বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়-
Answer: ১৭৭৮ খ্রিঃ / মতান্তরে ১৮০০
Additional Information
বাংলা ভাষায় প্রথম বই মুদ্রিত হয় ১৮০০ সালের ১৮ মার্চ। শ্রীরামপুর মিশনের ছাপাখানায় দুই খণ্ডের বাংলা বাইবেল প্রকাশিত হয়েছিল।
বাংলা ভাষায় প্রথম সচিত্র বই ছিল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, যা ১৮১৬ সালে কলকাতার ফেরিস কোম্পানির প্রেসে মুদ্রিত হয়।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই ছিল আ বেঙ্গল ল্যাঙ্গুয়েজস এর ব্যাকরণ, যা ইংরেজ নাথানিয়েল ব্রাসি হালহেড রচনা করেন। এটি সম্ভবত হুগলির বেঙ্গল প্রেসিডেন্সির এন্ডরস প্রেস থেকে মুদ্রিত হয়েছিল।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-