মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক 'সিপাহি বিদ্রোহ' আখ্যা দিয়েছেন
Answer: চার্লস রেইকস্
Additional Information
১) ১৮৫৭ সালের মহাবিদ্রোহ সম্পর্কে **চার্লস রেইকস্** (Charles Raikes) একজন উল্লেখযোগ্য ব্রিটিশ লেখক ও প্রশাসক ছিলেন। তিনি এই বিদ্রোহকে "সিপাহি বিদ্রোহ" নামে আখ্যা দেন এবং তাঁর লেখায় বিদ্রোহের ঘটনাবলী ও ব্রিটিশ শাসনের প্রতি এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁর দৃষ্টিভঙ্গি ব্রিটিশদের পক্ষে ছিল এবং তিনি বিদ্রোহের কারণগুলোকে ব্রিটিশ শাসনের প্রতি অবাধ্যতা হিসেবে ব্যাখ্যা করেছিলেন।
চার্লস রেইকস্ তাঁর লেখায় বিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক দিকগুলোর বিশ্লেষণও করেছিলেন।
২) মহাবিদ্রোহ (১৮৫৭) বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামকে ব্রিটিশ লেখক জন উইলিয়াম কায়ে (John William Kaye) "সিপাহি বিদ্রোহ" (Sepoy Mutiny) আখ্যা দিয়েছেন। তিনি এই বিদ্রোহের ওপর একটি বিশদ বই লিখেছিলেন যার নাম "The History of the Sepoy War in India (1857-58)"।
Bookmark Our website : Click HERE