Maddhamik 2020 Life Science Question Paper Solution || মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২০ সমাধান

Maddhamik 2020 Life Science Question Paper Solution,biology,class 10,maddhamik,maddhamik biology,Maddhamik life science Question Paper Solution,wbbse
Pijus Kumar Sir

 মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২০ প্রশ্নের পূর্ণ সমাধান

Maddhamik Life Science Question Paper Solution 2020

Part = 1 

( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )

Maddhamik 2020 Life Science Question Paper Solution

1)       প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।     ১×১৫=১৫

1.1.      সঠিক জোড়টি নির্বাচন করো-

  • গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা
  • হাইপোথ্যালামাস- বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
  •  লঘু মস্তিষ্ক- দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
  • সুষুম্নাশীর্ষক- হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্র

1.2.     ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো----

  • রক্ত থেকে অধিকাংশ দেহ কোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে
  • যকৃত ও পেশি কোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
  • ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
  • প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রুপান্তরে বাধা দেয়

1.3.     'ক' স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলো মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো----

ক' স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলো মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো---

  • A-(i) B-(ii) C-(iii)
  • A-(ii) B-(iii) C-(i)
  • A-(iii) B-(i) C-(ii)
  • A-(ii) B-(i) C-(iii)

1.4.      মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো-

অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে ।

নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়।

  • (অ) প্রোফেজ (আ) অ্যানাফেজ
  • (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
  • (অ) টেলোফেজ (আ) মেটাফেজ
  • (অ) মেটাফেজ (আ) টেলোফেজ

1.5.      নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগ এর বৈশিষ্ট্য তা নির্বাচন কর-

(ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে

(খ) বাহকের প্রয়োজন হয়না

(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে

(ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয় ।

1.6.    মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অনুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো--

  • 46
  • 1
  • 23
  • অসংখ্য

1.7.      কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো--

  •  BbRr, BBRr
  •  BBrr Bbrr
  •  bbRR, bbRr
  • (ঘ) bbrr, bbRr

1.8.     নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো

  • ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান-কাক্ষিক
  • কান্ডের দৈর্ঘ্য-খর্ব, পরিণত বীজের আকার-কুঞ্চিত
  • পরিণত বীজের আকার-- গোল, বীজের বর্ণ-হলুদ
  • ফুলের অবস্থান- কাক্ষিক, কান্ডের দৈর্ঘ্য--লম্বা

1.9.       হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা হয়েছে রয়েছে এমন পিতা-মাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নিচের গুলো থেকে নির্ধারণ করো-

  •  H || h, h|1
  •  H || H, H|1
  •  H||H, h|1
  •  H || h, H|1

1.10.       আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্য টি শনাক্ত কর-

  •  অন্তঃপ্রজাতি সংগ্রাম
  •  আন্তঃপ্রজাতি সংগ্রাম
  •  পরিবেশের সঙ্গে সংগ্রাম
  •  নতুন প্রজাতির উৎপত্তি

 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের পূর্ণ সমাধান -  ক্লিক করুন 

1.11.       মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তার শনাক্ত কর-

  •  ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
  •  ইউরিয়া, অ্যাডেনিন
  •  গ্লাইসিন, অ্যালানিন
  •  ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড

1.12.     নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছিওয়াগল নৃত্য করে তা স্থির করো-

  •  প্রজনন সঙ্গী খোঁজা ।
  •  অন্যান্য শ্রমিক মউমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস অভিমুখ ও দূরত্ব জানানো ।
  •  নতুন মৌচাকের স্থান নির্বাচন করা ।
  •  সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো ।

1.13.     নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তার শনাক্ত কর-

  •  বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় ।
  •  জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত নয় ।
  •  বাস্তু তন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয় ।
  •  এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয় ।

1.14.     নিচের কোনটি জোড়াটি সঠিক নয় তা স্থির কর-

  •  চোরাশিকার- গরিলার বিপন্নতা বৃদ্ধি
  •  বহিরাগত প্রজাতি ল্যান্টানা, তেলাপিয়া
  •  হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা
  •  গ্রীন হাউস গ্যাস- ইউট্রোফিকেশন

