Questions : মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো
Answer: [ i ] এই পর্যায়ে ছেলেমেয়েদের দৈহিক , মানসিক , সামাজিক এবং প্রাক্ষোভিক দিকের উল্লেখযােগ্য পরিবর্তন ঘটে । যেমন — এইসময়ে দৈহিক বৃদ্ধি দ্রুত ঘটে । [ ii ] সাধারণত এইসময় থেকে যৌন চেতনার উন্মেষ ঘটে ও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় । [ iii ] মনোযোগ, চিন্তা শক্তি , বিশ্লেষণ ক্ষমতা ও বুদ্ধির বিকাশ দ্রুত ঘটে । [ iv ] বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পায় । এইসব কারণে বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞার কাল বলা হয় ।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
