Questions : “আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?”এমনটা মনে হচ্ছে কেন ?
Answer: কবি শঙ্খ ঘোষ রচিত “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতায় প্রশ্নোদ্ধৃতাংশ মন্তব্যটি উল্লেখ করেছেন ।
চারপাশের অরাজকতা, রাজনীতি কিংবা ধর্ম, সীমাহীন সাম্রাজ্যবাদের লোভ পৃথিবী জুড়ে ধ্বংসলীলা আর হত্যা ধ্বংসলীলা চালাচ্ছে । বেঁচে থাকাটাই যেন অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়। এমন কি শিশুরা পর্যন্ত এই ধ্বংসলীলা থেকে রেহাই পাছে না । এই অবস্থায় অনিশ্চয়তায় ভুগছে প্রতিটি মানুষই বেঁচে থাকার জন্য।এই পরিজনহীন অবস্থাতে বেঁচে থাকা যেন মৃত্যুর মতো যন্ত্রনাদায়ক । এ কারণেই কবি প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি করেছেন । “আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?”
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