1.15.      নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির কর-

  •  বন্দিপুর
  •  সিমলিপাল
  •  সুন্দরবন
  •  কানহা

Part - 2

2)     নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখঃ (১×২১)=২১

নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি) (১X৫=৫)

2.1.     আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদ-এর _______ ধর্মটি প্রমাণ করেন।

Ans:  সংবেদনশীলতা

2.2.      মানুষের মধ্যে যদি মিয়োসিস এর পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হত _______ টি।

Ans :  ৮৮

2.3.     মানুষের পপুলেশনে 'X' ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হল _______।

Ans :   হিমোফিলিয়া

2.4.      আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের _____ নম্বর আঙ্গুলের রূপান্তর।

Ans : ৩ (3)

2.5.    নাইট্রোজেন চক্রের _______ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়।

Ans : নাইট্রিফিকেশন

2.6.      বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ________ জলের প্রচুর অপচয় ঘটে ।

Ans :  ভৌম

নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যেকোনো পাঁচটি): ১x৫=৫

2.7.      ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন।

Ans :   সত্য।

2.8.     মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে।

Ans : মিথ্যা।

2.9.     মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন ।

Ans  :  মিথ্যা।

2.10.    বাষ্পমোচন এর হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে।

Ans  :  সত্য।

2.11.    পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন।

Ans  :  সত্য।

2.12.     কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে।

Ans : মিথ্যা।

A স্তম্ভের সাথে B স্তম্ভ মেলাও ( যে কোনো 5 টি )    1×5= 5

A স্তম্ভের সাথে B স্তম্ভ মেলাও ( যে কোনো 5 টি )
Ans
2.13. - ঘ 
2.14. - চ 
2.15.  - ক 
2.16.  - উম
2.17.  - খ
2.18.  - গ

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোন ছুটি): ১×৬ = ৬

2.19.    বিসদৃশ শব্দটি বেছে লেখ:

গুরুমস্তিস্ক, হাইপো থ্যালামাস, পনস, থ্যালামাস

Ans :  পনস।

2.20.      সোয়ান কোশ কোথায় থাকে?

উত্তরঃ নিউরোন এর অ্যাক্সনের মায়োলিন সিদ ও নিউরিলেমা এর মাঝে থাকে।

2.21.      নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূণ্যস্থান এ উপযুক্ত শব্দ বসাও:

মাইটোসিস : ভ্রূণমূল :: মিয়োসিস : _____"

Ans  : জনন মাতৃকোশ।

2.22.      মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন?

Ans :    স্বাধীন বিন্যাসের সূত্র।

2.23.      সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও।

Ans :    মুক্ত ও সংযুক্ত কানের লতি।

2.24.     শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়?

Ans :   শিম্পাঞ্জিরা পাথরের একটি শক্ত পাটাতনকে নেহাই হিসেবে ব্যবহার করে তার ওপর বাদাম রাখে, এরপর একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙ্গে।

 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের পূর্ণ সমাধান - ক্লিক করুন 

2.25.      নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত।

সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখ: SPM, বায়ুদূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ।

Ans :  বায়ুদূষণ

2.26.      স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখ।

Ans :  JFM (জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট)।

Part - 3

3.     নিচের ১৭ টি প্রশ্ন থেকে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই তিন বাক্যে লেখ।      (২০১২)=২৪

3.1.      নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য নিরূপণ করো-

  1. কাজের প্রকৃতি
  2. কাজের গতি কাজের স্থায়িত্ব
  3. পরিণতি

Ans

নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য নিরূপণ করো-

3.2.      কোন একজন মানুষ 'দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাচের জিনিস ভালোভাবে দেখতে পান না'- এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা অনুমান করে লেখ।

Ans : 

