Questions : মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও
Answer: কোনো তড়িৎ কোশের তড়িৎচালক বল= E, আভ্যন্তরীণ রোধ = r এবং তড়িৎ প্রবাহমাত্রা। হলে, কোশটির প্রান্তীয় বিভবপ্রভেদ, V = E-lr। বর্তনী মুক্ত হলে খোলা বা অসম্পূর্ণ অবস্থায় কোনো তড়িৎপ্রবাহ না থাকায় I = 0 হয়। সুতরাং V=E। এর থেকে কোশের তড়িৎ চালক বলের সংজ্ঞা হল মুক্ত বর্তনীতে তড়িৎ কোশের দুই মেরুর বিভব প্রভেদকেই কোশের তড়িৎচালক বল বা EMF বলে।
Additional Information
মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বল (EMF) এর সংজ্ঞা:
"একটি মুক্ত বর্তনীতে, তড়িৎ-কোশের তড়িৎচালক বল (Electromotive Force বা EMF) হলো কোশের অভ্যন্তরে ও বাহ্যিকভাবে একক ধনাত্মক চার্জ স্থানান্তরের জন্য সম্পূর্ণ কাজের হার।"
অর্থাৎ, কোশটি কোনো প্রবাহিত বিদ্যুৎ (Current) বহন না করলে, তার দুটি টার্মিনালের (ইলেকট্রোডের) মধ্যে যে সর্বোচ্চ বিভব পার্থক্য বিদ্যমান থাকে, সেটাই তড়িৎচালক বল।
EMF এর গাণিতিক প্রকাশ
তড়িৎচালক বল (ε) প্রকাশ করা হয়:
এখানে,
- ε = তড়িৎচালক বল (ভোল্ট)
- W = সম্পূর্ণ কাজ (জুল)
- q = একক ধনাত্মক চার্জ (কুলম্ব)
EMF সম্পর্কিত মূল বিষয়সমূহ
- EMF হল কোশের অন্তর্নিহিত বৈশিষ্ট্য এবং এটি বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না।
- এটি কোশের রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতা নির্দেশ করে।
- ভোল্টমিটার দ্বারা পরিমাপ করা যায়, তবে বর্তনী খোলা থাকতে হবে।
- EMF সর্বদা তড়িৎ বিভবের (Terminal Voltage) চেয়ে বেশি বা সমান হয়।
উদাহরণ:
যদি একটি তড়িৎ-কোশের EMF = 1.5V হয়, এর মানে হলো, কোশ একক ধনাত্মক চার্জকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরানোর জন্য 1.5 জুল কাজ করতে পারে।
Bookmark Our website : Click HERE