.15. হাইড্রাইড আয়নের H- ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো ?
Ans : He হিলিয়াম
অথবা,
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
Ans :
2.16 একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।
Ans : জল (H₂O)
2.17. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।
Ans : মিথ্যা
2.18. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে ?
অথবা,
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহণ করে।
Ans : মিথ্যা
Part: C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2 × 9 = 18
3.1. বিশ্ব উয়ায়ন কী ?
Ans : পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় গ্রিনহাউস এফেক্টের প্রত্যক্ষ ফলাফল হিসেবে পৃথিবীর গড় উষ্ণতা বিপদজনকভাবে বেড়ে চলেছে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির সার্বিক প্রবণতাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।
3.2 770 mmHg চাপে 27°C উষ্ণতায় কোনও নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75cm³ আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে ?
Ans:
অথবা,
2 অ্যাটমস্কিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের (o = 16) আয়তন কত হবে ?
3.3. লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো।
(আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r)
অথবা,
সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি 'সবুজ' দেখায় কেন ?
Ans: সূর্যালোক গাছের পাতায় পড়লে গাছের পাতা সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং অন্যান্য বর্ণের আলোকে শোষণ করে নেয়। তাই গাছের পাতা থেকে শুধুমাত্র সবুজ বর্ণের আলো প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়। তাই গাছের পাতাকে আম্রতা সবুজ দেখি।
3.4. মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।
উত্তরঃ কোনো তড়িৎ কোশের তড়িৎচালক বল= E, আভ্যন্তরীণ রোধ = r এবং তড়িৎ প্রবাহমাত্রা। হলে, কোশটির প্রান্তীয় বিভবপ্রভেদ, V = E-lr। বর্তনী মুক্ত হলে খোলা বা অসম্পূর্ণ অবস্থায় কোনো তড়িৎপ্রবাহ না থাকায় I = 0 হয়। সুতরাং V=E। এর থেকে কোশের তড়িৎ চালক বলের সংজ্ঞা হল মুক্ত বর্তনীতে তড়িৎ কোশের দুই মেরুর বিভব প্রভেদকেই কোশের তড়িৎচালক বল বা EMF বলে।
Maddhamik Previous Year Solutions: Click HERE
Mock Test: Click HERE
CBSE NCERT History Notes: Click HERE
3.5. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন ?
উত্তরঃ দীর্ঘ পর্যায়সারণির শ্রেণি 2-এর মৌল গুলিকে [বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg) ক্যালসিয়াম (Ca), স্ট্রন্সিয়াম (Sr), বেরিয়াম (Ba) ও রেডিয়াম (Ra)] ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। ভূত্বকে প্রাপ্ত এই ধাতুগুলির অক্সাইড, হাইড্রক্সাইড ও কার্বনেট যৌগগুলি ক্ষারধর্মী হওয়ায় এরূপ নামকরণ করা হয়েছে।
অথবা,
একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।
Ans : একটি সন্ধিগত মৌল হল Zn এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌল হল ক্যুরিয়াম (Cm)।
3.6 NH2 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH₃ এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
(H ও N এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 7)
অথবা,
C এর সর্ববহিস্থ কক্ষে 4 টি ইলেকট্রন এবং ০ এর সর্ববহিস্থ কক্ষে 6 টি ইলেকট্রন আছে। CO₂ অণুর লুইস ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।
Ans:
3.8. দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো।
3.9. তীব্র তড়িদ(তড়িৎ) বিশ্লেষ্য বলতে কী বোঝায় ?
Ans : গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িদ্বিশ্লেষ্য পদার্থের অধিকাংশ অণুই আয়নে বিয়োজিত হয়ে বেশিমাত্রায় তড়িৎ পরিবহণ করে, তাদের তীব্র তড়িদ্বিশ্লেষ্য বলে। যেমন- H2SO4, NaOH, HCI, NaCl ইত্যাদি।
অথবা,
ক্যাথোড ও অ্যানোড তড়িদ্বার বলতে কী বোঝায় ?
Ans : ক্যাথোড : ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্বারটিতে পজিটিভ তড়িদগ্রস্থ ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে আধানমুক্ত হয়, তাকে ক্যাথোড বলে।
অ্যানোড : ব্যাটারির বা তড়িৎকোষের ধনাত্মক (+Ve) মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্বারটিতে নেগেটিভ তড়িদগ্রস্থ অ্যানায়ন গিয়ে ইলেকট্রন বর্জন করে আধানমুক্ত হয় তাকে অ্যানোড বলে।
Part: D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 12×3 = 36
4.1. বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।
Ans: বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা-
বয়েলের সূত্রানুসারে আমরা জানি, নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির থাকলে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আবার, চার্লসের সূত্র অনুযায়ী কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক হয়।
4.2. উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল?
Ans : এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটি হল-
অথবা,
4.3. গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে? ( H = 1 , O = 16 Na = 23 S = 32 )
Ans: বিক্রিয়াটির সমীকরণঃ
4.3. একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল। মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000Å হলে, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত ?
