নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?
Answer: CH4
Additional Information
ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে CH₄ গ্যাস। বায়ুমণ্ডলে থাকা গ্রীনহাউস গ্যাস, যেমন জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড, পৃথিবীর অধিকাংশ নির্গত দীর্ঘতরঙ্গ ইনফ্রারেড বিকিরণ শোষণ করে। এই বিকিরণগুলি নিম্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-