'জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন-
Answer: রাসবিহারী ঘোষ
Additional Information
১৯০৬ সালে বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানোর লক্ষ্যে সত্যেন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদীদের উদ্যোগে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন (এনসিই) প্রতিষ্ঠিত হয়। ওই বছর জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি নিযুক্ত হন রাশবেহারী ঘোষ । তিনি ১৯২১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-