নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো।
Answer:
ভূমিকা: বাংলার বিভিন্ন পত্রপত্রিকা ও বুদ্ধিজীবীমহল বাংলার নীলচাষিদের দুরবস্থা ও নীলকরদের অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিল।
(A) নীলকরদের অত্যাচারের প্রথম প্রকাশ:
সমকালীন প্রকশিত বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে সর্বপ্রথম ১৮২২ খ্রিষ্টাব্দের মে মাসে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ পত্রিকা নীলকরদের অত্যাচারের কথা প্রকাশিত হয়।
(B) তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকা: ১৮৪৯ খ্রিষ্টাব্দে অক্ষয়কুমার দত্ত তত্ত্ববোধিনী' পত্রিকায় নীলচাষ ও চাষিদের দুরবস্থা নিয়ে একটি বিশদ প্রতিবেদন বার করেন।
(C) সংবাদ প্রভাকর পত্রিকার ভূমিকা: ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' পত্রিকায় নীলবিদ্রোহীদের সমর্থনে বিভিন্ন খবর প্রকাশ করেন।
(D) হিন্দু প্যাটিয়ট পত্রিকার ভূমিকা: নীলকরদের অত্যাচারের বিবদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিল হিন্দু প্যাটিয়ট পত্রিকা। এই পত্রিকার বিভিন্ন সময়ের সম্পাদক নীলচাষিদের সম্পর্কে নানাভাবে সাহায্য ও নীলকরদের অত্যাচারের কথা সংবাদ পত্রে প্রকাশ করেন।
(E) সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের অবদান: হরিশচন্দ্র মুখোপাধ্যায় নিজে এবং সাংবাদিক নিয়োগ করে নীলচাষিদের দুর্দশার খবর সংগ্রহ করে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নীল জেলা নামে পাতায় তা প্রবন্ধাকারে প্রকাশ করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তিনি লেখেন বাংলার নীলচাষ একটি সংগঠিত জুয়োচুরি ও নিপীড়নমূলক ব্যবস্থা মাত্র। এই নীলচাষে চাষির লাভের চেয়ে ক্ষতি বেশি। যে চাষি একবার নীলচাষ করেছে তার আর বেঁচে থাকতে মুক্তি নেই। হরিশচন্দ্রের উদ্যোগেই নীল বিদ্রোহের খবরাখবর বাংলার শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে।
(F) সম্পাদক শিশিরকুমার ঘোষের অবদান : অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশিরকুমার ঘোষ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলচাষিদের সমর্থনে একাধিক পত্র লেখেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে চাষিদের ওপর অত্যাচারের খবর সংগ্রহ করে বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট' নামে। পরিচিতি লাভ করেন।
উপসংহার: বিভিন্ন পত্রপত্রিকা, বুদ্ধিজীবীদের সমর্থন ও সহযোগিতা নীলবিদ্রোহকে ধর্মনিরপেক্ষ গণবিদ্রোহে পরিণত করেছিল।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information www.bjubangla.in
If you like this content, please CLICK any of the Ads in this page.