মহাবিদ্রোহকে (১৮৫৭) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন-
Answer: সুরেন্দ্রনাথ সেন
Additional Information
১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিপ্লব এবং ১৮৫৮ সালের গণ-অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়। এই বিদ্রোহের মূল কারণগুলির মধ্যে ছিল: সংযুক্তির নীতি, ধর্মীয় বিশ্বাসের প্রতি ব্রিটিশদের অবজ্ঞা, ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ, এবং ব্রিটিশদের আর্থিক ও সামাজিক নীতি।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-