কারণ- এক্ষেত্রে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়। এর ফলে বস্তু থেকে আগত আলোকরশ্মি রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন করে। রেটিনার ওপরে ঐ বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। ফলে দূরের বস্তু স্পষ্ট দেখা গেলেও কাছের বস্তুর অস্পষ্ট হয়ে যায়।

প্রতিকার উত্তল কৃত্রিম লেন্সের প্লাস (+) পাওয়ার যুক্ত চশমা ব্যবহারের মাধ্যমে রেটিনার পিছনে গঠিত প্রতিবিম্ব কে সঠিক অবস্থানে আনা যায় এবং এই ত্রুটি দূর করা যায়।

3.3.       কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো

Ans

কৃষির ফলন বৃদ্ধি অধিক পরিমাণ ফলন উৎপাদন ও বৃদ্ধির জন্য কৃত্রিম জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয় করে কৃষি ক্ষেত্রকে আগাছা মুক্ত করা হয়।

3.4.       LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে বক্তব্যটির যথার্থতা বিচার করো

Ans : 

LH: ১. স্ত্রীদেহে ডিম্বাণু নিঃসরণে ও পরিণত ডিম্বথলি থেকে পীতগ্রন্থি সৃষ্টিতে সাহায্য করে। ২. মহিলাদের পীতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে।

ICSH: পুরুষ দেহে শুক্রাশয় এর ইন্টারস্টিশিয়াল কোশ বা লেডিগ বর্ণিত আন্তর কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ কে উদ্দীপিত করে।


3.5.     বেম তন্ত্র গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি- এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণী কোশে মাইটোসিস এর পার্থক্য নিরূপণ করবে?

Ans : Updated later 

3.6.        কোশচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো।

কোশচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো

3.7.    'অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্ল্যেখযোগ্য ভূমিকা গ্রহণ করে'-- একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

Ans :   কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন-পাথরকুচি, বিগোনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতার কিনারা থেকে অস্থানিক মুকুল জন্মায়। একে পত্রাশ্রয়ী মুকুল বলে। এই পত্রাশ্রয়ী মুকুলের নিচের দিক থেকে আবার প্রচুর অস্থানিক মূল বের হয়। পরে মূল সহ প্রতিটি পাতা বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের জন্ম দেয়।

3.8.      বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রশের মাধ্যমে দেখাও।

Ans :  মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মা এর ক্রোমোজোমগত ভূমিকা থাকে না কারণ মা কেবলমাত্র এক প্রকার গ্যামেট (X ক্রোমোজোম যুক্ত) উৎপাদন করতে পারেন। পিতার কোশ দুই প্রকার যৌন ক্রোমোজোম অবস্থিত এবং তিনি দুই প্রকার গ্যামেট (X অথবা Y ক্রোমোজোম যুক্ত) উৎপাদনে সক্ষম। অর্থাৎ X এবং Y ক্রোমোজোম দান এর মাধ্যমে লিঙ্গ নির্ধারনে পিতার ক্রোমোজোমগত ভূমিকাই প্রধান।

বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রশের মাধ্যমে দেখাও।

3.9.      'ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে' মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

Ans

ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে' মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

এক্ষেত্রে মটর গাছের দ্বিসঙ্কর জননের ফলাফলে YYRR, YYRr, YyRR, YyRr এই চারটি জিনোটাইপ একটি ফিনোটাইপ 'হলদে গোল' কে নির্দেশ করে। সুতরাং ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে' বক্তব্যটির যথার্থতা প্রমাণিত হল।

3.10.      সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু নবদম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে, সে বিষয়ে তোমার মতামত জানাও।

সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু নবদম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে, সে বিষয়ে তোমার মতামত জানাও

3.11.     প্রাকৃতিক ভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে, এমন একটি পুকুরে বেশকিছু তিলাপিয়া মাছ ছাড়া হল। বেঁচে থাকতে গেলে ওই তিলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখ।

