সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন-
Answer: দেবী চৌধুরানী
Additional Information
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ মূলত আঠারো শতকের শেষভাগে (১৭৬০-১৮০০ খ্রিষ্টাব্দ) বাংলায় ঘটে যাওয়া একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন, যা ফকির ও সন্ন্যাসী বা মুসলিম ও হিন্দু তাপসদের নেতৃত্বে পরিচালিত হয়। এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মাদারিপন্থী পীর মজনু শাহ।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-