অথবা,
কোনও সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40°। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো।
Ans: প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হবে যখন চ্যুতিকোণ নূন্যতম হবে। নূন্যতম চ্যুতিকোণের শর্ত হল- i₁=i₂ এবং r₁-r₂
4.4. একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসূত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।
উত্তল লেন্সকে মাঝখানে একটি চতুষ্কোণ ব্লক এবং উপরেও নিচে কতগুলি শীর্ষবিহীন প্রিজমের সমষ্টি ভাবা যায়। লেন্সের অক্ষ থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে এই প্রিজম গুলির শীর্ষ কোণের মান বাড়ে।, পাতলা প্রিজম দ্বারা প্রতিসরণে আলোকরশ্মির চ্যুতি প্রিজমের প্রতিসারক কোণের সমানুপাতিক হয়। তাই, অক্ষ থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে ওই অংশে আপাতিত রশ্মির চ্যুতিও বৃদ্ধি পায়। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রিজম গুলির ভূমি লেন্সের অক্ষের দিকে থাকে। প্রিজমের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমে অপেক্ষা বেশি হলে প্রিজম থেকে নির্গত হওয়ার পর রশ্মি গুলি প্রিজমের ভূমি অর্থাৎ লেন্সের অক্ষের দিকে বেঁকে যায়। ব্লকটির মধ্যে দিয়ে রশ্মি চ্যুতিবিহীন ভাবে নির্গত হয়। আপাতিত সমান্তরাল রশ্মি গুচ্ছ লেন্স অতিক্রম করার পর অভিসারী রশ্মি গুচ্ছের রূপান্তরিত হয় এবং লেন্সের উপর নির্দিষ্ট একটি বিন্দুতে মিলিত হয়। এই কারণে উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়।
4.5. দীর্ঘদৃষ্টি ত্রুটি কী ? কোন ধরণের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায় ?
Ans: যদি কোনো ব্যক্তির চোখ দূরের বস্তুকে দেখতে পায়, কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তবে চোখের এই ধরনের ট্রুটিকে বলা হয় দীর্ঘ দৃষ্টি। এক্ষেত্রে কোনো বস্তুর প্রতিবিম্ব ব্যাক্তির চোখের রেটিনায় গঠিত না হয়ে রেটিনার পিছনে গঠিত হয়।
উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স চোখের সামনে রেখে এই ট্রুটি দূর করা যায়।
4.7. ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন ?
Ans: ইলেকট্রিক মোটরে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় কারণ
(i) এক্ষেত্রে মূল প্রবাহমাত্রা বিভিন্ন শাখায় বন্টিত হয়ে যায় বলে কোনো একটি উপকরণ কাজ না করলে বা বন্ধ থাকলেও অন্যান্য শাখায় প্রবাহমাত্রা বজায় থাকে, গফলে অন্যান্য যন্ত্র বা উপকরণগুলি ব্যবহার করা যায়।
(ii) প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্র বা উপকরণের প্রান্তীয় বিভবপ্রভেদ সমান হওয়ায় যন্ত্রগুলি তাদের সর্বোচ্চ দক্ষতাসহ কার্যকর হয়।
4.8. ওহম-এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো।
Ans: ওহম-এর সূত্রঃ উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা (যেমন- যান্ত্রিক বিকৃতি, চৌম্বক ক্ষেত্র, চাপ ইত্যাদি) অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা • পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদের সমানুপাতিক হয়।
নির্ণেয় পরিবাহীর রোধ (R) = V / I = 10/0.1 = 10 × 10 = 100 Ohm
4.9. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।
Ans : দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল O, S ও Se কে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজালে পাই Se > S > O তড়িৎ ঋণাত্মকতার উর্ধক্রমে সাজালে পাই - Se < S < O এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজালে পাই - O > S > Se
4.10. MgCl2 তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে MgCl₂ তে রাসায়নিক বন্ধন গঠিত হয়। (Mg ও CI এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17)
অথবা,
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো?
4.11. তড়িৎলেপন কী ? কপারের কোনও বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি কী ?
Ans : অপেক্ষাকৃত বেশি সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকর দ্বারা তৈরি দ্রব্যের ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে।
কপারের কোনো বস্তুর ওপর সিলভারের প্রলেপ দিতে হলে ক্যাথোডে ব্যবহার করা হয় কপারের বস্তু।
Maddhamik Previous Year Solutions: Click HERE
Mock Test: Click HERE
CBSE NCERT History Notes: Click HERE
4.12. প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন ?
Ans : অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে H+ আয়নগুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে প্রথমে H- পরমাণুতে পরিণত হয়। পরে দুটি H পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণুতে পরিণত হয়। ফলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়
বিশুদ্ধ জল হল মৃদু তড়িতবিশ্লেষ্য পদার্থ, তাই জলের খুব কম সংখ্যক অণু H+ ও OH- আয়নে বিয়োজিত হয়। খুব অল্প সংখ্যক আয়নের উপস্থিতির কারণে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। ফলে, জলের তড়িৎ বিশ্লেষণ ঘটে না। কিন্তু জলের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। ফলে, জলের বেশিরভাগ অণুই আয়নিত হয়েই বেশি সংখ্যক H+ ও OH- আয়ন উৎপন্ন করে। জলে উপস্থিত আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জলের তড়িৎ পরিবাহিতাও বহুগুণ বৃদ্ধি পায়। তখন জল তড়িতের সুপরিবাহী হয়ে ওঠায় তড়িতবিশ্লেষণ সম্ভবপর হয়।
অথবা,
Cu-ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াদুটি লেখো। তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয় ?
🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর - ক্লিক করুন
🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন
🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন
🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন
🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন
🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন
📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন
Maddhamik Previous Year Solutions: Click HERE
Mock Test: Click HERE
CBSE NCERT History Notes: Click HERE

























