madhyamik 2019 physical science question paper solved || মাধ্যমিক ভৌত বিজ্ঞান ২০১৯ সমাধান

madhyamik 2019 physical science question paper solved,maddhamik physics,মাধ্যমিক ভৌত বিজ্ঞান ২০১৯,madhyamik 2019 physical Science solution,bjubangla
Pijus Kumar Sir

মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

Maddhamik Physical Science 2019 Question Paper Solution 


Sub - Physical Science 
Time - 3 Hours 15 Min 
madhyamik 2019 physical science question paper solved




Part - A
1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো:            1×15 = 15

1.1.     নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?
  1. N₂
  2. N0₂
  3. CH4
  4. He

1.2.     STP তে 2.24 L অধিকার করে:      (C = 12, 0 = 16, S = 32)
  1. 4.4g CO₂
  2. 0.64 g SO₂
  3. 28 g CO 
  4. 16 g O₂

1.3.      1 মোল C. 1 মোল O2, র সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2, এর কতগুলি অণু উৎপন্ন হবে ?

  1. 6.022 × 10²³ 
  2. 1.806 × 10²⁴
  3. 0.022 × 10²² 
  4. 6.022 × 10²⁴

1.4.      কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে ?
  1. এক 
  2. দুই 
  3. তিন 
  4. চার

1.5.    নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
  1. X-রশ্মি
  2. y-রশ্মি
  3. অবলোহিত রশ্মি
  4. অতিবেগুনি রশ্মি

1.6.     প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চুত্যির মান হবে
  1. 75 degree 
  2. 15 degree 
  3. 7.5 degree 
  4. 37.5 degree 

1.7.   অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। হলে নিচের কোনটি সত্য ?
  1. V ∞I
  2. V ∞I²
  3. V ∞ I-¹
  4. V ∞I-²

1.8.    তড়িৎচালক বল (V), কার্য (W) ও আধান (Q) এর মধ্যে সম্পর্কটি হল
  1. Q=WV 
  2. Q= V/W
  3. Q= W/V²
  4. Q = W/V

1.9.    তেজস্ক্রিয় পরমাণু থেকে -কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর
  1. ভর সংখ্যা বাড়ে
  2. পারমাণবিক সংখ্যা বাড়ে
  3. ভর সংখ্যা কমে 
  4. পারমাণবিক সংখ্যা কমে

1.10.     দীর্ঘ পর্যায় সারণির কোন, শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?

  1. শ্রেণী 1 
  2. শ্রেণী 16 
  3. শ্রেণী 17
  4. শ্রেণী 2

1.11.    নিচের কোন্ যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ? 
  1. সোডিয়াম ক্লোরাইড
  2. হাইড্রোজেন ক্লোরাইড
  3. ন্যাপথালিন
  4. গ্লুকোজ

1.12.    নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?
  1. বিশুদ্ধ জলের
  2. চিনির জলীয় দ্রবণের
  3. তরল হাইড্রোজেন ক্লোরাইডের
  4. অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
 
1.13.     নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নীচের কোন্ যৌগটি উৎপন্ন হয় ?
  1. NO 
  2. NO₂
  3. N₂O5
  4. HNO₃

1.14.     নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত ?
  1. Al₂0₃
  2. Al₂O₃, H₂O
  3.  Al₂O₃, 2H₂O
  4. AIF₃, 3NaF

1.15.     নীচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ ?
  1. মিথাইল 
  2. ইথাইল 
  3. প্রোপাইল
  4. আইসোপ্রোপাইল

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

www.edutical.com

Part - B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 

2.1.     জ্বালানির তাপন মূল্যের একক লেখো। 
Ans :  কিলোজুল/কেজি 

অথবা,

স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ? 
Ans :  স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে।

2.2.   ওজোন স্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ? 
Ans : অতিবেগুনি রশ্মি।


2.3.    নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। 
Ans:  মিথ্যা


2.4.   STP তে কত গ্রাম N₂ গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমস্ফিয়ার ? [N=14] 

Ans :  STP তে 280 g N₂ গ্যাসের আয়তন ও চাপের গুনফল 224 L atm.

2.5.    নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। 
Ans :  মিথ্যা

অথবা,

কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপপরিবাহিতার মধ্যে সম্পর্ক কী ?

Ans :  ব্যাস্তানুপাতিক।


2.6.    একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে ? 
Ans :  0⁰

2.7.    একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 
Ans :  তিনটি আয়তাকার তল

2.8.    একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও ? 

Ans :  সিলিকন।

2.9.    একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে ? 
Ans :  মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে।

2.10.    নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। 
Ans :  পরমাণু বোমা।

অথবা,

নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে ? 
Ans :  E = mc²

2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো: 1×4=4
Maddhamik 2019 physical Science
Ans

Maddhamik 2019 physical Science

2.12.    N₂ অণুর লুইস ডট চিএ অঙ্কন করো। (N-এর পারমাণবিক সংখ্যা 7) 
Ans
Maddhamik 2019 physical Science

2.13.    তড়িৎ বিশ্লেষণে কোন্ প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয় ? 