Ans  : তিলাপিয়া মাছদের ওই পুকুরে বেঁচে থাকতে গেলে তাদের উপযুক্ত আহার, বাসস্থান এবং প্রজননের জন্য নিজেদের প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং ওই বিভিন্ন দেশীয় প্রজাতির মাছেদের সঙ্গে আন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে। এরকম প্রতিকূল পরিবেশে

নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য এভাবে তাদের জীবন সংগ্রাম কতে হবে।

3.12. বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো।

Ans : 

বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলির ভূমিকা:

১. পায়রার দেহের ওজন হ্রাস করে।

২. দেহের ভারসাম্য ও ভরকেন্দ্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করে।

৩. দ্বি-শ্বসন ঘটায়।

৪. বায়ুথলি এর জন্য মৃত্তিকা স্তরের বেশি অক্সিজেন যুক্ত বাতাস দেহের মধ্যে সঞ্চিত হয়, ফলে বাতাসের উচ্চস্তরে ওড়ার সময় শ্বাসকার্যের সুবিধা হয়।

মাধ্যমিক বাংলা প্রশ্নের পূর্ণ সমাধান - ক্লিক করুন 

3.13.    

  1. গঠন ও কাজ

  • বিবর্তনের ধরন নির্দেশক

উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠাকরো- 

Ans :  যেসব অঙ্গ উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্ন হলেও কার্যগত দিক থেকে এক, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলা হয়।

গঠন ও কাজ: পতঙ্গ ও পাখির ডানা ওড়ার জন্য ব্যবহৃত হলেও এদের উৎপত্তি ও গঠনগত দিক থেকে কোন সাদৃশ্য নেই। পতঙ্গের ডানা কিউটিকল বা বহিঃ-কঙ্কালের প্রসারিত অংশ, অন্যদিকে পাখির ডানা পালক আবৃত অগ্রপদ বিশেষ।

মটর গাছের পাতার আকর্ষ ও ঝুমকোলতার কান্ডের আকর্ষ একই রকম কাজ করলেও এরা উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন। মটর গাছের আকর্ষ রূপান্তরিত পাতা ও ঝুমকোলতার আকর্ষ হল রূপান্তরিত শাখা।

বিবর্তনের ধরন নির্দেশক: উপরোক্ত উদাহরণ গুলি থেকে বোঝা যায় যে, নানা রকম জীব একই পরিবেশে একইরকমভাবে অভিযোজিত হয় ও তার ফলে তাদের মধ্যে আপাত কার্যগত মিল সৃষ্টি হয়। সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তন কে প্রমাণ করে।

3.14.       মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলো সম্পর্ক স্থাপন করো : 

  • বিশ্ব উষ্ণায়ন
  • নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ

Ans : 

মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গুলির পরিমাণ অধিকমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব উষ্ণায়ন: নাইট্রাস অক্সাইড গ্যাসটি তাপশোষী গ্রীনহাউস গ্যাস বা সূর্য এর প্রতিফলনে সৃষ্ট অবলোহিত আলো বা উত্তাপ শোষন করে গ্রিনহাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন ঘটায়।

নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ: নাইট্রোজেনের অক্সাইড গুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক এসিড উৎপন্ন করে যা, অম্ল বৃষ্টির অন্যতম উপাদান। এই অম্লবৃষ্টি জলজ জীব ও উদ্ভিদ ধ্বংস করে এবং নদী এবং হ্রদের মাটি ও জল আম্লিক করে সেখানের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট করে।

3.15. ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা-

উপরোক্ত জীব গুলোর বিপন্নতার কারন কি কি হতে পারে তা নির্ধারণ করো।

Ans :  ইলিশ এর বিপন্নতার কারন হল- (i) বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া। (ii) উপযুক্ত প্রজনন স্থলের অভাব।

মৌমাছি বিপন্নতার কারন হল (1) উপযুক্ত প্রজনন স্থলের অভাব। (ii) বিভিন্ন দূষণ বিশেষ করে শব্দদূষণ।

