Questions : “নমি পুত্র পিতার চরণে,/ করযোড়ে কহিলা;” পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো।
Answer: পুত্র ও পিতা বলতে মেঘনা ও লঙ্কাধিপতি রাবণ এর কথা বলা হয়েছে ।
পুত্রের কথায় প্রকাশিত হয় পুত্রবৎসল এক পিতার হৃদয়ের প্রকৃত স্বরূপটি। যেখানে ধ্বনিত হয় অসহায়তা ও স্নেহ হাহাকার। তিনি রক্ষোকুলের শ্রেষ্ঠ সম্পদকে বিপদের মুখোমুখি হতে দিতে চান না ।
এ কাল সমরে, / নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা / বারংবার । “কারণ স্বয়ং বিধাতাও তার প্রতি বিমুখ তা তিনি জানেন। নইলে জলে যেমন শিলা ভাসে না, তেমনই মৃত কখনই পুনরুজ্জীবিত হতে পারেনা । অথচ ভাগ্যবিড়ম্বিত দশাননের জীবনে তাই ঘটেছে । পৌরুষে উদ্দীপিত ইন্দ্রজিৎ ইন্দ্রদেবের উপহাসের পাত্র হতে কিম্বা অগ্নিদেবকে রুষ্ট করতে তিনি চান না ।
তাই তিনি বলেন—
” আর একবার পিতঃ দেহ আজ্ঞা মোরে ;
দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে !”
রাবণের দৃষ্টির সামনে ভূপতিত পর্বতসম কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ-এর প্রাণাধিক প্রিয় ‘বীরমণিকে’ প্রথমে ইষ্টদেবের পূজা ও তারপর নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে পরদিন সকালে যুদ্ধযাত্রা করতে বলেন । কিন্তু দ্বিধা-দ্বন্দ্ব প্রশমিত করে যথাবিধি মেনে সেনাপতি পদে ইন্দ্রজিতের অভিষেক ঘটান। এখানে এক ভাগ্যবিড়ম্বিত-শোকাহত ও নিঃসঙ্গ পিতার পাশে, সাহস-অহংকার আর বীরধর্মে উজ্জীবিত পুত্রের আশ্চর্য ছবি তুলে ধরেছেন কবি মধুসূদন।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
