'রাষ্ট্রগুরু' নামে পরিচিত ছিলেন-
Answer: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Additional Information
স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন খ্যাতিমান নেতা। তিনি ঊনবিংশ শতাব্দীতে গঠিত রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে এই সংগঠনকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে একীভূত করেন। তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে "রাষ্ট্রগুরু" উপাধিতে ভূষিত করা হয়।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-