পেঙ্গুইন বিপন্নতার কারন হল (1) তাপমাত্রার বৃদ্ধি পাওয়ার ফলে বরফ গলে যাচ্ছে ফলে তাদের উপযুক্ত বাসস্থানের অভাব হচ্ছে।  সর্পগন্ধা বিপন্নতার কারন হল- (1) অভি ব্যাবহারের ফল (II) মৃত্তিকা দূষণ।

3.16.      স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) -এর যেকোনো দুটি ভূমিকা আলোচনা কর।

Ans :    (i) PBR স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারনা দেয়, যার উপর ভিত্তি করে বিপন্ন জীব গুলির সংরক্ষনের ব্যাবস্থা নেওয়া হয়।

(1) স্থানীয় মানুষ কে জীববৈচিত্র্য-এর সংরক্ষনের ব্যাপারে সজাগ করে সংরক্ষণে অংশীদার করতে সাহায্য করে।

3.17.     বন্য প্রানী আইন অনুসারে অভয়্যারন্যে যে যে কাজ নিষিদ্ধ তার যেকোনো চারটি তালিকা ভুক্ত কর।

Ans :  অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ সেগুলি হল-

(i) অভয়ারণ্যে বন্য প্রানী শিকার রাজ্য সরকার কর্তৃক আইন প্রনয়নের মাধ্যমে নিষিদ্ধ করা হয়।

(ii) বন্য উদ্ভিদ কাটা নিষিদ্ধ ।

(iii) সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ।

(iv) বন্য প্রানী দের স্বাধীন জীবন যাত্রায় বাধা প্রয়োগ করা নিষিদ্ধ ।

মাধ্যমিক বাংলা প্রশ্নের পূর্ণ সমাধান - ক্লিক করুন 

Part - 4

4.      নিচের ৬ টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখ ৫×৬=৩০

4.1.     মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: 3+২=৫

(ক) কোরয়েড (খ) অপটিক স্নায়ু (গ) আইরিশ (ঘ) পীতবিন্দু

Ans : 

Life Science 2020

অথবা

একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:    ৩+২=৫

(ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) মেরু অঞ্চল (ঘ) বেম তন্ত্র।

Ans :  

একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:    ৩+২=৫  (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) মেরু অঞ্চল (ঘ) বেম তন্ত্র।

4.2.      নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো:

  • সম্পাদনের স্থান
  • ক্রোমোজোম বিভাজন এর প্রকৃতি
  • উৎপন্ন কোষের সংখ্যা

মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো ৩+২=৫

Ans : 

মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো:

দ্বিতীয় অংশ: ৪০ বছর বয়সের পরবর্তী সময় কালকে অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য দশা বলা হয়।

মানব বিকাশের এই বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কিছু পরিবর্তন হয়-

১. ব্যক্তির দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ক্রমশ হ্রাস পায়, ত্বক কুঞ্চিত হয়।

২. অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় হয়, ফলে এই সময় অস্থি জনিত বিভিন্ন রোগ দেখা দেয়।

অথবা,


একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো:

  • • সেন্ট্রোমিয়ার
  • • টেলোমিয়ার
Ans : Updated later 

জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয় পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। ২+৩=৫

Ans  : Click HERE 


4.3.      মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিন জোড়া প্রকট- প্রচ্ছন্ন গুন সারনির সাহায্যে লেখ। এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত কর।      ৩+২=৫

Ans :  

মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিন জোড়া প্রকট প্রচ্ছন্ন গুন সারনিঃ

মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিন জোড়া প্রকট- প্রচ্ছন্ন গুন সারনির সাহায্যে লেখ। এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত কর।

দ্বিতীয় অংশঃ মটর গাছের একসংকর জনন পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মেন্ডেল যে দুটি সিদ্ধান্তে উপনীত হন তাদের মধ্যে প্রথম সূত্রটি হল পৃথকী ভবন এর সূত্র।

পৃথকী ভবন এর সূত্র কোন জীবের একটি চরিত্রের অন্তর্গত এক জোড়া বিপরীত ধর্মি বৈশিষ্ট্য একটি জনু (জনিত জনু) থেকে অপর একটি জনুতে (অপত্য জনু) সঞ্চারিত হওয়ার সময়ে একত্রিত হলেও বৈশিষ্ট গুলি কখনোই মিশ্রিত হয় না বরং গ্যামেট উৎপাদন এর সময় বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়।

