Questions : কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।
Answer:
কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা: দুই বন্ধুর সংলাপ
দেব: কী রে, এত চিন্তিত কেন ?
আকাশ: আসলে’’ আজ সকালে বের হওয়ার সময় দরজা খুলতেই দেখলাম একটা কালো বিড়াল রাস্তা পার হচ্ছে। এখন খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে আজকের দিনটাই মাটি।
দেব: এসব কুসংস্কারে তুই এখনও বিশ্বাস করিস ? কালো বিড়াল রাস্তা পার হলেই তোর দিন খারাপ হবে—এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়।
আকাশ: জানি, তবু ভয়টা কাটে না। ছোটবেলা থেকে এসব শুনে আসছি তো!
দেব: বুঝলাম। কিন্তু আমরা যদি সবকিছুতে কুসংস্কার মানতে থাকি, তাহলে জীবনে এগোনো যাবে কীভাবে? বিজ্ঞান আমাদের যুক্তি দিয়ে ভাবতে শিখিয়েছে। কালো বিড়াল আর তোর দিন খারাপ হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই।
আকাশ: তুই ঠিকই বলেছিস। আসলে আমাদের বিজ্ঞানমনস্ক হওয়া উচিত। কুসংস্কারের কোনো ভিত্তি নেই।
দেব: একদম ঠিক। বিজ্ঞানই আমাদের পথ দেখাবে। কুসংস্কার বাদ দিয়ে যুক্তি দিয়ে চলাটাই আমাদের উচিত।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
