Questions : শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়-এরূপ দুটি সমস্যার নাম লেখ এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো।
Answer: "শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়'-এরূপ দুটি সমস্যা-
১। অ্যালার্জিজনিত অ্যাজমা, যেটি শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
উপসর্গ-প্রচুর পরিমাণে স্বাসকষ্ট হয়।
২। অ্যালার্জিহীন অ্যাজমা, এটি প্রধানত ধূমপানের ফলে হয়।
উপসর্গ শ্বাসকষ্ট বা হাঁপানি হয়। ঠাণ্ডা , কাশি ,জ্বর দেখা যায়।
Maddhamik Life Science 2019
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