Ans :  সমতড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়।(DC তড়িৎ প্রবাহ)

অথবা,

প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। 

Ans:  2H* + 2e  → H₂

2.14.    পিতলের উপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয় ? 

Ans:  পটাশিয়াম আরসাইনাইড।


2.15.   নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয় ? 

Ans :  তামাটে, বাদামী রং উৎপন্ন হয়।

2.16.   সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 
Ans :   Ag₂S

অথবা,

উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন এর বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। 

Ans :  ম্যাগনেশিয়াম নাইট্রাইড।

2.17.     মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান কত ? 

Ans :  109°28′

অথবা,

CH₃CH₂COOH এর IUPAC নাম লেখো।

Ans : : CH3CH2COOH এর IUPAC নাম হল প্রোপানোয়িক অ্যাসিড।

2.18.     CNG-র উৎস কী ? 

Ans :  পেট্রোলিয়াম খনিতে তেলের উপরে বা কয়লাখনিতে যে গ্যাসিও পদার্থ আবদ্ধ থাকে, তাকে CNG-র উৎস বলা হয়।

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

If you like this content, please CLICK any of the Ads in this page.

www.edutical.com

Part - C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

3.1.     স্থিতিশীল উন্নয়নের ধারণা কী ?

Ans   : স্থিতিশীল উন্নয়নের ধারণা বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর কর্মকাণ্ডের সাথে আপোষ না করে উন্নয়ন করা।

3.2.    কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় ও 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো।
কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় ও 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো।


অথবা,

STP তে নির্দিস্ট ভরের একটি গ্যাস 273cm³ আয়তন অধিকার করে। কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm³ আয়তন অধিকার করবে ?

Ans :    STP-তে চাপ = 1 অ্যাটমোস্ফিয়ার (atm.)

তাপমাত্রা = 0 degree C = 273K

STP তে নির্দিস্ট ভরের একটি গ্যাস 273cm³ আয়তন অধিকার করে। কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm³ আয়তন অধিকার করবে?
3.3.     কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? অথবা উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয় ?
Ans :    কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক - দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে।

অথবা,

উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয় ?

Ans :   উত্তল লেন্স দ্বারা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি প্রতিকার করা হয়। যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে না পায় তাহলে এই ধরনের ত্রুটিকে হাইপারমেট্রোপিয়া বলে। কোন ব্যাক্তির চোখের নিকট বিন্দু দূরে সরে গেলে এই ত্রুটি দেখা যায়।

3.4.     r₁ ও r₂ দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা ভাবে যুক্ত করে দেখা গেল r₁ এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা r₂ এর মধ্যদিয়ে প্রবাহ মাত্রার ছয়গুন। r₁ ও r₂ এর অনুপাত নির্ণয় করো।

Ans :   
r₁ ও r₂ দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা ভাবে যুক্ত করে দেখা গেল r₁ এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা r₂ এর মধ্যদিয়ে প্রবাহ মাত্রার ছয়গুন। r₁ ও r₂ এর অনুপাত নির্ণয় করো।

3.5.     কোশেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেছেন?
Ans :   Click HERE 

অথবা,

তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা কর।
Ans :  Click HERE 

3.6.    দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো।
Ans
দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো।
3.7.    দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে ? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও
Ans :  অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়ায় বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড-এর অধঃক্ষেপ উৎপন্ন হয়।
দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে ? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও

অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সাদা বর্ণের জেলির মতো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড-এর অধঃক্ষেপ উৎপন্ন হয়।
দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে ? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও
3.8.      জিংক ব্লেন্ডকে জিংক-এর খনিজ ও আকরিক দুই ই বলা যায় কেন ?
Ans :  জিংক ব্লেন্ডকে জিংক-এর খনিজ ও আকরিক দুই ই বলা যায় কারণ- ভূপৃষ্ঠে বা ভূগর্ভে শিলারূপে কঠিন অবস্থায় থাকা বিভিন্ন ধাতব যৌগগুলিকে খনিজ বলে।

যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে।

জিংক ব্লেন্ড খনি থেকে পাওয়া যায় যার মধ্যে জিংকের যৌগ উপস্থিত, তাই এটি খনিজ। এছাড়া জিংক ব্লেন্ড থেকে সহজ উপায়ে এবং কম খরচে জিংক নিষ্কাশন করা হয়, তাই এটিকে আকরিকও বলা হয়।