অথবা,

একজন বর্ণান্ধ মহিলা, একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। ৩+২

একজন বর্ণান্ধ মহিলা, একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও

এক্ষেত্রে প্রথম অপত্য বংশে সন্তানদের মধ্যে সমস্ত কন্যারা হবে বাহক এবং সমস্ত পুত্র হবে বর্ণান্ধ। সবকটি সন্তানের মধ্যে ৫০% হবে স্বাভাবিক এবং ৫০% হবে বর্ণান্ধ।

দ্বিতীয় অংশঃ


সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে F₂ জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি হয়।

সন্ধ্যামালতী উদ্ভিদে লাল এবং সাদা এই দুই প্রকার ফুল হয় ফুলের লাল রং, সাদা রঙের ওপর অসম্পূর্ণভাবে প্রকট। বিশুদ্ধ লাল ফুল যুক্ত (RR) সন্ধ্যামালতী উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুল যুক্ত (1) সন্ধ্যামালতী উদ্ভিদের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে (F₁ জনু) উৎপন্ন উদ্ভিদ গুলির লাল বা সাদাফুল যুক্ত না হয়ে সবই গোলাপি ফুল যুক্ত হয়। এই F₁ জনুর উদ্ভিদ গুলির মধ্যে স্ব-পরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে (F₂ জনু) তিন প্রকার ফিনোটাইপ

(লাল, গোলাপি ও সাদা) ও তিনপ্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়। F₂ জনুতে ফিনোটাইপিক অনুপাত- লাল গোলাপি: সাদা ১:২:১ এবং জিনোটাইপিক অনুপাত বিশুদ্ধ লাল (RR): সঙ্কর গোলাপি (Rr): বিশুদ্ধ সাদা (৫) ১২:১

 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের পূর্ণ সমাধান - ক্লিক করুন 

৪.৪ প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও    ৫×১= ৫

Ans  : অভিব্যক্তির গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ:

প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও

ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের নিম্নলিখিত তিনটি বিষয়ে আলোচনা করো:

  • অত্যধিক হারে বংশবৃদ্ধি
  • প্রকরণের উদ্ভব
  • প্রাকৃতিক নির্বাচন

'জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়া-কলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন'-- যেকোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। ৫+২=৫

Ans :  

অত্যধিক হারে বংশবৃদ্ধি: ডারউইনের মতে জীবের সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। ডারউইন লক্ষ্য করেন জীবের সংখ্যা বৃদ্ধি জ্যামিতিক হারে ঘটে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় একটি স্ত্রী স্যামন মাছ একটি প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পাড়ে।

প্রকরণ: ডারউইনের মতে, পৃথিবীতে যেকোনো দুটি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না, কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকবে। এই পার্থক্যকেই প্রকরণ বলে। অনুকূল প্রকরণ জীবনসংগ্রামে জীবকে সাহায্য করে, অপরদিকে প্রতিকূল প্রকরন জীবের বিলুপ্তির কারণ হয়।

প্রাকৃতিক নির্বাচন: ডারউইনের মতে, জীবন সংগ্রামের ফলে উদ্ভুত প্রকরণ গুলির মধ্যে কিছু অনুকূল ও কিছু প্রকরণ প্রতিকূল হয়। অনুকূল প্রকরণগুলি জীবকে অভিযোজনের সহায়তা করে কিন্তু প্রতিকূল প্রকরণ গুলি অভিযোজনে সহায়তা করতে পারে না। ফলে প্রতিকূল প্রকরণ যুক্ত জীব ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং অনুকূল প্রকরণ যুক্ত জীব পৃথিবীতে টিকে থাকার জন্য নির্বাচিত হয়। একে যোগ্যতমের উদবর্তন বলে। প্রকৃতি উপযুক্ত উপযুক্ত জীবকে টিকে থাকার জন্য নির্বাচন করে। একে প্রাকৃতিক নির্বাচন বলা হয়।


