Questions : শর্করার বিপাক সংক্রান্ত নিম্নলিখিত দুটি বিষয়ে ইনসুলিন হরমোনের ভূমিকা কী কী ?
Answer: গ্লুকোজের ভাঙন- কোশে গ্লুকোজকে জারিত করে পাইরুত্তিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে।
গ্লুকোজের রূপান্তরে ইনসুলিনের ভূমিকাঃ
(i) গ্লাইকোজেনেসিসের মাধ্যমে যকৃত ও পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করা এবং প্রয়োজন অনুসারে গ্লুকোজের জারণ প্রভাবিত করা ইনসুলিনের প্রধান কাতা।
(ii) গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদনে (গ্লাইকোজেনোলাইসিস) ইনসুলিন বাধা দেয়।
(iii) প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদন (গ্লুকোনিওজেনেসিস) ব্যহত করে।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