অথবা,

লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো

Ans :  লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় হল-
(i) লোহার দ্রব্যের ওপর আলকাতরা, রং বা বার্নিশের প্রলেপ দিয়ে মরচে পড়া রোধ করা হয়।
(ii) মরচে নিবারনের জন্য লোহার দ্রব্যের ওপর জিংক, নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় ।

3.9.    মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।

Ans :   মিথেনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং তাপ শক্তি নির্গত হয়।

CH4+2O₂ →CO₂ + 2H₂O

অথবা,
অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল এর একটি করে ব্যবহার উল্লেখ করো।

Ans :  Click HERE 

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

www.edutical.com

Part - D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

4.1.     কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।
Ans :    Click HERE 

4.2.     উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe₂O₃ -কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম AI প্রয়োজন ? বিক্রিয়াটিতে কত মোল Fe₂O₃ লাগবে ? ( Fe = 55.8 , Al = 27 0=16)
Ans : 

উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe₂O₃ -কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম AI প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe₂O₃ লাগবে

অথবা

32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH₃,  33.3g CaCl₂ ও 10.8 গ্রাম H₂O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশ গ্রহন করল ? এই বিক্রিয়ায় কত মোল NH₃ এবং STP তে কত লিটার NH₃ উৎপন্ন হল ? (N= 14, H=1)
Ans : 
32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH₃,  33.3g CaCl₂ ও 10.8 গ্রাম H₂O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশ গ্রহন করল ? এই বিক্রিয়ায় কত মোল NH₃ এবং STP তে কত লিটার NH₃ উৎপন্ন হল

4.3.     গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী।
Ans :  Click HERE 

অথবা,

'তামার দৈর্ঘ্য প্রসারণ গুনাংক 17 × 10-⁶ /°C বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন ?

Ans :  Click HERE 

4.4.     দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পন ব্যবহার করেন? কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয়না কেন ?

Ans :    দন্ত চিকিৎসকেরা অবতল দর্পন ব্যবহার করেন।

দ্বিতীয় অংশ: কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না-
দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পন ব্যবহার করেন? কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয়না কেন
কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ (i₁) ও নির্গত কোণ (i₂) সর্বদা সমান। তাই, কাঁচ ফলকের একপার্শ্বে কোন রশ্মি আপতিত হয়ে কাঁচ ফলকের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হয় তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। তাই কৌণিক চ্যুতি শূন্য হয়। এক্ষেত্রে আলোকরশ্মির পার্শ্ব সরণ হয়। তাই, নির্গত রশ্মির কৌণিক
চ্যুতি হয় না।

4.5.   একটি উত্তল লেন্স থেকে 20cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ?

Ans: 
একটি উত্তল লেন্স থেকে 20cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত

অথবা,

একটি বস্তুর দৈর্ঘ্য 5cm। এটিকে উত্তল লেন্সের সামনে 2cm দূরে রেখে 10 cm দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত ?
Ans : 
একটি বস্তুর দৈর্ঘ্য 5cm। এটিকে উত্তল লেন্সের সামনে 2cm দূরে রেখে 10 cm দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?

4.6.    জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
AnsClick HERE 

4.7.     একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে ?
Ans : 
একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে

অথবা,

220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।
Ans :
220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

www.edutical.com


4.8.    কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে a কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হবে কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়না কেন ব্যাখ্যা করো।

Ans :  Click HERE 

4.9.    ডোবেরাইনার - এর ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F-কে তাদের ক্রম বর্ধমান জারণ ক্ষমতার উর্ধক্রমে সাজাও

AnsClick HERE 

অথবা,

মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ন সিদ্ধান্তটি কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?

Ans :  Click HERE 

4.10.     ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো। 
তড়িৎ বিশ্লেষন পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয় ?
Ans : 
ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষন পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?

দ্বিতীয় অংশঃ তড়িৎ বিশ্লেষন পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড অ্যানোড রূপে ব্যবহার করা হয়।

4.11. ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহিত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।

AnsClick Here 


Maddhamik Physical Science

অথবা,

অ্যাসিটিক অ্যাসিড-এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং-এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন ?
Ans :  Click HERE 

বিভিন্ন চাকরির ও বিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

If you like this content, please CLICK any of the Ads in this page.


🔖🔖🔖 Bookmark our website www.edutical.com
Thank you 
Team BJU 
🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তরক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন

📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন 

إرسال تعليق

Search Your Questions

Powered By GoogleGoogle

Mock Test

Practice unlimited Mocks

MS

Maddhamik Solution

Knowledge Like Books

CBSE Notes

Educational platforms

Essay Writing

Credit Your Writing Skills

Letter Writing

Learn letter writing techniques

BW

Bengali Writing

Enhance Your Language Skills

PDF

ê - Books

Knowledge Investment

Web

New Job Updates

Shine like Jio Hotstar

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.