Questions : জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয় পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো।
Answer: সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে পরস্পর যুক্ত রাখে ও কোষ বিভাজন কালে ক্রোমোজোমকে বেমতন্ত্র এর সঙ্গে যুক্ত রাখে।
টেলোমিয়ার: কোষের অবিভাজন দশায় DNA প্রতিলিপিকরণ এর সাহায্য করে। এছাড়া নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে এবং প্রয়োজনমতো কোষের বার্ধক্য ও মৃত্যু ঘটায়।
কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রণ--জীবের বৃদ্ধি: কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। উৎপন্ন কোষগুলি আবার আকারে বৃদ্ধি পায় অর্থাৎ জীব দেহের স্বাভাবিক বৃদ্ধি কোষ বিভাজন এর উপরেই নির্ভর করে।
প্রজনন: মাইটোসিস, অ্যামাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজন বিভিন্ন প্রকার জননে সহায়তা করে। যেমন-
মিয়োসিস কোশ বিভাজনের মাধ্যমে গ্যামেট এবং রেনু উৎপন্ন হয় যা, যথাক্রমে যৌন ও অযৌন জননের এর একক। মাইটোসিস, অযৌন জনন ও অংগজ জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যামিবা অ্যামাইটোসিস পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে।
ক্ষয়পূরণ: জীবের ক্ষতস্থান নিরাময়, অংগের পুনরুতপত্তি মূলত মাইটোসিস কোশ বিভাজনের ফলেই ঘটে থাকে।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
