Questions : “আমাদের ইতিহাস নেই।”- কে, কেন একথা বলেছেন ?
Answer: কবি শঙ্খ ঘোষ তাঁর রচিত “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতায় প্রশ্নের উদ্ধৃত অংশটির রয়েছে। ইতিহাস হল কোনো সভ্যতার বিকাশের পথ ও পর্যায়ের কাহিনি । ইতিহাস নিয়ন্ত্রিত হয় কোনো ক্ষমতাবান গোষ্ঠী, ধর্মসম্প্রদায় কিংবা রাজনীতির দ্বারা, সেই সময় ইতিহাসের বিকৃতি ঘটে । ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে নিজেদের মতো গড়ে তোলে ইতিহাস । মানুষ একসময় চাপিয়ে দেয় প্রকৃত ইতিহাসকেই । এই পরিপ্রেক্ষিতেই এখানে কবি বলেছেন আমাদের ইতিহাস নেই ।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
