Questions : দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।
Answer: দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল O, S ও Se কে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজালে পাই Se > S > O তড়িৎ ঋণাত্মকতার উর্ধক্রমে সাজালে পাই - Se < S < O এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজালে পাই - O > S > Se
Additional Information
দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 মৌলগুলি হল অক্সিজেন (O), সালফার (S) ও সেলেনিয়াম (Se)। এগুলোর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়োনাইজেশন শক্তির ক্রম নিম্নে দেওয়া হলো—
1. পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম (ছোট থেকে বড়)
O < S < Se
(অক্সিজেন < সালফার < সেলেনিয়াম)
ব্যাখ্যা:
একই শ্রেণির নিচের দিকে নামলে প্রোটন সংখ্যা ও শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। তাই অক্সিজেনের ব্যাসার্ধ সবচেয়ে ছোট এবং সেলেনিয়ামের সবচেয়ে বড়।
2. তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রম (কম থেকে বেশি)
Se < S < O
(সেলেনিয়াম < সালফার < অক্সিজেন)
ব্যাখ্যা:
একই শ্রেণির উপরিভাগের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ায় পারমাণবিক কেন্দ্র ধনাত্মকভাবে ইলেকট্রন আকর্ষণ করতে বেশি সক্ষম হয়। তাই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং সেলেনিয়ামের সবচেয়ে কম।
3. আয়োনাইজেশন শক্তির নিম্নক্রম (বেশি থেকে কম)
O > S > Se
(অক্সিজেন > সালফার > সেলেনিয়াম)
ব্যাখ্যা:
আয়োনাইজেশন শক্তি হলো পরমাণু থেকে একটি ইলেকট্রন সরাতে প্রয়োজনীয় শক্তি। যেহেতু শ্রেণির নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাই বাইরের ইলেকট্রনগুলি কেন্দ্র থেকে দূরে থাকে এবং সহজেই অপসারণযোগ্য হয়। এজন্য অক্সিজেনের আয়োনাইজেশন শক্তি সর্বাধিক এবং সেলেনিয়ামের সর্বনিম্ন।
চূড়ান্ত উত্তর:
| ধরন | ক্রম |
|---|---|
| পারমাণবিক ব্যাসার্ধ (ছোট → বড়) | O < S < Se |
| তড়িৎ ঋণাত্মকতা (কম → বেশি) | Se < S < O |
| আয়োনাইজেশন শক্তি (বেশি → কম) | O > S > Se |
Bookmark Our website : Click HERE