Questions : “তপন আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে।” তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো।
Answer: আশাপূর্ণা দেবীর লেখিত গল্প “জ্ঞান চক্ষু’ গল্পে তপন একজন লেখক হতে চেয়েছিলেন । কিন্তু তার ধারণা ছিল লেখকরা সাধারণ মানুষ নন, আকাশ থেকে পড়া অতিলৌকিক কোনো প্রতিভা । তপনের নতুন মেসোকে দেখে এই ধারণা দূর হয়ে যায়। এবং তপন একটা গল্প লিখে, মেসো তপনকে প্রতিশ্রুতি দেন যে সন্ধ্যাতারা পত্রিকায় তিনি গল্পটি ছাপিয়ে দেবেন । এবং গল্প ছাপানো হলে ছাপানো গল্পটা তপন পড়ে হতবাক হয়ে যায় । গল্পের প্রতিটি লাইন নতুন ও সূন্দর ভাবে সাজানো, তার মধ্যে তপন নিজেকে একবারেই খুঁজে পায় না । তখন তপনের মনে হয় তার লেখা গল্প এটি নয় । নিজের লেখা গল্পের এমন আমূল পরিবর্তন দেখে দুঃখ ও অপমানিত বোধ হয় তপনের । তপন নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে দেখে মেসোমশাই তার গল্প পুরোটাই কারেকশন করে ছাপানো হয়েছে। তপন তখন সে গল্প আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
