Questions : "চোরাশিকার ভারতের প্রাণীর বৈচিত্রের বিপন্নতার একটি প্রধান কারণ"-যে যে কারণে এই চোরাশিকার ঘটে তার চারটি কারণ নির্ধারণ করো।
Answer: চোরাশিকার ঘটার চারটি কারণ-
১। বাঘের চামড়া শৌখিন বস্তুরূপে ব্যবহৃত হয়, বাঘের হাড়, চোখ ও দাঁত এর ব্যাপক চাহিদার জন্য বাঘ হত্যা করা হয়।
২। সিংহের হাড় ভেষজ ওষুধ রূপে ব্যবহৃত হওয়ার জন্য এবং নখ ও চামড়ার লোভে সিংহ হত্যা করা হয়।
৩। কুমিরের চামড়া সংগ্রহ করার জন্য কুমির নিধন করা হয়।
৪। রেড পান্ডা এর লোমশ চামড়া ও ঝালরের মতো সুন্দর ল্যাজ থেকে টুপি ও পরিধান তৈরি হওয়ায় চোরাশিকারিরা এই প্রানীটিকে শিকার করে।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
