Questions : তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বাধন হল এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
Answer:
আমার এলাকায় একটি পাঠাগারের উদ্বোধন
গতকাল আমাদের এলাকায় একটি নতুন পাঠাগারের উদ্বোধন হলো। এটি ছিলো এলাকার মানুষদের জন্য এক মহৎ উদ্যোগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, যিনি ফিতা কেটে পাঠাগারটি উদ্বোধন করেন। তিনি তার বক্তৃতায় বলেন, “পাঠাগার শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি জ্ঞানের আলো ছড়ানোর মাধ্যম।” উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন এই পাঠাগারে বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন, এবং গবেষণাপত্র বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের সংকলনও রাখা হয়েছে। পাঠাগারের ভেতরে একটি সুন্দর পড়ার ঘরও আছে, যেখানে নিরিবিলি পরিবেশে বই পড়া যাবে। এই পাঠাগারটি আমাদের এলাকার মানুষের জ্ঞানার্জনের পথকে আরও সুগম করবে। নতুন প্রজন্মের জন্য এটি একটি অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