দ্বিতীয় অংশঃ 'জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়া-কলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন' বক্তব্যটির যথার্থতা প্রমাণ:

জীবের আকার: ১. মাছের মাকু আকৃতি জলজ অভিযোজন এর উদাহরণ।

২. পায়রা বা পাখির মাকু আকৃতি বায়ব অভিযোজন এর উদাহরণ।

শারীরবৃত্তীয় ক্রিয়া-কলাপ: ১. সুন্দরী গাছের স্বাসমূল মাটির ওপরে থাকে অক্সিজেনের জন্য।

২. উটের দেহের চামড়া পুরু হয়, ফলে জলশোষন ক্ষমতা অনেক বেশি।

আচরণের পরিবর্তনঃ ১. শিম্পাঞ্জিরা বাদাম ভেঙ্গে খায়, কাঠের পাটাতনের ওপর বাদাম রেখে গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে।

২. মৌমাছির ওয়াকল নৃত্য করে খাবারের উৎসের অভিমুখ জানতে।

4.5.      নিম্নলিখিত দূষক গুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যের কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন করো: ৫

  • অভঙ্গুর কীটনাশক
  • পরাগরেণু
  • ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার
  • স্বাস্থ্য কেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা
  • ক্লোরোফ্লোরো কার্বন

Ans  : অভঙ্গুর কীটনাশক: জলদূষন হবে, মাটিদূষন হবে, মানব দেহে বিভিন্নরকম রোগ হতে পারে এমনকি ক্যান্সার ও হতে পারে।

পরাগরেণুঃ বায়দুষন হবে, ফলে মানব দেহে অ্যাজমা, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে।

ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার মাটিদূষন হবে, জলদূষন হবে, মানব দেহে প্রোটিন সংশ্লেষ এর অভাব হবে।

স্বাস্থ্য কেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা: মাটিদুষন হবে, জলদূষন হবে, মানব দেহে বিভিন্নরকম রোগ দেখা দেবে।

ক্লোরোফ্লোরো কার্বনঃ এটি একটি গ্রীনহাউস গ্যাস। বায়ুদূষণ ঘটায়। এটি পরিবেশে বিশ্ব উষ্ণায়ন ঘটায়।

অথবা,

নিম্নলিখিত ঘটনা গুলির প্রত্যেক টির সম্ভাব্য কারন কী হতে পারে তা অনুমান কর: ৫

  • নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা
  • জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা
  • কুমিরের সংখ্যা হ্রাস
  • ফুসফুসের বায়ু চলাচল প্রদাহ 
  • পরাগ মিলনের সাহায্যকারী পতঙ্গের হ্রাস



4.6,     'ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। 

মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তু তন্ত্রের উপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো।

৩+২=৫

Ans  :  Click HERE 

দ্বিতীয় অংশঃ 

Ans : Click HERE 


অথবা,

পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাস ভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী এর সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্তসার লেখ।

 নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্রের গুরুত্ব আলোচনা করো ।  ৩+২=৫

Ans  : Click HERE 


দ্বিতীয় অংশঃ 

Ans : Click HERE 


মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের পূর্ণ সমাধান - ক্লিক করুন 




🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তরক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন

📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন 

🔖🔖 If Like This Content Please Click
Any of The Ads In This Page.  📌📌
 🔖🔖 কন্টেন্ট পছন্দ হলে যে কোনো অ্যাড
ক্লিক করুন ।  📌📌

Post a Comment

Search Your Questions

Powered By GoogleGoogle

Mock Test

Practice unlimited Mocks

MS

Maddhamik Solution

Knowledge Like Books

CBSE Notes

Educational platforms

Essay Writing

Credit Your Writing Skills

Letter Writing

Learn letter writing techniques

BW

Bengali Writing

Enhance Your Language Skills

PDF

ê - Books

Knowledge Investment

Web

New Job Updates

Shine like Jio Hotstar

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.