Questions : ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো।
Answer: রাজশেখর বসু ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার কয়েকটি মূল বাধার কথা বলেছেন। তার মধ্যে পারিভাষিক শব্দের অভাব সবথেকে অন্যতম বাধা । কয়েকজন বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন । কিন্তু তাঁরা কাজটি একত্রে করেননি, ফলে সমতা ছিল না নতুন রচিত পরিভাষাগুলির মধ্যে এবং অনেকগুলি করে পরিভাষা তৈরি হয়েছিল একই বিষয়ের । সেই কারণে ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতি একত্রিত ভাবে অনেক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার মানুষদের নিয়ে পরিভাষা সংকলন তৈরি করতে পেরেছিল । তবে প্রাবন্ধিক মনে করেছেলেন সংকলনটি আরও পূর্ণাঙ্গ হওয়া প্রয়োজন। আবার পরিভাষা তৈরির সময় বিজ্ঞান আলোচনার যে নিজস্ব রচনাপদ্ধতি রয়েছে সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ পারিভাষিক শব্দ বাদ দিয়ে বিজ্ঞান বিষয়ক রচনা সম্ভব নয়। কিন্তু সবার আগে নতুন পরিভাষা গড়ে তোলার জন্য প্রয়োজন জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির সাহায্য।তাহলে সকলে মিলে নতুন পরিভাষা গড়ে তোলা সম্ভব।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
