বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ?
Answer: উনিশ শতকের প্রথম দিকে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার সমাজ, সংস্কৃতি, ধর্ম, প্রভৃতি সর্বক্ষেত্রে তার প্রভাব পড়ে। এর ফলে বাঙালির ভাব জগতে এক ব্যাপক অগ্রগতি ঘটে। এই অগ্রগতি বাংলার নবজাগরণ নামে পরিচিত।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-