Questions : মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো
Answer: ৪০ বছর বয়সের পরবর্তী সময় কালকে অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য দশা বলা হয়।
মানব বিকাশের এই বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কিছু পরিবর্তন হয়-
১. ব্যক্তির দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ক্রমশ হ্রাস পায়, ত্বক কুঞ্চিত হয়।
২. অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় হয়, ফলে এই সময় অস্থি জনিত বিভিন্ন রোগ দেখা দেয়।
Maddhamik Previous year
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
