Questions তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হ'ল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো
Answer: নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ১২ ই জুলাই: বিগত বছরগুলোর মতো এই বছর মেদিনীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা' সবুজ বাঁচাও কমিটি'র উদ্যোগে ৬ই জুলাই থেকে ১২ই জুলাই পর্যন্ত মহা আড়ম্বরে অরণ্য সপ্তাহ পালন হয়ে গেল। এলাকার মানুষের পাশাপাশি বহু বাইরের মানুষ এই মহৎ কাজে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেছিল। অরণ্য সপ্তাহ ৬ই জুলাই সূচনা করেন বর্তমান পশ্চিমবঙ্গের পরিবেশ বিষয়ক মন্ত্রী। তিনি এই অরণ্য সপ্তাহ পালন এর তাৎপর্য সকলের সামনে তাঁর বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে এই সংস্থার এই কর্মপ্রয়াসকে সাধুবাদ জানান। সংস্থার সম্পাদিকা মিতালী সেন অরণ্য সপ্তাহ পালন পরিবেশ রক্ষায় কতখানি জরুরি তা জানান। এই অনুষ্ঠানে ৮ই জুলাই যোগ দেন মাননীয় সাংসদ। সংস্থার উদ্যোগে প্রতিদিন এখান থেকে সাধারণ মানুষদের বিভিন্ন চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রাস্তার কর্তৃপক্ষ জানিয়েছে এই সাতদিনে তারা প্রায় ১৫০০ চারাগাছ বিলির ব্যবস্থা করেছিল। এই অনুষ্ঠানের শেষ দিন মাননীয় বিধায়ক এর উপস্থিতিতে 'গাছ তুলে এনে বাগানে বসাও' বিষয়ের উপর একটি নিত্যনাট্যও পরিবেশিত হয়। 'সবুজ বাচাও কমিটি'র এই কর্মপ্রয়াস ও উদ্যোগ এলাকায় প্রচুর উদ্দীপনা ও সাড়া ফেলায়।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information www.bjubangla.in
If you like this content, please CLICK any of the Ads in this page.