তত্ত্বাবধায়ক সরকার কি ?
Answer: তত্ত্বাবধায়ক সরকার হলো একটি অস্থায়ী এবং বিশেষ ব্যবস্থায় গঠিত সরকার, যা একটি দেশের নিয়মিতভাবে নির্বাচিত বা গঠিত সরকার কার্যভার গ্রহণ করার আগ পর্যন্ত নির্দিষ্ট সরকারি দায়িত্ব ও কার্য সম্পাদন করে।
Additional Information
অর্থ = যে তত্ত্বাবধান করে এমন, তত্ত্বাবধানকারী, পরিদর্শক।
General Awareness
You Can Translate It In Your Language :-