Questions : ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো।
Answer: ঔপন্যাসিক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাসের যে মানুষটিকে নিয়ে আবর্তিত হয়েছে তিনি হলেন ক্ষিতীশ সিংহ । ক্ষিতীশ সিংহ ছিলো নিঃসন্তান, পঞ্চান্ন(৫৫) বছরের একজন সাঁতারের প্রশিক্ষক । তিনি নিয়মিত শরীরচর্চা এবং গঙ্গার ঘটে প্রায় যেতেন। গঙ্গার ঘট থেকেই তিনি আবিষ্কার করেন কোনিকে। কোনিকে দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে।
“ক্ষিতীশ সিংহ” জুপিটার ক্লাবের সঙ্গে দীর্ঘ 35 বছর ধরে যুক্ত ছিলেন। কয়েকজনের চক্রান্তে ও ক্লাবের মধ্যে দলাদলি ক্ষিতীশ সিংহকে ক্লাবের সদস্যপদ ছাড়তে হয়। তবুও ক্ষিতীশ সিংহ এর লড়াই থেমে যায় নি ।তিনি এক দরিদ্র পরিবারের মেয়ে কোনিকে অ্যাপেলো ক্লাবে ভর্তি করান এবং সাঁতার শেখাতে আরম্ভ করেন। ক্ষিতীশ সিংহের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না, তিনি তবুও কোনির খাওয়ার ব্যবস্থা করে এবং কোনির সংসার চালানোর জন্য যথাসাধ্য চেষ্টাও করেন । এর থেকে ক্ষিতীশ সিংহের দরদী ও পরোপকারী মনের পরিচয় পাওয়া যায়। ক্ষিতীশ সিংহের চারিত্রিক দৃঢ়তার পরিচয় সমগ্র উপন্যাস জুড়ে দেখতে পাওয়া যায়। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে এবং কথায় কাজে ও নানারকম উদাহরণ দিয়ে শিষ্যের মনের মধ্যে আকাঙ্খা, বাসনা জাগিয়ে তুলতে হবে—এটাই ছিল তাঁর মূলমন্ত্র।
এইরকম মনের অধিকারী ছিলেন বলেই তিনি সমস্ত প্রতিবন্ধকতা দূর করে কোনির মতো একজন সাধারণ মেয়েকে জাতীয় চ্যাম্পিয়ান তৈরি করতে পেরেছিলেন ।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
