Questions : বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রশের মাধ্যমে দেখাও
Answer: মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মা এর ক্রোমোজোমগত ভূমিকা থাকে না কারণ মা কেবলমাত্র এক প্রকার গ্যামেট (X ক্রোমোজোম যুক্ত) উৎপাদন করতে পারেন। পিতার কোশ দুই প্রকার যৌন ক্রোমোজোম অবস্থিত এবং তিনি দুই প্রকার গ্যামেট (X অথবা Y ক্রোমোজোম যুক্ত) উৎপাদনে সক্ষম। অর্থাৎ X এবং Y ক্রোমোজোম দান এর মাধ্যমে লিঙ্গ নির্ধারনে পিতার ক্রোমোজোমগত ভূমিকাই প্রধান।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in

